10 হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন? বর্তমান যুগ মোবাইলের যুগ। মোবাইল বা স্মার্টফোন ছাড়া এই যুগ যেনো কল্পনারও বাইরে। তাই কমদামেও ভালো ফিচার সহ ফোন এখন সচরাচরই পাওয়া যাচ্ছে। আজকের প্রবন্ধে আমরা আলোচনা করবো দশটি দশ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ নিয়ে।
যারা নতুন স্মার্টফোন কিনতে যান, কিংবা পুরাতন মোবাইল পরিবর্তন করে নতুন একটি ভালো ফোন কিনতে চান, তারা অনেকেই না জানার কারণে দোকানদারের দেওয়া খারাপ কোয়ালিটির ফোন নিতে বাধ্য হন।
যেহেতু বাজারে 10 হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর চাহিদা সবচেয়ে বেশি, তাই আমাদের আজকের আলোচনা সেসব গ্রাহকের জন্যই। আর দেরি কেন! চলুন জেনে নেই 10 হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ এর মার্কেটে পাওয়া যাচ্ছে এমন ১০টি ফোন সম্পর্কে।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
10 হাজার টাকার মধ্যে ভালো ফোন
দশ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল তালিকা:
- রিয়েলমি সি ১১
- জিওনি ম্যাক্স প্রো
- সিম্ফনি জেড ৪০
- সিম্ফনি অ্যাটম ২
- ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো
- টেকনো স্পার্ক গো
- রিয়েলমি সি ২০ এ
- সিম্ফনি আই ৬৯
- আইটেল ভিশন ২ প্লাস
- স্যামসাং গ্যালাক্সি এম ০২:
১. রিয়েলমি সি ১১ – Realmi c11
10 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল তালিকায় রয়েছে রিয়েলমি ব্র্যান্ডের মডেল রিয়েলমি সি ১১। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বিশিষ্ট ফোনটির আছে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির ইন্টার্নাল স্পেস ৩২ জিবি এবং ৬৪ জিবি। র্যামের পরিমাণ ২ জিবি ও ৪ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১১।
রিয়েলমির ১০ হাজার টাকার মধ্যে ভালো এই মোবাইলটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। চিপসেট হিসেবে আছে Unisoc SC9863A, যার সাইজ 28 ন্যানোমিটার। অত্যন্ত আকর্ষণীয় ফিচার সহ এই মডেলটির ২/৩২ জিবি ভার্সনের দাম মাত্র ৯০৯০ টাকা। দামের তুলনায় ফোনটির সার্ভিস অনেক ভালো। চলুন, এক নজরে দেখে নেই রিয়েলমি সি ১১ এর খুঁটিনাটি সবকিছু:
- দাম: ৯০৯০ টাকা
- ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি, এলসিডি
- র্যাম / রম: ২ জিবি / ৩২ জিবি, ৪ জিবি/ ৬৪ জিবি
- ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্প
- অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১।
- ক্যামেরা: ৮ মেগাপিক্সেল (ব্যাক), ৫ মেগাপিক্সেল (সেলফি)।
- সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক।
২. জিওনি ম্যাক্স প্রো – Gionee Max Pro
৬.৫২ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট এই মডেলটির ইন্টার্নাল স্পেস ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। এই ফোনে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটির জনপ্রিয়তা বাড়িয়েছে। জিওনির এই সেটটিতে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১০। এতসব সুবিধার বদৌলতে ফোনটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৯০০০ টাকা। চলুন একনজরে দেখি নেই জিওনি ম্যাক্স প্রো এর যাবতীয় খুঁটিনাটি :
- ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি
- র্যাম / রম: ৩ জিবি /৩২ জিবি
- ক্যামেরা: ১৩,৮ মেগাপিক্সেল।
- নেটওয়ার্ক: ২/৩/৪ জেনারেশন।
- অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১০
- দাম: ৯০০০ টাকা।
৩.সিম্ফনি জেড ৪০ – Symphony Z40
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর মধ্যে সিম্ফনির এই মডেলটি ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফোনটির ডিসপ্লে ৬.৫৫ ইঞ্চি, ব্যাক ক্যামেরা ১৩+২+৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। দীর্ঘ সময় ব্যাকআপ দিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার। ইন্টার্নাল স্টোরেজ হিসেবে আছে ৩ জিবির র্যাম এবং ৩২ জিবির রম।
সিম্ফনি জেড ৪০ তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে এন্ড্রোয়েড টিএম ১০। ফিঙ্গারপ্রিন্টের সুবিধা সহ এই সেটটির দাম পড়বে মাত্র ৯৯৯০ টাকা। তো বুঝতেই পারছেন, দামের তুলনায় মান কিন্তু অনেক ভালো। এক নজরে চোখ বুলিয়ে নেই কি কি আছে এই সিম্ফনি জেড ৪০ এ :
- ডিসপ্লে: ৬.৫৫ ইঞ্চি।
- ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্প লিথিয়াম পলি।
- ক্যামেরা: ১৩,২,৫ মেগাপিক্সেল (ব্যাক) ; ১৩ মেগাপিক্সেল (ফ্রন্ট)
- র্যাম/ রম: ৩ জিবি/৩২ জিবি
- অপারেটিং সিস্টেম: এন্ড্রেয়েড টিএম ১০
- সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
- দাম: ৯৯৯০ টাকা।
৪. সিম্ফনি অ্যাটম ২ – Symphony Atom ii
10 হাজার টাকার মধ্যে ভালো ফোন এর তালিকায় সিম্ফনির আরো একটি ফোন। ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট সিম্ফনি অ্যাটম ২ মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১১ গো এডিশন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি মানের৷ ব্যাক ও ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ইন্টার্নাল স্পেস হিসেবে ফোনটিতে আছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবির রম। সিম্ফনির এই ফোনটিতে ২জি ,৩জি ও ৪ জি নেটওয়ার্ক স্বাচ্ছন্দ্যে চলতে পারে। বাংলাদেশে সিম্ফনির এই মডেলটি কিনতে আপনার খরচ হবে মাত্র ৭৭৯০ টাকা। একনজরে সিম্ফনি অ্যাটম ২ :
- ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি।
- ইন্টার্নাল স্পেস: ২ জিবি/ ৩২ জিবি
- ক্যামেরা: ৮ মেগাপিক্সেল (ব্যাক ও সেল্ফি)
- অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো এডিশন।
- নেটওয়ার্ক: ২, ৩, ৪ জি।
- সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
- দাম: ৭৭৯০ টাকা।
৫. ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো – Infinix Smart5 Pro
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ এর তালিকায় রয়েছে ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বিশিষ্ট এই মডেলটির ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো মানের। সেটটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং সেলফি ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সিং। ইন্টার্নাল স্পেস হিসেবে আছে ২ জিবি সাইজের র্যাম এবং ৩২ জিবি আকারের রম।
ইনফিনিক্সের এই মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া আছে এন্ড্রোয়েড ১১ গো এডিশন ভার্সন। ফোনটির ডিসপ্লে ৬.৫২ ইঞ্চির। ফোনটির সাথে আপনি পাবেন টাইপ সি চার্জার যা ফাস্ট চার্জিং নিশ্চিত করবে। এই সেটটিতে আপনি অনায়াসে ২,৩,৪ প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এত এত সুবিধা পেতে হলে আপনাকে খরচ করতে হবে ৮৯৯০ টাকা। এবার চলুন এক নজরে দেখে আসি ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো এর যাবতীয় তথ্যাদি:
- ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি
- স্টোরেজ: ২ জিবি র্যাম এবং ৩২ জিবি রম।
- ক্যামেরা: ব্যাক, সেলফি ; ১৩,৮ মেগাপিক্সেল
- অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো এডিশন।
- নেটওয়ার্ক: ২,৩ ও ৪ প্রজন্ম।
- ব্যাটারি: ৬০০০ মিলিঅ্যাম্প।
- চার্জিং: ফাস্ট চার্জিং
- সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
- দাম: ৮৯৯০ টাকা।
৬. টেকনো স্পার্ক গো – Tecno Spark Go
দশ হাজার টাকার মধ্যে ভালো এই মোবাইল এর ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে এন্ড্রোয়েড ১১ গো। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা হিসেবে আপনি পাবেন ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।টেকনো স্পার্ক গো ফোনটির ইন্টারনাল স্টোরেজ ২ জিবির র্যাম এবং ৩২ জিবির রম।
৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যবহার করা হয়েছে এই সেটটির ব্যাটারি হিসেবে। টেকনোর এই মডেলটিতে আপনি ২,৩ ও ৪ প্রজন্মের নেটওয়ার্ক অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডুয়াল সিমের সুবিধা বিশিষ্ট এই ফোনটির দাম মাত্র ৯৯৯০ টাকায়। চলুন, একনজরে দেখে নেয়া যাক টেকনো স্পার্ক গো এর সমস্ত খুঁটিনাটি:
- ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি।
- ক্যামেরা: ব্যাক ১৩, ফ্রন্ট ৮ মেগাপিক্সেল।
- স্টোরেজ: ২ জিবি / ৩২ জিবি
- অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো।
- নেটওয়ার্ক: ২,৩,৪ প্রজন্ম।
- ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার
- দাম: ৯৯৯০ টাকা।
৭. রিয়েলমি সি ২০ এ – Realmi c20 A
মে মাসে রিয়েলমি রিলিজড করে তাদের নতুন মডেল রিয়েলমি সি ২০ এ। ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এমন মোবাইল তালিকায় থাকা ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি টাচ স্ক্রিণ। ব্যাক ক্যামেরা হিসেবে দেওয়া আছে ৮ মেগাপিক্সেলের সিংগেল লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।
এই মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি ব্যবহার করেছে এন্ড্রোয়েড ১০ রিয়েলমি ইউ আই ভার্সন। ফোনটির ইন্টারনাল স্পেস ২ জিবি র্যামের সাথে ৩২ জিবি রম। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার দেয়া হয়েছে এই সেটটির ব্যাটারী হিসেবে।
ফিংগারপ্রিন্ট ও ফেসলক সহ আরো অনেক অসাধারণ ফিচারের এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেন্ডলি বাজেটে। দাম মাত্র ৮৯৯০ টাকা। এবারে একনজরে দেখে নিন রিয়েলমি সি ২০ এ এর যাবতীয় খুঁটিনাটি :
-
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি।
-
ক্যামেরা: ব্যাক ৮, ফ্রন্ট ৫ মেগাপিক্সেল।
-
ব্যাটারী: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
-
স্টোরেজ: ২জিবি / ৩২জিবি
-
অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১০ রিয়েলমি ইউ আই ভার্সন।
-
দাম: ৮৯৯০ টাকা মাত্র।
৮. সিম্ফনি আই ৬৯ – Symphony i69
যারা ১০ হাজার টাকার মধ্যে ভালো, সুন্দর ও কিছুটা ছোট ডিসপ্লের একটি ফোন কিনতে চান, তাদের জন্য রয়েছে সিম্ফনি আই ৬৯। ফোনটির ডিসপ্লে সাইজ ৫.৭ ইঞ্চি। এই বছরের অক্টোবরে রিলিজড হয় সিম্ফনির বাজেট ফ্রেন্ডলি মডেল সিম্ফনি আই ৬৯। ফোনটিতে ব্যাক ক্যামেরা লেন্স হিসেবে দেওয়া আছে ৮ মেগাপিক্সেলের লেন্স এবং সেলফি ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেলের লেন্স।
সিম্ফনি তাদের এই মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দিয়েছে এন্ড্রোয়েড ১১ গো এডিশন ভার্সন। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যবহার করা হয়েছে সেটটির ব্যাটারী হিসেবে।
২ জি, ৩ জি ও ৪ জি নেটওয়ার্ক অনায়াসে ব্যাবহার করতে পারবেন এই ফোনে। ডুয়াল সিমের সুবিধা বিশিষ্ট এই মোবাইলের দাম পরবে মাত্র ৬৯৯০ ( ছয় হাজার নয়শত নব্বই )টাকা। এবারে চলুন দেখে নেয়া যাক সিম্ফনি আই ৬৯ এর যাবতীয় তথ্যাদি একনজরে:
-
ডিসপ্লে: ৫.৭ ইঞ্চি।
-
ক্যামেরা: ৮,৫ মেগাপিক্সেল (ব্যাক, ফ্রন্ট)
-
ব্যাটারি: ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার।
-
নেটওয়ার্ক: ২,৩ ও ৪ জি।
-
অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো এডিশন ভার্সন।
-
দাম: ৬৯৯০ টাকা।
৯. আইটেল ভিশন ২ প্লাস – iTel vision 2 Plus
২০২১ সালের জুন মাসে আইটেল কোম্পানি বাজারে আনে তাদের নতুন মডেল আইটেল ভিশন ২ প্লাস। ৬.৮ ইঞ্চির ডিসপ্লের সাথে এই সেটটিতে আপনি পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সিস্টেম। ব্যাক ক্যামেরা হিসেবে যে দুইটি ক্যামেরা লেন্স দেয়া আছে তার একটি ১৩ মেগাপিক্সেল এবং অন্যটি ৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।
৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার দেয়া হয়েছে এই সেটটির ব্যাটারি হিসেবে। এই ফোনটির ইন্টারনাল স্পেস ৩ জিবি র্যামের সাথে ৬৪ জিবি রম। আইটেলের এই মডেলটি কিনতে আপনার খরচ হবে ৯৯৯৯ ( নয় হাজার নয়শত নব্বই ) টাকা। এবারে এক ঝলকে দেখে নিন আইটেল ভিশন ২ প্লাসের সম্পূর্ণ স্পেসিফিকেশন:
-
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি।
-
ক্যামেরা: ১৩+৩ মেগাপিক্সেল (ব্যাক) এবং ৫ মেগাপিক্সেল (সেলফি)
-
ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
-
স্টোরেজ: ৩ জিবি / ৬৪ জিবি।
-
দাম: ৯৯৯০ টাকা।
১০. স্যামসাং গ্যালাক্সি এম ০২ – Samsung Galaxy M02
আপনি কি স্যামসাং মোবাইল পছন্দ করেন? ১০ হাজার টাকার মধ্যে ভালো স্যামসাং ফোন খুঁজছেন? তাহলে স্যামস্যাং গ্যালাক্সি এম০২ আপনার জন্যই। স্যামসাং কোম্পানি বাজারে এনছে তাদের নতুন মডেল স্যামসাং গ্যালাক্সি এম ০২।
৬.৫ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট এই ফোনটির ২ টা ভার্সন আছে। ২ জিবি র্যাম ও ৩২ জিবি রম স্টোরেজের ফোনটির অফিসিয়াল দাম ৮৫৯৯ টাকা এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম স্টোরেজের কেন টির অফিসিয়াল দাম ৯৯৯৯ টাকা।
স্যামস্যাং এর এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে। ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।
ফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রোয়েড ১০ ভার্সন। ব্যাটারি হিসেবে এতে দেয়া আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার। সার্বিক দিক বিবেচনায় দাম হিসেবে ফোনটির সার্ভিস বেশ ভালো। এবারে একনজরে দেখে নিন স্যামসাং গ্যালাক্সি এম ০২ এর খুঁটিনাটি তথ্যাদি:
-
-
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি।
-
ক্যামেরা: ১৩,২ মেগাপিক্সেল( ব্যাক), ৫ মেগাপিক্সেল (সেলফি)।
-
ব্যাটারী: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
-
অপারেটিং সিস্টেম : এন্ড্রোয়েড ১০।
-
স্টোরেজ: ২ জিবি / ৩২ জিবি এবং ৩ জিবি / ৩২ জিবি।
-
দাম: ৮৫৯৯ টাকা ( ২/৩২ জিবি) এবং ৯৯৯৯ টাকা (৩/৩২ জিবি)
-
দশ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল নিয়ে শেষ কথা
প্রিয় পাঠক! আপনি যদি এতক্ষণ আমাদের আর্টিকেলটি মন দিয়ে পড়ে থাকেন তবে 10 হাজার টাকার মধ্যে ভালো ফোন নিয়ে আজকের আলোচনার দশটি মডেলের ফোন সম্পর্কে নিশ্চয়ই জানতে পেরেছেন। আশা করি, তথ্যগুলো আপনার পরবর্তীতে একটি ভালো ফোন কেনার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। আপনার বাজেট বৃদ্ধি সম্ভব হলে বার হাজার টাকার মধ্যে ভালো ফোনগুলোও দেখতে পারেন।
এবার বলুন তো, ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ লিস্ট থেকে আপনি কোন ফোনটি কিনতে যাচ্ছেন?
আপনার সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ। এই পোস্ট টি পড়ার মাধ্যমে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সম্পর্কে সুন্দর তথ্য জানতে পারলাম।