সেলাই মেশিন কেনার কথা ভাবলে বেশিরভাগ ক্রেতাই জুকি সেলাই মেশিন কেনার কথা ভাবেন। কিন্তু, জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ এর বাজারে এখন কেমন সেসম্পর্কে না জানলে আপনি কিভাবে সিদ্ধান্ত নিবেন? তাই, আজকে আপনার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৩ দামের তালিকা ও ফিচারসমূহ নিয়ে এসেছি।
পোশাক কারিগর কিংবা গার্মেন্টসের মালিক সবার জন্যই সেলাই মেশিন সম্পর্কে পূর্ণ ধারনা রাখা উচিত। তাই, আর্টিকেলটিতে ইন্ডাস্ট্রিয়াল বা গার্মেন্টস সেলাই মেশিন থেকে শুরু করে হাউজহোল্ড সেলাই মেশিন, দুই ধরনের juki sewing machine নিয়েই আমাদের এই আর্টিকেলে আলোচনা করবো ইন-শা-আল্লাহ।
কমপ্যাক্টনেস, দক্ষতা, সেলাইয়ের গতি, স্টিচ প্যাটার্ণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা নিয়ে সেরা ১০ টি জুকি সেলাই মেশিন বাছাই করেছি। তাহলে চলুন, জুকি সেলাই মেশিনের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ | Juki Sewing Machine Price in Bangladesh
বর্তমানে বাজারে যেসব মেশিন রয়েছে ফিচারভেদে সেসব জুকি সেলাই মেশিনের দাম ১৮ থেকে ৩৫ হাজার টাকা।
একনজরে জুকি সেলাই মেশিন মডেল ও দাম দেখে নিন:
মেশিন টাইপ | মডেল | দাম |
হাউজহোল্ড সেলাই মেশিন |
HZL-27Z | ২৩০০০ টাকা |
HZL-12Z | ১৮০০০ টাকা | |
LT-591 | ২২০০০ টাকা | |
HZL-35Z | ২৯০০০ টাকা | |
MO-50e | ৩৫০০০ টাকা | |
ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন |
MB-373 | ৩০০০০ টাকা |
DDL 7000A UBT | ২৭০০০ টাকা | |
DDL-8100E | ২৩৫০০ টাকা | |
DDL-8700 | ২৭০০০ টাকা | |
DDL 8100eH | ৩৫০০০ টাকা |
হাউজহোল্ড জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৩
হাউজহোল্ড সেলাই মেশিনগুলো সাধারণত ম্যানুয়াল এবং বিদ্যুৎ চালিত উভয় ধরনেরই হয়। মেশিনগুলো দ্বারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পোষাক উৎপাদন করা হয়। দ্রুত গতি, যেকোনো স্থানে রেখে সেলাই করার সুবিধা এবং নিখুঁত সেলাইয়ে পারদর্শী হয়ে থাকে হাউজহোল্ড সেলাই মেশিনগুলো।
প্রতিদিন ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলোর তুলনায় অনেক কম পরিমানে কাপড় সেলাই করা হয় হোম মেশিন দ্বারা। তাই এগুলোর গঠন, ফিচার কিছুটা ভিন্ন হয়ে থাকে। হোম মেশিনগুলোর স্পিড এভারেজ ৭০০ স্টিচ/মিনিট হয়ে থাকে। চলুন, হাউজহোল্ড জুকি সেলাই মেশিন দাম ২০২৩ বাংলাদেশ এবং ফিচারসমূহ জেনে নেওয়া যাক।
1. HZL-27Z | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
HZL-27Z মডেলের হাউজহোল্ড জুকি সেলাই মেশিন দিয়ে চমৎকার টিউন করা ফাংশন থাকায় ব্যবহার করা খুবই সহজ। মেশিনটিতে ২৩টি ভিন্ন ভিন্ন বিল্ট ইন স্টিচ প্যাটার্ণে সেলাই করা যায়। প্রতিটি স্টিচ প্যাটার্ণ সহজেই পরিবর্তন করা যায়। মেশিনটি দ্বারা সর্বোচ্চ ৬১০ স্টিচ/মিনিট স্পিডে সেলাই করা সম্ভব।
জুকির এই মেশিনটি বিদ্যুৎ চালিত। পায়ের কাছে থাকা প্রেশার ফুট দ্বারা মেশিনটি নিয়ন্ত্রন করা হয়। তাছাড়া অন্ধকার বা কম আলোতে সেলাই করার জন্য বিল্ট ইন LED লাইট সুবিধা রয়েছে।
ফিচার:
- মডেল: HZL-27Z
- ২৩ টি স্টিচ প্যাটার্ণ
- সর্বোচ্চ স্পিড: ৬১০ স্টিচ/মিনিট
- সেলাই দৈর্ঘ্য: সর্বোচ্চ ৪ মি.মি.
- সেলাই প্রস্থ: সর্বোচ্চ ৫.৫ মি.মি.
- অটোমেটিক নীডল থ্রেডার
- ইজি স্টিচ প্যাটার্ণ সিলেক্ট করার সুবিধা
- সাদা LED লাইট
- ৪ ধাপের বাটনহোলিং
- ৭ পয়েন্টের ফিড ডগ
- ওজন: ৫.৯ কেজি
- মেশিন টাইপ: ইলেকট্রিক
HZL-27Z মডেল জুকি সেলাই মেশিন এর বাংলাদেশে বর্তমান দাম ২৩০০০ টাকা।
2. HZL-12Z | Juki Sewing machine Price in Bangladesh
জুকি HZL-12Z মডেলের সেলাই মেশিনটিতে ৫টি স্টিচ প্যাটার্ণ রয়েছে ও সিম্পলভাবে অপারেট করা যায়। মেশিনটি দিয়ে সর্বোচ্চ ৫৭০ স্টিচ/মিনিট স্পিডে কাপড় সেলাই করা যায়। সম্পূর্ণ ইলেকট্রিক এই সেলাই মেশিনটি নিয়ন্ত্রণ করা হয় একটি প্রেশার ফুট লিভারের মাধ্যমে।
জিগজ্যাগ সেলাই করার সময় সেলাইয়ের প্রস্থ ঠিক রাখা একটি কঠিন ব্যাপার। কিন্তু এই মেশিনে জিগজ্যাগ সেলাইয়ের প্রস্থ ঠিক রাখার জন্য একটি স্টিচ সিলেক্টর ফিচার রয়েছে। যেটি ঘুরিয়ে সহজেই প্রয়োজনীয় স্টিচ সিলেক্ট করা যায়। রাতে বা কম আলোতে সেলাই করার জন্য একটি উজ্জ্বল আলোর বিল্ট ইন LED লাইট স্থাপন করা হয়েছে। তাই সবগুলো ফিচার ব্যবহার করে সহজে চমৎকার সেলাই করা সম্ভব।
ফিচার:
- মডেল: HZL-12Z
- ৫টি স্টিচ প্যাটার্ণ
- সর্বোচ্চ স্পিড: ৫৭০ স্টিচ/মিনিট
- অটোমেটিক নীডল থ্রেডার
- ৪ ধাপের বাটনহোলিং
- জিগজ্যাগ সেলাই ফিচার
- হাফ রোটারি ভার্টিকেল হুক
- সাদা LED লাইট
- রিভার্স স্টিচ লিভার
- সেলাইয়ের দৈর্ঘ্য অ্যাডজাস্ট করা
- ওজন: ৪.৪ কেজি
- মেশিন টাইপ: ইলেকট্রিক
HZL-12Z মডেলের জুকি সেলাই মেশিন এর বর্তমান মূল্য ১৮০০০ টাকা।
3. LT-591 | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি LT-591 মডেলের মেশিনটিতে ববিনের সুতা পরিবর্তনের সময় ১/৫ ভাগ কমিয়ে ফেলা হয়েছে পূর্বের ভার্সন থেকে। মেশিনটি সমতল জায়গায় রেখে অথবা কাঠের উঁচু টেবিলে রেখে কাজ করা যাবে। যেহেতু ফীড ম্যাকানিজম নেই তাই সেলাইয়ের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যও নেই।
মেশিনটি দিয়ে সর্বোচ্চ ৬০০ স্টিচ/মিনিট গতিতে কাপড় সেলাই করা যায়। এর বেড সাইজ কিছুটা বড়। বেশি জায়গা থাকায় আরামদায়কভাবে সেলাই করা যাবে। সেলাইয়ের সময় পায়ের প্রেশার ফুটের লিভার টেনে ধরলে মেশিন চলতে শুরু করবে। আর লিভার ছেড়ে দিলে সুঁই থেমে যাবে। এজন্য সুই নিয়ন্ত্রন করা বেশ সহজ।
ফিচার:
- মডেল: LT-591
- সর্বোচ্চ স্পিড: ৬০০ স্টিচ/মিনিট
- সেলাই দৈর্ঘ্য: ফ্রি
- ভার্টিকেল রোটারি হুক
- ফীড ম্যাকানিজম নেই
- নীডল বার স্ট্রোক: ৫২.৮ মি.মি.
- প্রেশার ফুটের লিফট: ৩৫ মি.মি.
- বেড সাইজ: ৪৪০ * ১৭৮ মি.মি.
- মেশিন হেডের ওজন: ৫৩ কেজি
- ১ বছরের ওয়ারেন্টি সুবিধা
জুকি LT-591 মডেল মেশিনটির মূল্য ২২০০০ টাকা।
4. HZL-35Z | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি HZL-35Z মডেলের হোম সেলাই মেশিনটি কমপ্যাক্ট ও লাইট ওয়েট সম্পন্ন। অটোমেটিক নীডল থ্রেডার থাকায় সহজেই সুইয়ে সুতা লাগানো যায়। ফলে প্রচুর সময় বেঁচে যায়। শুধু তাই নয় মেশিনটিতে ২৭টি বিল্ট ইন স্টিচ প্যাটার্ণ রয়েছে। এগুলো দ্বারা চমৎকার সব সেলাই করা যায়।
জিগজ্যাগ সেলাই দেয়ার জন্যও শুধুমাত্র স্টিচ সিলেক্টরটি হালকা ঘুরিয়ে দিলেই হয়। শুধু ফরোয়ার্ড সেলাই নয় রিভার্স সেলাই করারও ব্যবস্থা রয়েছে এই মেশিনে। সেজন্য বড় একটি লিভার রয়েছে যা দিয়ে রিভার্স সেলাই চালু করতে হয়। ফ্যাব্রিকের টাইপ ও থিকনেসের ওপর ভিত্তি করে সেলাইয়ের দৈর্ঘ্য পরিবর্তন করতে হয়। শুধুমাত্র ডায়াল ঘুরিয়েই এটি করা সম্ভব জুকির এই মেশিনটিতে।
ফিচার:
- মডেল: HZL-35Z
- ২৭টি বিল্ট ইন স্টিচ প্যাটার্ণ
- সর্বোচ্চ গতি: ৭০০ স্টিচ/মিনিট
- সেলাইয়ের সর্বোচ্চ দৈর্ঘ্য: ৪ মি.মি.
- সেলাইয়ের সর্বোচ্চ প্রস্থ: ৬ মি.মি. (জিগজ্যাগ)
- সেলাইয়ের দৈর্ঘ্য অ্যাডজাস্ট করার ডায়াল
- বাটনহোল সেলাই
- অটোমেটিক নীডল থ্রেডার
- রিভার্স সেলাই সুবিধা
- ৭ পয়েন্ট ফীড ডগ
- স্ট্যান্ডার্ড প্রেশার ফুট
- ওজন: প্রায় ৭.২৬ কেজি
HZL-35Z মডেল জুকি সেলাই মেশিন এর বাংলাদেশে দাম ২৯০০০ টাকা।
5. MO-50e | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি MO-50e মডেলের সেলাই মেশিনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে বিগিনাররাও সহজে কাজ করতে পারে। এটাতে স্ট্রেচি ফ্যাব্রিক ও ক্রিংকলি ফ্যাব্রিক সেলাইয়ের জন্য আলাদা ফীড রয়েছে। সেলাইয়ের দৈর্ঘ্য সমন্বয়ের জন্য ডান পাশে একটি ডায়াল রয়েছে যেটিতে ১-৪ পর্যন্ত ঘুরিয়ে দৈর্ঘ্য ঠিক করা যায়।
এই জুকি সেলাই মেশিনটিতে সর্বোচ্চ ১৩০০ স্টিচ/মিনিট গতিতে কাপড় সেলাই করা যায়। মেশিনটি নিয়ন্ত্রন করা হয় ৬ মি.মি. এর প্রেশার ফুট লিফটের মাধ্যমে। রাতে বা অন্ধাকারে সেলাই করার জন্য একটি বিল্ট ইন লাইট দেয়া রয়েছে। মেশিনটির ওজন ৭.৪ কেজি থাকায় এটি পরিবহন করাও সহজ। সর্বোপরি মেশিনটি ব্যবহার করা খুবই সহজ এবং ব্যবহারকারী বান্ধব।
ফিচার:
- মডেল: MO-50e
- সর্বোচ্চ স্পিড: ১৩০০ স্টিচ/মিনিট
- সেলাই দৈর্ঘ্য: ১-৪ মি.মি. (স্ট্যান্ডার্ড: ২.৫ মি.মি.)
- ডিফারেন্সিয়াল ফীড: ০.৮-২.০ রেশিও
- প্রেশার ফুট লিফট: সর্বোচ্চ ৬ মি.মি.
- স্বয়ংক্রিয় লোয়ার লুপার থ্রেডিং
- একটি লাইট
- ওজন: ৭.৪ কেজি
MO-50e মডেল সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৩ সালে ৩৫০০০ টাকা।
জুকি গার্মেন্টস সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৩
ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনগুলো সাধারণত বিদ্যুৎ চালিত। মেশিনগুলো দ্বারা প্রতিদিন প্রচুর পরিমাণে পোষাক উৎপাদন করা হয়। তাই দ্রুত গতি, অটোমেটিক ববিন উইন্ডআপ এবং নিখুঁত সেলাইয়ে পারদর্শী হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনগুলো।
প্রতিদিন প্রচুর সেলাই করার প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনগুলো হাউজহোল্ড মেশিনগুলোর থেকে কিছুটা ভিন্ন ধরনের হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলোর থ্রট স্পেস বড় থাকতে হয়, শক্ত ধাতুতে তৈরি হতে হয়। হোম মেশিনগুলোর স্পিড যেখানে এভারেজ ৭০০ স্টিচ/মিনিট সেখানে ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলোর স্পিড কয়েকগুন বেশি হয়ে থাকে।
ব্যপক কাজের চাপ সামলাতে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন কেনার সময় মেশিনে গতি, অটোমেটিক ববিন উইন্ড আপ, স্টিচ প্যাটার্ণ, বডি ম্যাটেরিয়াল ইত্যাদি ফিচারগুলো বিবেচনা করে কিনতে হয়। এক্ষেত্রে জুকি কোম্পানির তৈরি সেলাই মেশিনগুলোর খ্যাতি বিশ্বজুড়ে। সুতরাং, চলুন জুকি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন দাম ২০২৩ বাংলাদেশ ও ফিচারসমূহ জেনে নেওয়া যাক।
1. MB-373 | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি ব্র্যান্ডের MB-373 মডেলের সেলাই মেশিনটির মাধ্যমে আপনি সেমি-অটোমেটেডভাবে কাজ করতে পারবেন। মেশিনটি পায়ের কাছে থাকা প্রেশার ফুট লিফট দ্বারা নিয়ন্ত্রন করতে হয়। দক্ষ হাতে সর্বোচ্চ ১৫০০ স্টিচ/মিনিট গতিতে চমৎকার সেলাই করা যায়।
ডায়াল পরিবর্তন করে প্রতি ইঞ্চিতে ৮, ১৬, ৩২ টি করে সেলাই দেয়া যায়। পায়ের প্রেশার লিফটারের সাথে একটি অটোমেটিক থ্রেড ট্রিমার সংযুক্ত রয়েছে। তাই স্বয়ংক্রিয়ভাবে সুতা কেটে যায়। মেশিনের মোটরটি চালানোর জন্য ২০০ ওয়াটের বিদ্যুৎ প্রয়োজন হবে।
ফিচার:
- মডেল: MB-373
- স্বাভাবিক গতি: 1300 RPM
- সর্বোচ্চ গতি: 1500 RPM
- প্রতি ইঞ্চিতে সেলাই সংখ্যা: ৮, ১৬ এবং ৩২ টি
- অটোমেটিক থ্রেড ট্রিমার
- বডি: হালকা স্টীলে তৈরি
- পাওয়ার: 200 W
- ফেজ: সিঙ্গেল ফেজ / ট্রাই ফেজ
- নীল বার স্ট্রোক: ৪৮.৬ মি.মি.
- প্রেশার ফুট লিফট দিয়ে নিয়ন্ত্রিত
MB-373 মডেল জুকি সেলাই মেশিন এর দাম ৩০,০০০ টাকা।
2. DDL 7000A UBT | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি DDL 7000A UBT মডেলের মেশিনটি হলো ডিরেক্ট ড্রাইভ ১ সুইয়ের লকস্টিচ মেশিন। এটাতে অটোমেটিক থ্রেড ট্রিমার রয়েছে। মেশিনটিতে Servo মোটর ব্যবহার করা হয়েছে যা দিয়ে সর্বোচ্চ ৫০০০ স্টিচ/মিনিট স্পিডে সেলাই করা যায়। সেলাইয়ের দৈর্ঘ্য পাওয়া যায় ৫ মি.মি.।
মেশিনটি নিয়ন্ত্রনের জন্য হাতে ব্যবহারের ৫.৫ মি.মি প্রেশার ফুট এবং হাটু দিয়ে ব্যবহারে জন্য ১৩ মি.মি. এর লিফট প্রেশার ফুট রয়েছে। সবগুলো ফিচার বিবেচনায় মেশিনটি খুবই ইউজার ফ্রেন্ডলী।
ফিচার:
- মডেল: DDL 7000A
- ম্যাক্সিমাম স্পিড: 5000 (stitch/min)
- মিনিমাম স্পিড: 4000 (stitch/min)
- সেলাই দৈর্ঘ্য: ৫ মি.মি.
- নীডল বার স্ট্রোক: ৩৫ মি.মি.
- সুইয়ের সংখ্যা: ১টি
- ওজন: ৩২-৩৪ কেজি
- Servo মোটর
- পাওয়ার: ২১০ V
- মেশিন টাইপ: অটোমেটিক
DDL 7000A UBT মডেল জুকি সেলাই মেশিন এর বাংলাদেশে বর্তমান দাম ২৭০০০ টাকা।
3. DDL-8100E | জুকি সেলাই মেশিনের দাম
জুকি DDL-8100E মডেলের সেলাই মেশিনটিতে অটোমেটিক ওয়ার্কিং সিস্টেম রয়েছে। মেশিনটিতে কেবল ১টি প্যাটার্ণেই সেলাই করা যায়। সেলাইয়ের স্পিড সাধারনত ৪০০০-৫০০০ স্টিচ/মিনিট পাওয়া যাবে। এই স্পিডে সেলাইয়ের দৈর্ঘ্য ৫ মি.মি. হয়ে থাকে।
ক্লাচ মোটর দিয়ে সেলাই মেশিনটি অপারেট করা হয়। এই মেশিনের সাথে বিল্ট-ইন এক্সেসরিজ কম্পার্টমেন্ট ও একটি সুতার স্ট্যান্ড রয়েছে।
ফিচার:
- মডেল: DDL-8100E
- শুধুমাত্র ১টি বিল্ট-ইন স্টিচ প্যাটার্ণ
- আলাদা অনবোর্ড ববিন উইন্ডার
- ব্যাকওয়ার্ড সেলাইয়ের সুবিধা
- ম্যাক্সিমাম স্পিড: 4000-5000 (stitch/min)
- সেলাই দৈর্ঘ্য: ৫ মি.মি.
- নীডল বার স্ট্রোক: ৩০.৭ মি.মি.
- ক্লাচ মোটর
- মেশিন টাইপ: পায়ে চালিত
- বিল্ট-ইন সুতার স্ট্যান্ড
- এক্সেসরিজ রাখার কম্পার্টমেন্ট
DDL-8100E মডেলের জুকি সেলাই মেশিন এর দাম ২৩,৫০০ টাকা।
4. DDL-8700 | জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ
জুকি DDL-8700 মডেলের সেলাই মেশিনটি হলো হাই স্পিড সিঙ্গেল নিডলের স্ট্রেইট লকস্টিস মেশিন। মেশিনটিতে অত্যাধুনিক SERVO মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরটি ৭০% এনার্জি সেভ করে থাকে। সার্ভো মোটরটি ঘরে নয়েজ তৈরি করে না। মোটরটি কম এনার্জি ব্যবহার করার ফলে বিদ্যুৎ খরচ কম হয়।
সর্বোচ্চ ৫৫০০ স্টিচ/মিনিট গতিতে সেলাই করা যায়। জুকির এই সেলাই মেশিনে প্রেশার ফুট লিফট, লাইট টাস স্টিচ ডায়াল সহ ভালো ভালো ফিচার থাকায় কাজের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়।
ফিচার:
- মডেল: DDL-8700
- সর্বোচ্চ গতি: 5500 Stich/Min
- সেলাইয়ের দৈর্ঘ্য: ৫ মি.মি.
- নীডল বার স্ট্রোক: ৩০.৭ মি.মি.
- SERVO মোটর
- প্রেশার ফুটের লিফট: ১৩ মি.মি.
- হাতের প্রেশার ফুটের লিফট: ৫.৫ মি.মি.
- ওজন: ২৮ কেজি
- ৩ মাসের ওয়ারেন্টি সুবিধা
DDL-8700 মডেলের জুকি সেলাই মেশিন এর দাম ২৭০০০ টাকা।
5. DDL 8100eH | জুকি সেলাই মেশিন এর দাম ২০২৩
জুকি DDL 8100eH মডেলের সেলাই মেশিনটি একটি হেভি ওয়েট ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন। হাই এনার্জি সেভিং হওয়ায় বিদ্যুৎ খরচ অনেক কম হয়ে থাকে। মেশিনের মধ্যেই বিল্ট ইন ২১টি প্যাটার্ণ রয়েছে যেগুলো দ্বারা আকর্ষনীয় ডিজাইনের সেলাই করা যায়। মেশিনটি ৪০০০ স্টিচ/মিনিট গতিতে সেলাই করতে পারায় প্রতিদিনি অনেক বেশি পরিমানে কাপড় সেলাই করা সম্ভব।
উচ্চ সহনশীলতা ও স্মুথ ফাংশনের জন্য এটি একটি পরীক্ষিত সেলাই মেশিন। মেশিনটি প্রেশার ফুটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। পেশার ফুটের লিভারটি হাত অথবা হাঁটু দ্বারা টানতে হয়। মেশিনটির ৩৫ মি.মি. এর নীডল বার স্ট্রোক ও অন্যান্য ফিচারগুলোর কারনে এটি গার্মেন্টের কাজের জন্য অনেক উপযোগী।
ফিচার:
- মডেল: DDL 8100eH
- হাই এনার্জি সেভিং
- ২১টি বিল্ট ইন প্যাটার্ণ
- সর্বোচ্চ স্পিড: ৪০০০ স্টিচ/মিনিট
- সর্বোচ্চ সেলাই দৈর্ঘ্য: ৫ মি.মি.
- নীডল বার স্ট্রোক: ৩৫ মি.মি.
- লিফট প্রেশার ফুট (হাত): ৫.৫ মি.মি.
- লিফট প্রেশার ফুট (হাঁটু): ১৩ মি.মি.
- ফীড ডগ: ৩ সারি
- ওজন: ২৬ কেজি
DDL 8100eH মডেল জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ এর বাজারে ৩৫০০০ টাকা।
জুকি সেলাই মেশিনের দাম নিয়ে পরিশেষ
পোষাক কারিগর এবং গার্মেন্টসগুলোর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ভালো মানের দক্ষ সেলাই মেশিন। পছন্দমত জুতসই একটি সেলাই মেশিন কেনার জন্য ক্রেতারা মেশিন সম্পর্কে আদ্যোপান্ত জানার চেষ্টা করে। সেদিক বিবেচনায়, সেরা সেলাই মেশিন প্রস্তুতকারক হিসেবে শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো জুকি। বাংলাদেশের সিঙ্গার সেলাই মেশিনও সময়ের প্রতিযোগীতায় মেতেছে জুকির সাথে।
তাই আজকে জুকি সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৩ বাজার দর নিয়ে এ টু জেড জানানোর চেষ্টা করেছি। আশাকরি, আমাদের জুকি সেলাই মেশিন নিয়ে তৈরি তালিকাটি আপনাকে সেরা সেলাই মেশিনটি বেছে নিতে সাহায্য করবে।