আবেদন পত্র লেখার নিয়ম বাংলা | দরখাস্ত লেখার নিয়ম ২০২৩

দরখাস্ত লেখার নিয়ম

আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

প্রয়োজনভেদে প্রতিটি আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই কিভাবে আবেদনপত্র লেখার নিয়ম অনুসরণ করে bangla abedon potro বা দরখাস্ত লিখবো এবং দরখাস্তে কি কি লিখতে হবে এসব বিষয়ে প্রশ্ন থেকেই যায়।

আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে কোনো বিষয় অজানা থাকলে বা মনে দ্বিধাগ্রস্ত হলেও অন্য কারো সাহায্য গ্রহন করতে অস্বস্তিবোধ হয়। কারন শিক্ষাগত যোগ্যতার বিপরীতে কারো কাছে এধরনের সহযোগিতা চাওয়াটা বিব্রতকর মনে ওয়াটা অস্বাভাবিক নয়।

তাই আমাদের উচিৎ আবেদনপত্র লেখার নিয়মগুলো সঠিকভাবে আয়ত্বে নিয়ে আসা। কিভাবে দরখাস্ত লিখতে হয়, কোন আবেদনপত্রের ফরম্যাট কেমন হবে, কি ধরনের তথ্য সংযুক্তি হিসেবে দিতে হবে, সেসব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা।

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা নয় শুধু, এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়মও জানবো, ইনশা-আল্লাহ।

একনজরে সম্পূর্ণ আর্টিকেল

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা | দরখাস্ত লেখার নিয়ম

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

পত্র অনেক ধরনের হতে পারে যেমন, অভিযোগ পত্র, আবেদন পত্র বা দরখাস্ত, প্রত্যয়ন পত্র, ইত্যাদি। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা শিখতে চলছি কিভাবে সুন্দর করে সাজিয়ে একটি দরখাস্ত লিখতে হয়। তো চলুন আবেদন পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

দরখাস্ত লেখার নিয়ম | Abedon Potro Bangla

বাংলা আবেদন পত্র লেখার কিছু নিয়ম আছে, যেগুলো ছাড়া সঠিকভাবে দরখাস্ত সম্পূর্ণ হয়না। আপনি যেধরনের Abedon Potro ই লিখুন না কেন নিচে উল্লেখ করা আবেদন পত্র লেখার নিয়মগুলো অনুসরণ করেই লিখতে হবে।

একটি আবেদনপত্রে যা যা থাকতে হবে:

  • আবেদনের তারিখ
  • প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)
  • আবেদনের বিষয়
  • সম্ভাষণ (জনাব / স্যার / ম্যাডাম ইত্যাদি)
  • আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা
  • আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা

আবেদন পত্র লেখার নিয়ম ও নমুনা দরখাস্ত

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

আবেদন পত্র লেখার নিয়ম তো কিছুটা জানা হলো। এবার খুব সহজভাবে বুঝানোর জন্য বহুল ব্যবহৃত কিছু আবেদন পত্রের নমুনা দেখে নিবো। আমাদের আর্টিকেলে যেসব দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা দেখানো হবে তা হলো-

  1. স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  2. ছাড়পত্রের জন্য আবেদন পত্র
  3. জরিমানা মওকুফের জন্য আবেদন
  4. অগ্রিম ছুটির জন্য আবেদন
  5. অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
  6. উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  7. প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন
  8. আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  9. হলে সিটের জন্য আবেদন পত্র
  10. সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন
  11. অগ্রিম ছুটির জন্য অফিসিয়াল ছুটির আবেদন
  12. অনুপস্থিতির জন্য অফিসিয়াল ছুটির আবেদন
  13. চাকরি থেকে অব্যাহতি নেওয়া বা রিজাইন দেওয়ার আবেদন
  14. পুলিশের কাছে জিডি বা সাধারণ ডায়েরী করার জন্য আবেদন
  15. স্কুল/কলেজে ইংরেজিতে ছুটির আবেদন

১। স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

প্রশ্ন: মনে করো, তোমার বাবা একজন সরকারি চাকুরিজীবি এবং তাঁর বদলি জনিত কারণে তোমার নতুন স্কুলে ভর্তি হতে হবে। এমতাবস্থায় অধ্যক্ষের নিকট ভর্তির অনুমতি চেয়ে একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

অধ্যক্ষ

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

মিরপুর, ঢাকা।

বিষয়: স্কুলে ভর্তির জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবি। সম্প্রতি আমার বাবার কর্মস্থল বগুড়া সদর থেকে ঢাকায় বদলি হয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে থাকি। তাই আমার পড়াশোনা চালিয়ে যেতে ঢাকার কোন বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত অবস্থার কথা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে ভর্তির অনুমতি দিয়ে কৃতজ্ঞতায় বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত

শাহরিয়ার তানজিদ শাওন

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

শ্রেনি: ৭ম

রোল নং: ০১

শাখ: ক

ভর্তির জন্য আবেদন পত্রের নমুনা
ছবি: স্কুলে ভর্তির জন্য নমুনা আবেদন পত্র

স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র Doc File

২। ছাড়পত্রের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

প্রশ্ন: মনে করো, তোমার বাবা একজন সরকারি চাকুরিজীবি এবং তাঁর বদলি জনিত কারণে তোমার নতুন স্কুলে ভর্তি হতে হবে। এমতাবস্থায়, পুরাতন স্কুলে অধ্যক্ষের নিকট ছারপত্র চেয়ে একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

গগন মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবি। সম্প্রতি আমার বাবার কর্মস্থল বরগুনা সদর থেকে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বদলি করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় আমার পক্ষে আপনার বিদ্যালয়ে অধ্যায়ন করা সম্ভব হচ্ছে না। তাই জরুরি ভিত্তিতে আমার ছাড়পত্র প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত সমস্যার কথা বিবেচনা করে আমাকে একখানা ছাড়পত্র প্রদানের জন্য আপনার মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

৭ম শ্রেনি

রোল নং ০১

শাখ: ক

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম doc file

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম pdf

৩। জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

প্রশ্ন: মনে করো, সময়মতো বেতন ও অন্যান্য ফি জমা না দেওয়ার কারণে তোমার নামে জরিমানা হয়েছে। এমতাবস্থায় তোমার আর্থিক অবস্থার বিবরণ দিয়ে অধ্যক্ষের নিকট জরিমানা মওকুফের জন্য একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

গগন মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পরিবারের আর্থিক সচ্ছলতার অভাবে আমি আমার বেতনসহ অন্যান্য ফি নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারিনি। আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি ছাড়াও আমার আরো এক ভাই ও বোন রয়েছে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত সমস্যার কথা বিবেচনা করে আমাকে আমার সকল জরিমানা মওকুফ করে সকল ফি ও বেতন প্রদানে জনাবের সুমহান মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

১০ম শ্রেনি

বিভাগ: মানবিক

রোল নং ০১

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম doc file

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম pdf file

৪। অগ্রিম ছুটির জন্য আবেদন

প্রশ্ন: মনে করো, আগামী সপ্তাহে তোমার বোনের বিয়ে, তাই বিদ্যালয়ে উপস্থিত থাকা তোমার জন্য সম্ভব না। এমতাবস্থায় তোমার ছুটির প্রয়োজন জানিয়ে অধ্যক্ষের নিকট অগ্রিম ছুটির জন্য একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

গগন মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ১০/০৪/২০২৩ তারিখ থেকে ১৫/০৪/২০২৩ তারিখ পর্যন্ত আমার বড় বোনের শুভ বিবাহ উপলক্ষে পাঁচ (০৫) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে পাঁচ(০৫) দিনের ছুটি প্রদানে জনাবের সুমহান মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

১০ম শ্রেনি

বিভাগ: মানবিক

রোল নং ০১

অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম pdf

অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম doc file

৫। অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

প্রশ্ন: মনে করো, গত সপ্তাহে তোমার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারো নি। এমতাবস্থায় তোমার অনুপস্থিতির কারণ জানয়ে অধ্যক্ষের নিকট ছুটির জন্য একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

গগন মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৪/০৪/২০২৩ থেকে ০৮/০৪/২০২৩ তারিখ পর্যন্ত ৪ দিন আমার শারীরিক অসুস্থতার কারনে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত অসুস্থতার কথা মানবিক বিবেচনা করে আমাকে ৪ দিনের ছুটি দানে জনাবের নিকট মর্জি প্রার্থনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

১০ম শ্রেনি

বিভাগ: মানবিক

রোল নং ০১

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম pdf

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম doc file

৬। উপবৃত্তির জন্য আবেদন পত্র

প্রশ্ন: তোমার পরিবারের আর্থিক দুরাবস্থার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর উপবৃত্তির জন্য একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

গগন মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: উপবৃত্তির জন্য আবেদন। 

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমার বাবাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েকমাস ধরে আমার বাবা শারীরিকভাবে খুবই অসুস্থ। তাই আমার বাবার পক্ষে পরিবারের খরচ বহন করার পর আমাদের ৪ ভাই-বোনের পড়াশোনার খরচ চালানো খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উপরোক্ত আর্থিক সমস্যার কথা বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদানে জনাবের নিকট মর্জি প্রার্থনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

১০ম শ্রেনি

বিভাগ: মানবিক

রোল নং ০১

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম doc

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম pdf

৭। প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন

প্রশ্ন: মনে করো, তুমি এবার এসএসসি পরীক্ষায় পাস করেছো এবং একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি হতে ইচ্ছুক। এমতাবস্থায় প্রধান শিক্ষকের নিকট প্রশংসা পত্র চেয়ে একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ১০-০৪-২০২২ইং

বরাবর

প্রধান শিক্ষক

গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি শাহরিয়ার তানজিদ শাওন আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। ২০২৩ সালে বরিশাল বোর্ডের অধীনে অনুষ্ঠিত এস,এস,সি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে গত পাঁচ বছর অধ্যয়নকালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। কোনো আইনশৃঙ্খলা বিরোধী কাজের সংঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না। আমি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

এস, এস, সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র

পরীক্ষার ক্রমিক নম্বরঃ ১১২০**

প্রশংসাপত্রের জন্য আবেদন pdf

প্রশংসাপত্রের জন্য আবেদন doc file

৮। আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

প্রশ্ন: তোমার পরিবারের আর্থিক দুরাবস্থার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর দরিদ্র তহবিল থেকে আর্থিক অনুদানের জন্য একটি আবেদন পত্র লিখ।

তারিখ: ০৯/০৪/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক

গগন মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর, বরগুনা।

বিষয়: দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েকমাস যাবৎ বাবা অসুস্থ্য অবস্থায় রয়েছেন। পরিবারের খরচ বহন করার পর আমাদের ৪ ভাই-বোনের পড়াশোনার খরচ চালানো তার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উপরিউক্ত আর্থিক সমস্যার কথা মানবিক বিবেচনা করে আমাকে দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদানে জনাবের নিকট মর্জি প্রার্থনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শাহরিয়ার তানজিদ শাওন

১০ম শ্রেনি

বিভাগ: মানবিক

রোল নং ০১

আর্থিক সাহায্যের জন্য আবেদন pdf

আর্থিক সাহায্যের জন্য আবেদন doc file

৯। হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ১৯/১২/২০২৩

বরাবর

প্রভোস্ট

ফজলুল হক হল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২।

বিষয়: হলে সিটের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের কৃষি অনুষদের একজন ছাত্র। ভর্তির সময় আমার হল নির্বাচনে আপনার ফজলুল হক হলে আমার সিট বরাদ্দ করা হয়।  আগামী ১লা জানুয়ারী থেকে ১ম বর্ষের ক্লাস শুরু হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় ক্লাস শুরুর পূর্বেই আমার হলে ওঠা প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার অবস্থা বিবেচনা করে আমাকে আপনার হলে একখানা সিট বরাদ্দ করতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক

শাহরিয়ার তানজিদ শাওন

লেভেল-১; সেমিস্টার-১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

নিম্নে আমরা চাকরিতে যোগদান, অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম এবং চাকরিরত অবস্থায় প্রয়োজনীয় কিছু আবেদন পত্র লেখার নিয়ম শিখে নিবো। বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন

১০। সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র

তারিখ: ১৫/১১/২০১৯ ইং

বরাবর,

সভাপতি

গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বরগুনা সদর,বরগুনা।

বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, গত ১লা নভেম্বর  ’দৈনিক ক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয়ে ২ জন “সহকারী শিক্ষক” পদে নিয়োগ দেওয়া হবে। আমি ‘সহকারী শিক্ষক’ পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।

প্রার্থীর নাম: …………………………

পিতার নাম: ………………………..

মাতার নাম: ………………………..

বর্তমান ঠিকানা:……………………

স্থায়ী ঠিকানা: ……………………….

মোবাইল নাম্বার: …………………..

ই-মেইল: …………………………….

জন্ম তারিখ:………………………….

জাতীয়তা: ………………………..

ধর্ম: ………………………..

ব্ল্যাড গ্রুপ: ……………….

শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম

বোর্ড / প্রতিষ্ঠানের নাম

পাশের সন

জিপিএ

এসএসসি

বরিশাল বোর্ড

২০০৮

৫.০০

এইচএসসি

বরিশাল বোর্ড

২০১০

৫.০০

বিএসসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০১৪

৩.৫০ (প্রথম শ্রেণী)

এমএসসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০১৫

৩.৬০ (প্রথম শ্রেণী)

অভিজ্ঞতা:

১। ………………………

২। ……………………..

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উল্লেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

সংযুক্তি:

  • ছবি ২ কপি
  • একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি
  • চারিত্রিক সনদপত্র
  • গরিকত্ব সনদপত্র
  • ২০০ টাকার পোস্টাল অর্ডার নং: ………………

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন doc file

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন pdf

১১। অগ্রিম ছুটির জন্য অফিসিয়াল ছুটির আবেদন পত্র

তারিখ: ১০/০৪/২০২৩

বরাবর

ব্যবস্থাপক

বাংলাদেশ ইসলামি ব্যাংক লিমিটেড

বরগুনা সদর শাখা, বরগুনা।

বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ বাংলাদশ ইসলামি ব্যাংক লিমিটেড বরগুনা সদর শাখা, বরগুনা এ ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ১৫/০৪/২০২৩ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ১৪/০৪/২০২৩ খ্রিঃ হতে ১৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিনের ছুটি আমার একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ০৪ (চার) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত

মোঃ শাহরিয়ার তানজিদ শাওন

ফিল্ড অফিসার,

বাংলাদেশ লিমিটেড ব্যাংক লিঃ

বরগুনা সদর, বরগুনা।

১২। অনুপস্থিতির জন্য অফিসিয়াল ছুটির আবেদন পত্র

তারিখ: ১০/০৪/২০২৩

বরাবর

ব্যবস্থাপক

বাংলাদেশ ইসলামি ব্যাংক লিমিটেড

বরগুনা সদর শাখা, বরগুনা।

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ বাংলাদশ ইসলামি ব্যাংক লিমিটেড বরগুনা সদর শাখা, বরগুনা এ ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছি। শারিরীক ভাবে অসুস্থ থাকার কারনে গত ০৬/০১৪/২০২৩ খ্রিঃ হতে ০৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিন অফিসে উপস্থিত থাকতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৪(চার) দিন ছুটি মঞ্জুর করতে জনাবের নিকট সুমহান সদয় মর্জি প্রার্থনা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত

শাহরিয়ার তানজিদ শাওন

ফিল্ড অফিসার

বাংলাদেশ ইসলামি ব্যাংক লিঃ

বরগুনা সদর,বরগুনা।

১৩। চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র

তারিখ: ১৮/০৮/২০২৩

সচিব,

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বিষয়: সম্প্রসারণ কর্মকর্তা পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি প্রদান প্রসঙ্গে।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ক, সম্পসারণ কর্মকর্তা, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ॥ প্রজেক্ট (এনএটিপি-২)। গত ১৭/০৭/২০২৩ খ্রি: তারিখের অবহিতকরণ পত্র মাফিক আমার পারিবারিক সমস্যার কারণে অদ্য ১৮/০৮/২০২৩ খ্রি: তারিখ অপরাহ্নে চাকুরী হতে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমার অব্যাহতি পত্রটি গ্রহণ করে বাধিত করবেন।

আপনার বিশ্বস্ত

(মোঃ ক)

সম্প্রসারণ কর্মকর্তা

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ॥ প্রজেক্ট (এনএটিপি-২)

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়

ক, কিশোরগঞ্জ।

অব্যাহতি প্রদান পত্র doc file

অব্যাহতি প্রদান পত্র pdf

১৪। পুলিশের কাছে জিডি বা সাধারণ ডায়েরী করার জন্য আবেদন পত্র

তারিখ: ……./……./………

বরাবর

অফিস ইনচার্জ

থানা (থানার নাম), উপজেলা (উপজেলার নাম), জেলা (আপনার জেলার নাম)

বিষয়: সাধারণ ডায়েরীর জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ/মোছাঃ ………………………. (আপনার নাম লিখুন), পিতা/স্বামী: মোঃ ………………….. (আপনার পিতা অথবা স্বামীর নাম লিখবেন), গ্রাম: ………….(আপনার গ্রামের নাম লিখুন), ডাকঘর:……………, উপজেলা:………………., জেলা:……………..।  আমি শারীরিকভাবে থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত ……/……/২০২৩ ইং তারিখে আমার দোকান হতে বাড়িতে আসার পথে আমার ন্যাশনাল আইডি কার্ডটি হারিয়ে ফেলেছি। আমার জাতীয় পরিচয় পত্রের নাম্বার ৮২৫……………..। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করার পরও না পেয়ে আমি চিন্তিত হয়ে পরেছি। এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরীর অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজন।

অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে সাধারণ ডায়েরীভুক্ত করে কৃতজ্ঞতায় বাধিত করবেন।

নিবেদক

(স্বাক্ষর)

(আপনার পূর্ণ নাম)

মোবাইল নাম্বার: +৮৮০১৭…………

ঠিকানা: ……………….

সাধারণ ডায়েরীর জন্য আবেদন doc file

সাধারণ ডায়েরীর জন্য আবেদন pdf

১৫। স্কুল/কলেজে ইংরেজিতে ছুটির আবেদন পত্র

Date: ……/………/2022

To,

The Principal.

(Name of the school).

(Write your school address).

Subject: Application for Sick leave.

Dear Sir/Madam,

With due respect, I want to say that I am not in a position to go to school as I am down due to a fever. I have been recommended by our family doctor that I have to take proper rest for at least [number of days].

Therefore, In this manner, mercifully allow me to take off from (begin date) to (conclusion date). I shall be thankful to you.

Your obedient pupil

[Your Name]

[Class and section]

[Roll No:]

english aplication format doc file

english aplication format pdf

যেসব কারণে আবেদন পত্র বাতিল হয়ে যায়

দরখাস্ত লেখার নিয়ম অনুযায়ী আপনার আবেদন পত্র বাতিল হওয়ার সম্ভাবণা রয়েছে। কিছু কিছু ভুল বা ত্রুটির কারণে প্রায়শই দরখাস্ত বাতিল হয়ে যাই। তাই, দরখাস্ত লেখার সময় আমাদের যথেষ্ট সর্তক থাকতে হবে। নিচে আবেদন পত্র বাতিল হওয়ার কিছু কিারণ তুলে ধরা হলো সেগুলোর কারণে আপনার গুরুত্বপূর্ণ দরখাস্ত বাতিল হয়ে যেতে পারে।

  • কর্তৃপক্ষের নির্দেশমত ফটো না দিলে
  • নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর না দিলে
  • ঠিকমতো পেশাগত বা শিক্ষাগত যোগ্যতা না দিলে
  • আবেদনের যথাযথ ফি জমা না দেওয়া
  • অভিজ্ঞতা চাওয়া হলে সেটা স্কিপ করে গেলে
  • দরখাস্তের নির্ধারিত ফরম্যাট অনুসরন না করলে
  • বয়স ঠিকমতো না অন্তর্ভুক্ত করলে
  • দরখাস্তের নির্দিষ্ট ফরম সঠিকভাবে পূরণ না করলে
  • প্রমাণ পত্রাদি চাইলে তা সঠিকভাবে উপস্থাপন না  করিলে
  • সংরক্ষিত পদের জন্য অসংরক্ষিত কেউ এবং অসংরক্ষিত পদের জন্য সংরক্ষিত কেউ আবেদন করলে
  • যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট যে তারিখের ভেতর পূরণ করার কথা সেই তারিখে পূরণ না করলে

উপরে উল্লিখিত বিষয়গুলো অবশ্যই দরখাস্ত লেখার সময় খেয়াল করতে হবে এবং সম্পূর্ণ নিয়ম মেনে দরখাস্ত লিখতে হবে। এছাড়াও, শব্দ চয়ন দরখাস্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই এবিষয়েও খেয়াল রাখা জরুরী।

আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে শেষ কথা

উপরে আমরা ছাত্র এবং চাকরি জীবনে প্রয়োজনীয় ১৪ টি আবেদন পত্র লেখার নিয়ম বাংলায় শিখেছি। সেইসাথে ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়মও দেখেছি। তবে, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ভাষায় জানলে আপনি ইংরেজিতেও দরখাস্ত লিখতে পারবেন। কেননা, পূর্বে দরখাস্ত লেখার জন্য দুইটি ভাষায় কিছুটা আলাদা ফরম্যাট ব্যবহার করা হলেও এখন একই ফরম্যাট ব্যবহার করা হয়।

আশা করি, আর্টিকেলটিতে আপনার প্রয়োজনী আবেদন পত্র লেখার নিয়ম খুঁজে পেয়েছেন। তারপরেও যদি আপনার জন্য জরুরী এমন কোন দরখাস্ত লেখার নিয়ম এখানে না থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।

5 thoughts on “আবেদন পত্র লেখার নিয়ম বাংলা | দরখাস্ত লেখার নিয়ম ২০২৩”

  1. বর্তমান অফিস থেকে অন্যকোথাও চাকরির  আবেদন করার জন্য অফিস থেকে অনুমতি পত্র  লেখা দরখাস্ত ।

    আমার এরকম দরখাস্ত প্রয়োজন । ধারণা দিবেন কিভাবে লিখব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top