Tab Price in Bangladesh | ১০টি কম দামে ভালো ট্যাব ২০২৩

কম দামে ভালো ট্যাব

কম দামে ভালো ট্যাব আমরা অনেকেই কিনতে চাই। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের কাছে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব  এবং অন্যান্য ডিভাইস অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমাদের জীবনে কম্পিউটার ও ল্যাপটপ এর পরে ট্যাবও ভালো জায়গা করে নিয়েছে। ট্যাব যদিও স্মার্টফোনের মতোই কাজ করা যায়। কিন্তু ট্যাব এর ডিসপ্লে কম্পিউটার থেকে ছোট এবং স্মার্টফোন থেকে বড় হয়।

স্মার্টফোন থাকার কারণে ২০২৩ সালে এসে ট্যাব কেনার চাহিদা কিছুটা কমলেও ট্যাবের বড় স্ক্রিনের কারণে ই-বুক, ইন্টারনেট ব্যবহার, ইউটিউব, মুভি দেখা, গেম খেলার জন্য অনেকে ট্যাব কেনার প্রতি বেশ আগ্রহী।

তবে ট্যাব যেহেতু সাইজে বড় এবং স্মার্টফোনেই মূলত সব কাজ করা হয়, তাই ট্যাবের পিছনে বেশি টাকা ব্যয় করতে আমরা অনেকেই আগ্রহী নই। তাই আমরা কম দামের মধ্যে যতটুকু ভালো ট্যাব পাওয়া যায়, সেই চেষ্টা করে থাকি।

ভালো কনফিগারেশনের ট্যাব একমাত্র ভালো ব্র্যান্ডগুলোই দিয়ে থাকেন। কম দামে ভালো ট্যাব (Low Price Tab in BD) পাওয়া একেবারে সহজ কাজ নয়। Low Price Tab in BD খুঁজে পেতে মার্কেট যাচাই-বাছাই করে কিনতে হবে। তাহলেই কেবল পছন্দমতো কনফিগারেশনের কম দামে ভালো ট্যাব কিনতে পারবেন।

Low Price Tab বা ৪০০০ বা ৫০০০ টাকায় ট্যাব কিনতে পারেন, এবং আপনার যেন কষ্ট করতে না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের আজকের আয়োজনে Tab Price in Bangladesh (কম দামে ভালো ট্যাব) নিয়ে।

ট্যাব কেনার সময় যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরী

ট্যাব কেনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। ট্যাব কেনার সময় অবশ্যই ফিচার দেখে কিনতে হবে। ট্যাবের স্ক্রিন সাইজ বা আকার আপনি যেমন পছন্দ করেন তেমনটা দেখে নিতে হবে।

স্মার্টফোনের মতো ট্যাবও অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। তাই কেনার সময় অবশ্যই ট্যাবের অপারেটিং সিস্টেম দেখে কিনতে হবে এবং ট্যাবের স্টোরেজ দেখে নিবেন।

এছাড়াও ব্যাটারি, ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো দেখে নিবেন। উপরের বিষয়গুলো খেয়াল করে ট্যাব কিনলে আপনি ঠকবেন না।

কম দামে ভালো ট্যাব | Tab Price in Bangladesh

নিচে বিবরণ দেওয়া Symohony, Plum, Blu, Alcatel, Lenovo, Huawei ব্র্যান্ডগুলোর মধ্য থেকে আপনার কাংখিত ট্যাবটি কিনে নিতে পারেন।

এখানে বিবরণ দেওয়া সবগুলো ট্যাব ভালো কনফিগারেশন এবং মাত্র ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে আপনি ব্র্যান্ডের এই ট্যাব গুলো কিনতে পারবেন।

১। Symphony T7 Lite

Symphony low price tab in bd

যেকোনো ডিভাইস কেনার ক্ষেত্রে সব সময় ব্রান্ডের গুরুত্ব থাকেই। তেমনি ট্যাব কেনার সময়ও ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়া হয়। ব্রান্ডের সকল জিনিসে কনফিগারেশন ভালো দেওয়া হয়। যার কারণে জিনিস কিনে ঠকার সম্ভাবনা থাকে না। কিছু ব্রান্ড আছে যাদের কাছে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, Symphony তেমনি একটি ব্র্যান্ড।

যারা Low Price Tab in BD কিনতে চাচ্ছেন তারা Symphony T7 Lite মডেলটি কিনতে পারেন। এটি ডুয়েল সিম নেটওয়ার্ক এর একটি ট্যাব। এটিতে ই-বুক, ইন্টারনেট, মুভি দেখা কিংবা ইউটিউব খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যাদের বাজেট খুব কম তার অনায়াসে এই ট্যাবটি কিনতে পারবেন। ট্যাবটির বাংলাদেশে প্রাইস মাত্র ৫ হাজার ৪৯০ টাকা।

Symphony T7 Lite ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – সিম্ফোনি
  • নেটওয়ার্ক টাইপ – জি.এস.এম/এইচ.এস.পি.এ
  • বডি ডাইমেনশন – ১৮৭ X ১০৭ X ৯.৫ মি.মি.
  • বডি ওয়েট – ২৬৮ গ্রাম (ব্যাটারিসহ)
  • সিম – ডুয়েল সিম সাপোর্টেড (টুজি এবং থ্রিজি)
  • ডিসপ্লে – ৭ ইঞ্চি ডিসপ্লে (মাল্টি টাচ ডিসপ্লে)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম – ভার্সন ৫.১, ললিপপ
  • সিপিইউ – ডুয়েল কোর 1.3 GHz
  • ইন্টার্নাল মেমোরি ৪ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৩২ জিবি, র‍্যাম-৫১২ এমবি
  • প্রাইমারি ক্যামেরা ২.০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, ইউএসবি এবং ওটিজি সাপোর্টড
  • ২৮০০ অ্যাম্পিয়ার Li-Polymer ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ২০০ ঘন্টা এবং টকটাইম ৫ ঘন্টা

Symphony T7 Lite Tab price in Bangladesh –   5,490 টাকা।

২। Plum Optimax 2

ট্যাব প্রাইস ইন বাংলাদেশ

আপনারা যারা কম দামের মধ্যে একটি ভালো ট্যাব কিনতে চাচ্ছেন তারা Plum Optimax 2 মডেলটি দেখতে পারেন। কম দামের মধ্যে এই ট্যাবটিতে ভালো কনফিগারেশন দেওয়া হয়েছে। এটির মেমোরি ৮ জিবি এবং র‍্যাম ১ জিবি দেওয়া আছে। এটিতে ওয়াইফাই এবং ব্লুটুথ সুবিধাও পাবেন।

আরো পড়ুন:  ২০টি কম দামে ভালো ফোন | 12000 টাকার মধ্যে ভালো ফোন 2023

ট্যাবটির বডি কালার ব্লাক, সিলভার, পিঙ্ক, গোল্ড এবং রোজ গোল্ড, এই পাঁচটি কালার পাবেন। কম বাজেটের মধ্যে এটি ভালো একটি ট্যাব। আপনি এই ট্যাবটি বাজারে মাত্র ৬ হাজার ৩শ টাকায় কিনতে পারবেন।

Plum Optimax 2 ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – পাম
  • নেটওয়ার্ক টাইপ – নো সেলুলার কানেক্টিভিটি (ট্যাবটিতে কোন সিম সাপোর্ট করে না)
  • বডি ডাইমেনশন – ১৯১ X ১০৯.৭ X ১১.৫ মি.মি.
  • বডি ওয়েট – ২৭০ গ্রাম (ব্যাটারিসহ)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লে রেজুলেশন ৬০০x১০২৪ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৬.০, মারসম্যালো)
  • সিপিইউ – ডুয়েল কোর 1.2 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি 8 জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৩২ জিবি, র‍্যাম-১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ৫.০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২.০ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, ইউএসবি এবং ওটিজি সাপোর্টড
  • ২৪০০ অ্যাম্পিয়ার Li-Polymer ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ১৭০ ঘন্টা এবং টকটাইম ১২ ঘন্টা

Plum Optimax 2 Tab price in Bangladesh- 6,300 টাকা।

৩। BLU Touchbook M7

blu ট্যাবলেট পিসির দাম

মোবাইলের মতো ট্যাব কেনার ক্ষেত্রেও ব্রান্ডকে গুরুত্ব দেওয়া হয়। অল্প বাজেট থাকলেও যে কোন ডিভাইস ব্রান্ডের কেনাই ভালো। তাহলে ডিভাইস এর কনফিগারেশন ভালো করা যায় এবং ওয়ারেন্টি পাওয়া যায়। তাই যারা কম দামের মধ্যে ভালো ট্যাব কেনার কথা ভাবছেন তারা BLU Touchbook M7 ট্যাবটি কিনতে পারেন। এটি ডুয়েল সিম বিশিষ্ট একটি ট্যাব।

আপনি মোবাইল হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন। এটিতে মেমোরি ৮ জিবি এবং র‍্যাম ১ জিবি দেওয়া আছে। ট্যাবটির ব্যাটারি নন রিমুভাল। এই ট্যাবটির আপনি ব্লাক এবং হোয়াইট এই দুইটি কালার পাবেন। BLU ব্র্যান্ড এর এই ট্যাবটি আপনি মাত্র ৭ হাজার ২শ টাকায় কিনতে পারবেন।

BLU Touchbook M7 ট্যাবটির ফিচার ডিটেইলস

  • ব্র্যান্ড – বিএলইউ
  • নেটওয়ার্ক টাইপ – জি.এস.এম/এইচ.এস.পি.এ
  • বডি ডাইমেনশন – ১৮৭.৭X১০৭.৫X৯.৭ মি.মি.
  • বডি ওয়েট – ২৬৫ গ্রাম (ব্যাটারিসহ)
  • ডুয়েল সিম সাপোর্টেড (টুজি এবং থ্রিজি)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (মাল্টি টাচ ডিসপ্লে)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৬.০, মারসম্যালো)
  • সিপিইউ – ডুয়েল কোর 1.3 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি ৮ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৬৪ জিবি, র‍্যাম-১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ৩.১৫ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২.০ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, জিপিএস, ইউএসবি ২.০ এবং ওটিজি সাপোর্টড
  • ২৮০০ অ্যাম্পিয়ার Li-Po নন রিমুভাল ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ১৯০ ঘন্টা এবং টকটাইম ৯ ঘন্টা

BLU Touchbook M7 Tab price in Bangladesh – 7,200 টাকা।

৪। ALCATEL 1T7

alca ট্যাব এর মূল্য

Low Price Tab in Bangladesh খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। যারা কম দামের মধ্যে ভালো ট্যাব কেনার কথা ভাবছেন তাদের জন্য ALCATEL 1T7 মডেলের ট্যাবটির ফিচার বিবরণ উল্লেখ করা হয়েছে। যাতে খুব সহজে আপনারা Low Price Tab কিনতে পারেন। এটি অনেক পাতলা যেটা সহজে বহনযোগ্য। ট্যাবের ক্যাপাসিটি অনুযায়ী ব্যাটারি দেওয়া আছে।

ট্যাবটিতে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও সুবিধা পাবেন। তবে এটিতে কোন সিম ব্যবহার করা যাবে না। ALCATEL 1T7 মডেলের ট্যাবটির ধুসর এবং ডার্ক ব্লু এই দুটি কালর পাবেন। এই ট্যাবটি মাত্র ৭ হাজার ২শ টাকায় কিনতে পারবেন।

ALCATEL 1T7 ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – আলকাটেল
  • নেটওয়ার্ক টাইপ – নো সেলুলার কানেক্টিভিটি (ট্যাবটিতে কোন সিম সাপোর্ট করে না)
  • বডি ডাইমেনশন – ১৮৯.৫ X ১১১.০ X ৯.২ মি.মি.
  • বডি ওয়েট – ২৪৫ গ্রাম (ব্যাটারিসহ)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লে রেজুলেশন ৬০০x১০২৪ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৮.১, ওরিও)
  • সিপিইউ – কুয়াড কোর 1.3 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি ৮ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ১২৮ জিবি, র‍্যাম-১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা – ভিজিএ
  • এফএম রেডিও, জিপিএস, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি ২.০ এবং ওটিজি সাপোর্টড
  • ডিরেক্ট ওয়াই-ফাই এবং হটস্পট সাপোর্টড
  • ২৫৮০ অ্যাম্পিয়ার Li-Ion নন রিমুভাল ব্যাটারি

ALCATEL 1T7 Tab price in Bangladesh – 7,200 টাকা।

৫। LENOVO TAB 7 ESSENTIAL

Lenovo ট্যাবের দাম ২০২১

যে কোন ডিভাইস কেনার ক্ষেত্রে অনেকে লেনোভো ব্রান্ডকে আগে বেছে নেন। লেনোভো তাদের অন্যান্য পণ্যের মতো ট্যাবও কম দামে দিচ্ছে। আপনারা যারা লেনোভো ব্রান্ডকে পছন্দ করেন এবং কম দামের মধ্যে একটি ভালো ট্যাব কিনতে চাচ্ছেন তারা LENOVO TAB 7 ESSENTIAL ট্যাবটি কিনতে পারেন।

এই ট্যাবটিতে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া আছে। ওয়াইফাই, ব্লুটুথ সুবিধা পাবেন কিন্তু কোন সিম ব্যবহার করা যাবে না। যাদের বাজেট ১০ হাজার টাকার মধ্যে তারা অনায়াসে এই ট্যাবটি কিনতে পারবেন। এই ট্যাবটির বডি কালার ব্ল্যাক। লেনোভোর এই ট্যাবটি মাত্র ৭ হাজার ৯শ টাকায় কিনতে পারবেন।

আরো পড়ুন:  শাওমি মোবাইল এর দাম বাংলাদেশ ২০২৩ | Best 5 Xioami Mobile Price in Bangladesh

LENOVO TAB 7 ESSENTIAL ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – লেনোভো
  • নেটওয়ার্ক টাইপ – নো সেলুলার কানেক্টিভিটি (ট্যাবটিতে কোন সিম সাপোর্ট করে না)
  • বডি ডাইমেনশন – ১৯৪.৮ X ১০২.০ X ৮.৮ মি.মি.
  • বডি ওয়েট – ২৫৪ গ্রাম (ব্যাটারিসহ)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (মাল্টিটাচ ডিসপ্লে যার রেজুলেশন ৬০০x১০২৪ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৭.০, নৌগাট)
  • সিপিইউ – কুয়াড কোর 1.3 GHz
  • ইন্টার্নাল মেমোরি ১৬ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ১২৮ জিবি এবং র‍্যাম-১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল
  • ভাইব্রেশান, জিপিএস, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি ২.০ এবং ওটিজি সাপোর্টড
  • ওয়াই-ফাই এবং হটস্পট সাপোর্টড
  • ৩৫০০ অ্যাম্পিয়ার Li-Po নন রিমুভাল ব্যাটারি

LENOVO TAB 7 ESSENTIAL Tab price in Bangladesh –  7,900 টাকা।

৬। BLU Touchbook M7 PRO

ট্যাবের দাম কত

আপনি যদি কম দামে ভালো ট্যাব ২০২৩ সালে কিনতে চান তাহলে BLU Touchbook M7 PRO Tab কিনতে পারেন। এটি ভাল কনফিগারেশনের একটি ট্যাব। ট্যাবটি ডুয়েল সিম বিশিষ্ট। সিম ব্যবহার করার মাধ্যমে মোবাইলের কাজও করতে পারবেন। আপনার বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে হয় তাহলে BLU Touchbook M7 PRO ট্যাবটি আপনার জন্য বেস্ট হবে।

ট্যাবটিতে ভালো স্পিডের ওয়াইফাই, ব্লুটুথ এবং এফএম রেডিও সুবিধা পাবেন। ব্যাটারি নন রইমুভাল এবং ব্যাটারি ক্যাপাসিটি ৩০০০ অ্যাম্পিয়ার, যার কারণে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এইট ট্যাবটির ব্ল্যাক এবং গোল্ড এই দুইটি কালার পাবেন। আপনি BLU Touchbook M7 PRO ট্যাবটি মাত্র ৯ হাজার টাকায় কিনতে পারবেন।

BLU Touchbook M7 PRO ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – বিএলইউ
  • নেটওয়ার্ক টাইপ – জি.এস.এম/এইচ.এস.পি.এ
  • বডি ডাইমেনশন – ১৮৮.৪ X ১০৯.২ X ৯.৪ মি.মি.
  • বডি ওয়েট – ২৭৫ গ্রাম (ব্যাটারিসহ)
  • ডুয়েল সিম সাপোর্টেড (টুজি এবং থ্রিজি)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লে রেজুলেশন ৬০০x১০২৪ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৭.০, নৌগাট)
  • সিপিইউ – কুয়াড কোর 1.3 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি ৮ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৬৪ জিবি, র‍্যাম-১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ এবং ওটিজি সাপোর্টড
  • ডিরেক্ট ওয়াই-ফাই এবং হটস্পট সাপোর্টড
  • ৩০০০ অ্যাম্পিয়ার Li-Po নন রিমুভাল ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ২০০ ঘন্টা এবং টকটাইম ১০ ঘন্টা

BLU Touchbook M7 PRO Tab price in Bangladesh – 9,000 টাকা।

৭। HUAWEI MEDIAPAD T8

HUAWEI MEDIAPAD T8

যারা ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ব্রান্ডের একটি ট্যাব কিনবেন বলে ভাবছেন তারা নিশ্চিন্তে HUAWEI MEDIAPAD T8 মডেলের ট্যাবটি কিনতে পারেন। আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটিতে আপনি প্রয়োজনীয় সকল ফিচার পাবেন। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫১০০ এম্পিয়ার হওয়ায় চার্জ দেয়া নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না।

ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং ফোরজি নেটওয়ার্ক সুবিধাও পাবেন। এই ট্যাবটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এবং র‍্যাম পাবেন ২ জিবি। HUAWEI MEDIAPAD T8 মডেলের ট্যাবটি ডিপ সি ব্লু কালার পাবেন। বাজারে HUAWEI MEDIAPAD T8 ট্যাবটি মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন।

HUAWEI MEDIAPAD T8 ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – হুয়াওয়েই
  • নেটওয়ার্ক টাইপ – জিএসএম/এইচএসপিএ/এলটিই
  • বডি ডাইমেনশন – ১৯৯.৭ X ১২১.১ X ৮.৬ মি.মি.
  • বডি ওয়েট – ৩১০ গ্রাম (ব্যাটারিসহ)
  • ডুয়েল সিম সাপোর্টেড (টুজি, থ্রিজি এবং ফোরজি)
  • ৮ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লে রেজুলেশন ৮০০x১২৮০ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ১০)
  • সিপিইউ – কুয়াড কোর 1.3 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি ১৬/৩২ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ১২৮ জিবি, র‍্যাম-২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ এবং ওটিজি সাপোর্টড
  • ডিরেক্ট ওয়াই-ফাই এবং হটস্পট সাপোর্টড
  • ৫১০০ অ্যাম্পিয়ার Li-Po নন রিমুভাল ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ২০০ ঘন্টা এবং টকটাইম ১০ ঘন্টা

HUAWEI MEDIAPAD T8 Tab price in Bangladesh- 13,999 টাকা।

৮। Symphony Xplorer T7 Pro

বাজারের সেরা ট্যাব

ভালো ব্র্যান্ড এবং কম বাজেটের মধ্যে যারা একটি ট্যাব কিনতে চাচ্ছেন তারা Symphony Xplorer T7 Pro ট্যাবটি কিনতে পারেন। কমদামে সব সময় তো আর ভালো ব্রান্ডের ডিভাইস পাওয়া যায় না। সেক্ষেত্রে সিম্ফোনি তাদের অন্য সকল পণ্যের পাশাপাশি ট্যাবও অনেক কম দামে বাজারে ছেড়েছে।

আরো পড়ুন:  নতুন মোবাইল ফোন কেনার আগে যেসব জিনিস দেখে নিতে হবে

আপনি চাইলে Symphony Xplorer T7 Pro  মডেলের ট্যাবটি আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন। এটিতে আপনি ডুয়েল সিমের সুবিধা পাবেন। ব্যাটারি ক্যাপাসিটি ৩২০০ অ্যাম্পিয়ার। ব্যাটারি স্টান্ড বাই ৪০০ ঘণ্টা এবং ব্যাটারি টকটাইম ৪ ঘণ্টা দেওয়া আছে। এটির বডি ব্লাক কালার পাবেন। আপনি Symphony Xplorer T7 Pro ট্যাবটি মাত্র ৮ হাজার ৪৯০ টাকায় কিনতে পারবেন।

Symphony Xplorer T7 Pro ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – সিম্ফোনি
  • নেটওয়ার্ক টাইপ – জি.এস.এম/এইচ.এস.পি.এ
  • বডি ডাইমেনশন – ১৮৭ X ১০৭ X ৯.৫ মি.মি.
  • বডি ওয়েট – ২৬৮ গ্রাম (ব্যাটারিসহ)
  • ডুয়েল সিম সাপোর্টেড (টুজি এবং থ্রিজি
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (মাল্টি টাচ ডিসপ্লে)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৪.৪.২, কিটক্যাট)
  • সিপিইউ – ডুয়েল কোর 1.3 GHz
  • ইন্টার্নাল মেমোরি ৮ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৩২ জিবি, র‍্যাম ১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ২.০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, ইউএসবি এবং ওটিজি সাপোর্টড
  • ৩২০০ অ্যাম্পিয়ার Li-Polymer ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ৪০০ ঘন্টা এবং টকটাইম ৪ ঘন্টা

Symphony Xplorer T7 Pro Tab price in Bangladesh – 8,490 টাকা।

 ৯। PLUM OPTIMAX 12

কম দামে ভালো ট্যাব

ট্যাব কেনার জন্য যাদের বাজেট খুব কম তারা Plum Optimax 12 মডেলের ট্যাবটি কিনতে পারেন। কম দামের মধ্যে PLUM ব্র্যান্ডের এই ট্যাবটির ভালো ফিচার দেওয়া হয়েছে। যাদের বাজেট ৮ হাজার টাকার মধ্যে তারা অনায়াসে এটি কিনতে পারবেন। এটিতে টুজি এবং থ্রিজি নেটওয়ার্ক পাবেন।

ডুয়েল সিম সাপোর্টেড, একসাথে দুটি সিম এক্টিভেট করে ট্যাবটি ব্যবহার করতে পারবেন। রয়েছে লাউডস্পিকারে সুবিধাও। ট্যাবটির ব্ল্যাক, সিলভার এবং রোজ গোল্ড এই তিনটি কালার পাবেন। কম দামের মধ্যে এটি ভালো একটি ট্যাব। Plum Optimax 12 মডেলের ট্যাবটি মাত্র ৭ হাজার ২শ টাকায় বাজারে কিনতে পাবেন।

Plum Optimax 12 ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – পাম
  • নেটওয়ার্ক টাইপ – জি.এস.এম/এইচ.এস.পি.এ
  • ডুয়েল সিম সাপোর্টেড (টুজি এবং থ্রিজি)
  • বডি ডাইমেনশন – ১৮৮ X ১০৭.৫ X ১০.৩ মি.মি.
  • বডি ওয়েট – ২৭২ গ্রাম (ব্যাটারিসহ)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লে রেজুলেশন ৬০০x১০২৪ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৬.০, মারসম্যালো)
  • সিপিইউ – কুয়াড কোর 1.3 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি ৮ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৩২ জিবি, র‍্যাম-১ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ৫.০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২.০ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, ইউএসবি এবং ওটিজি সাপোর্টড
  • ডিরেক্ট ওয়াই-ফাই এবং হটস্পট সাপোর্টড
  • ২৪০০ অ্যাম্পিয়ার Li-Polymer ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ১৩২ ঘন্টা এবং টকটাইম ৩ ঘন্টা

Plum Optimax 12 Tab price in Bangladesh – 7,200 টাকা।

১০। HUAWEI MEDIAPAD T1 7.0 PLUS

HUAWEI MEDIAPAD T1 7.0 PLUS

HUAWEI একটি জনপ্রিয় ব্র্যান্ড। HUAWEI কম দামে ভালো মানের ট্যাবলেট দিচ্ছে। কম দামের মধ্যে HUAWEI MEDIAPAD T1 7.0 Plus অন্যতম best tablet. এটিতে আপনি মাইক্রো সিম ব্যবহার করতে পারবেন।

এই ট্যাবটিতে মেমরি ১৬ জিবি এবং র‍্যাম ২ জিবি পাবেন। ট্যাবটি বাজারে ব্লাক এবং সিলভার এই দুটি কালারের পাবেন। আপনি মাত্র ৯ হাজার ৫শ টাকায় এটি কিনতে পারবেন।

HUAWEI MEDIAPAD T1 7.0 Plus ট্যাবটির ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড – হুয়াওয়েই
  • নেটওয়ার্ক টাইপ – জিএসএম/এইচএসপিএ
  • বডি ডাইমেনশন – ১৯১.৮ X ১০৭ X ৮.৫ মি.মি.
  • বডি ওয়েট – ২৭৮ গ্রাম (ব্যাটারিসহ)
  • ডুয়েল সিম সাপোর্টেড (টুজি এবং থ্রিজি)
  • ৭ ইঞ্চি ডিসপ্লে (ডিসপ্লে রেজুলেশন ৬০০x১০২৪ পিক্সেল)
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ভার্সন ৪.৪.২ কিটক্যাট)
  • সিপিইউ – কুয়াড কোর 1.2 GHz, করটেক্স-এ৭
  • ইন্টার্নাল মেমোরি ১৬ জিবি, এক্সটার্নাল মেমোরি – মাইক্রো এসডি, আপটু ৬৪ জিবি, র‍্যাম-২ জিবি
  • প্রাইমারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল
  • এফএম রেডিও, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ এবং ওটিজি সাপোর্টড
  • ডিরেক্ট ওয়াই-ফাই এবং হটস্পট সাপোর্টড
  • ৪১০০ অ্যাম্পিয়ার Li-Po নন রিমুভাল ব্যাটারি
  • ব্যাটারি স্টান্ডবাই ৩০০ ঘন্টা এবং টকটাইম ১০ ঘন্টা

HUAWEI MEDIAPAD T1 7.0 Plus Tab price in Bangladesh – 9,500 টাকা।

Tab Price in Bangladesh নিয়ে শেষ কথা

জনপ্রিয় ব্র্যান্ডগুলো তাদের সেরা কনফিগারেশনের ট্যাব বর্তমানে বাজারে ছেড়েছে। এই ব্র্যান্ডগুলোর কম দামের এবং বেশি দামের দুই ধরনের ট্যাবই রয়েছে। আপনি যদি কম দামের মধ্যে ভালো ট্যাব কিনতে চান তবে, উপরে উল্লেখিত বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবের মডেল গুলোর মধ্যে থেকে পছন্দের ট্যাবটি কিনে নিতে পারেন।

কম বাজেট থাকার কারণে অনেকে ভালো ব্র্যান্ডের ট্যাব কিনতে পারেন না। বর্তমানে এই সকল ব্র্যান্ডগুলো খুব কম দামে ভালো ট্যাব দিচ্ছে। মার্কেট যাচাই করে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সাধ্যের মধ্যেই ভালো মানের ট্যাব বাজারে কিনতে পাওয়া যাবে।

বিভিন্ন ব্র্যান্ডের যে মডেল গুলোর ফিচার বিবরণ দেওয়া হয়েছে তার অধিকাংশ ট্যাবের মূল্য মাত্র ৫-১০ হাজার টাকা। বর্তমানে বাংলাদেশে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। Tab Price in Bangladesh সম্পর্কে জানার পর আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার পছন্দের ট্যাব কিনতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top