সেরা ১০ টি ওভেনের দাম | Oven Price in Bangladesh

সেরা ওভেনের দাম

ওভেন কিনতে চান? তাহলে নিশ্চয়ই ওভেনের দাম সম্পর্কে জানা দরকার! জনপ্রিয় বিভিন্ন ব্রান্ডের ওভেন রয়েছে। তবে, ফিচার ও অন্যান্য সুযোগ-সুবিধার উপর ভিত্তি করে ওভেনের দাম কম বেশি হয়ে থাকে। তাই, আপনার সুবিধার্থে আমরা সেরা ১০ টি ওভেনের দাম কত ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো ইন-শা-আল্লাহ।

বর্তমান যুগে বহুল ব্যবহৃত কিচেন টুল ওভেন একটি ইলেকট্রনিক যন্ত্র। ওভেনের হিট প্রসেস সম্পন্ন করাতে ক্ষুদ্র কম্পাংকবিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহৃত হয়। ওভেনের মাধ্যমে যে শুধু খাবার গরম ই করা যায় তা কিন্তু নয়, ওভেনের মাধ্যমে খাবার রান্নাও করা যায়। বিশেষত বেকিং, গ্রিল, টোস্ট করা সহ আরো নানা রকম রান্না করা সম্ভব।

পূর্বে যেমন আমরা ওয়াশিং মেশিনের দাম এবং ফ্রিজের দাম নিয়ে আলোচনা করেছিলাম, তেমনি আজকের এই আর্টিকেলটিতে ওয়ালটন ওভেনের দাম, ভিশন ওভেনের দাম, মিয়োকো ইলেকট্রিক ওভেনের দাম সম্পর্কে জানতে পারবেন। তবে, আপনার জন্য কোন ওভেন প্রয়োজন তা বুঝতে ওভেন সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন।

ওভেনের প্রকারভেদ | Types of Microwave Oven

বর্তমানে বাজারে মূলত তিন প্রকার ওভেন রয়েছে:

  1. গ্যাস ওভেন
  2. ইলেকট্রিক ওভেন
  3. মাইক্রোওয়েভ ওভেন

1. গ্যাস ওভেন | Gas Oven

এই ধরনের ওভেনে সাধারণত গ্যাসের ব্যবহার করা হয়। গ্যাস ওভেনে স্বাভাবিক গ্যাসের চুলার মত বার্নার থাকে। এই ওভেনে স্বাভাবিক রান্নার পাশাপাশি বেকিং এবং গ্রিল করতে পারবেন।

2. ইলেকট্রিক ওভেন | Electronic Oven

ইলেকট্রিক ওভেনে সব ধরনের খাবার রান্না করা যায়। এই ওভেনে হিটার লাগানো থাকে এবং হিটারের মাধ্যমে খাবার গরম হয়ে থাকে। ইলেকট্রিক ওভেনের দাম খুব কম হয় কিন্তু অত্যধিক মাত্রায় বিদ্যুৎ খরচ হয়।

তবে, ইলেকট্রিক ওভেনে বেকিং বা গ্রিল তেমন ভালো হয় না। তাই, দাম কম হলেও ইলেক্ট্রিক ওভেন ব্যবহার না করাই ভালো।

3. মাইক্রোওয়েভ ওভেন | Microwave oven

বর্তমানে মাইক্রোওয়েভ ওভেন টাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। মাইক্রোওয়েভ ওভেনকে আমরা সচরাচর মাইক্রো-ওভেন নামেই জানি।

তবে মাইক্রোওয়েভ ওভেনে কখনো ধাতব পাত্র ব্যবহার করা উচিত না কারণ, ধাতব পাত্র তাপমাত্রা শুষে নেয় এবং খাবার গরম হতে দেরি হয় ফলে অনেক শক্তির অপচয় হয়।

সিরামিক, কাঁচ, গ্লাস, এবং কিছু বিশেষ ধরনের প্লাস্টিক মাইক্রোওয়েভ ওভেনের জন্য উপযোগী।

প্রয়োজন অনুসারে মাইক্রোয়েভ ওভেন তিন ধরনের হয়ে থাকে:

  • সলো মাইক্রোয়েভ ওভেন
  • গ্রিল মাইক্রোয়েভ ওভেন ও
  • কনভেকশন মাইক্রোয়েভ ওভেন।

১. সলো মাইক্রোওয়েভ ওভেন | Solo microwave oven

সলো ওভেন হলো মাইক্রোওয়েভ ওভেনের সাধারণ এবং প্রাথমিক মডেল। খাবার গরম করা, সিদ্ধ করা এবং বরফ জমা খাবার স্বাভাবিক তাপমাত্রায় আনার জন্য সলো মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করা হয়ে থাকে।

আরো পড়ুন:  ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২৩ | ৩০+ ওয়ালটন ফ্রিজ দাম ২০২৩

২. গ্রিল মাইক্রোওয়েভ ওভেন | Grill microwave oven

গ্রিল মাইক্রোওয়েভ ওভেন এক ধরনের কয়েল এর মাধ্যমে তাপ উৎপন্ন করে থাকে। ভাজা, রোস্ট এবং গ্রিল জাতীয় খাবার এই ওভেনে করতে পারবেন। কাবাব, পরোটা জাতীয় খাবারও এই ওভেনে তৈরি করা সম্ভব। এই গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে গ্রিলের পাশাপাশি সলোর কাজও করা যায়।

৩. কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন | Convection microwave oven

কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে মূলত কেক বা বিস্কিট বেক করা হয়। এই ওভেনে সলো, গ্রিলের কাজও করতে পারবেন। কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে তাপমাত্রা খুব সহজ ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

ওভেন কেনার আগে যেসব বিষয় বিবেচনা করতে হবে

১) প্রয়োজন: ওভেন কেনার সময় সর্বপ্রথম যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে তা হলো আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিন ওভেনটি বেছে নিন। প্রয়োজন অনুযায়ী Solo, Grill বা Convection যেকোনো ধরনের ওভেন বাছাই করে নিন।

২) ব্র‍্যান্ড: প্রায় সব কোম্পানির ওভেনের ফিচার প্রায় কাছাকাছি হলেও কিছু উল্লেখযোগ্য ব্র‍্যান্ড রয়েছে যা অনেকদিন যাবৎ ভালো সার্ভিস দিয়ে ভোক্তাদের বিশ্বাস অর্জন আসছে। এমন কিছু বিশ্বস্ত ব্র‍্যান্ড হলো –

  • স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন
  • প্যানাসোনিক মাইক্রোওয়েভ ওভেন
  • এলজি মাইক্রোওয়েভ ওভেন
  • ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন
  • ভিশন মাইক্রোওয়েভ ওভেন
  • মিয়াকো মাইক্রোওয়েভ ওভেন

৩) ইজি ক্লিনিং ফিচার: পরিষ্কার করার উপায় সহজ কিনা। ইজি ক্লিনিং (Easy cleaning)/সেল্ফ ক্লিনিং (Self cleaning) নামক ফিচার আছে কিনা।

৪) আনুষঙ্গিক জিনিসপত্র: ওভেন ট্রে, সেল্ফ সহ প্রয়োজনীয় সব ফিচার আছে কিনা তা দেখে নিবেন।

৬) ওয়ারেন্টি: ওয়ারেন্টি আছে কিনা এবং থাকলেও তা কত দিন এবং কি কি শর্তসমূহ রয়েছে এসব বিষয় দেখে নিন।

ওভেনের দাম ২০২২ | Best 10 Oven Price in Bangladesh

একনজরে সেরা ১০ টি ওভেনের দাম :

ওভেন মডেল

ওভেনের দাম

Miyako MD-20KE2

১০২০০ টাকা

Miyako MD-90M4

১০৯০০ টাকা

Miyako MT 836 RC

১১৩০০ টাকা

VISION G25 Smart

১৫৮০০ টাকা

VISION 20L E5 Grill

১০৫০০ টাকা

WMWO-M25ESK

১১৩৫০ টাকা

WMWO-X20EGK

১০,৫০০ টাকা

WMWO-M23SCD

১৪,৫০০ টাকা

LG MS2043DB

১১৯০০ টাকা

NN-GT342MFDG

১৫৯০০ টাকা

1. Miyako Microwave Oven MD-20KE2 (20 Ltr)

মিয়াকো মাইক্রোওয়েভ ওভেনের দাম

মিয়াকোর কোম্পানির মাইক্রোওভেন বর্তমানে বেশ জনপ্রিয়। বিভিন্ন ডিজাইন ও ধরনের মধ্যে MD-20KE2 মডেলের ওভেনটি অন্যতম জনপ্রিয়।

এই ওভেনে থাকছে গ্রিল এবং কম্বাইন্ড কুনিং ব্যবস্থা সহ কুকিং এন্ড সিগনাল। খাবার গরম করার পাশাপাশি রান্নাও করতে পারবেন এই ওভেনে।

মিয়াকো MD-20KE2 ওভেনের দাম : ১০২০০ টাকা।

ফিচারস:

  • গ্রিল এবং কম্বাইন্ড কুকিং
  • রঙ: কালো
  • টাইমার: ডিজিটাল
  • ধারন ক্ষমতা : ২০ লিটার
  • পাওয়ার: ৮০০ ওয়াট
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর

2. Miyako Microwave Oven MD-90M4 (23 Ltr)

মিয়াকো ওভেনের দাম

মিয়াকোর MD-90M4মডেলটিতে পেয়ে যাচ্ছেন প্রিসেট ফাংশন, ডিজিটাল ক্লকসহ ৫ লেভেলের মাইক্রো পাওয়ার সেটিং। এই ওভেনের মাধ্যমে মাল্টিস্টেজ কুকিং এবং গ্রিল কম্বাইন্ড কুকিং করতে পারবেন। ফ্রিজ করা খাবার খুব সহজেই সাধারণ তাপমাত্রায় আনার ফিচারও রয়েছে এই মডেলটিতে।

মিয়াকো MD-90M4 ওভেনের দাম : ১০৯০০ টাকা।

ফিচারস:

  • ডিজিটাল ক্লক
  • প্রিসেট ফাংশন (Preset function)
  • মাল্টিস্টেজ কুকিং ( Multistage Cooking)
  • স্পিড ডিফ্রোস্ট (Speed defrost)
  • গ্রিল কম্বাইন্ড কুকিং (Grill Combined Cooking)
  • ধারন ক্ষমতা – ২৩ লিটার
  • পাওয়ার – ৯০০ ওয়াট
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
আরো পড়ুন:  ১০টি কম দামে ভালো ফ্রিজ | সবচেয়ে কম দামে ফ্রিজ কিনুন

3. Miyako Electric Oven MT 836 RC (36 Ltr)

মিয়াকো ইলেকট্রিক ওভেনের দামMT 836 RC মডেলের ওভেনটি মিয়াকো ইলেক্ট্রিক ওভেন। ওভেনের সাথে আরো পাবেন র‍্যাক এবং রোস্ট বাস্কেট। এই ওভেনে মাছ গ্রিল করার অপশনও রয়েছে।

ওভেনের অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড নন স্টিক কোটিং যার ফলে ওভেন পরিষ্কার করা সহজ হবে। প্রয়োজন অনুযায় তাপমাত্রা কম বেশি করে নিতে পারবেন খুব সহজে।

মিয়াকো MT 836 RC ইলেক্ট্রিক ওভেনের দাম : ১১৩০০ টাকা।

ফিচারস:

  • মাছ গ্রিলিং
  • ৬০ মিনিট টাইমার
  • বেকিং ট্রে, রোস্ট বাস্কেট
  • Tempered Amoled Glass
  • VDE প্লাগ
  • 4 স্টেজ সুইচ সিলেকশন
  • ফুড গ্রেড নন স্টিক কোটিং
  • ধারণ ক্ষমতা: ৩৬ লিটার
  • পাওয়ার: ১৬০০ ওয়াট
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর

4. VISION Microwave Oven 25Ltr G25 Smart

ভিশন মাইক্রোওয়েভ ওভেনের দাম

ভিশনের এই মডেলের ওভেনে পাচ্ছেন হাই পারফরম্যান্স ম্যাগনেট্রন যা উচ্চ তাপমাত্রা তৈরি করতে সক্ষম। মাইক্রো এবং গ্রিল অপশনের জন্য রয়েছে আলাদা তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থার পাশাপাশি ৬ ধরনের অটোমেটিক পাওয়ার লেভেল। মাল্টি কুকিং এর মাধ্যমে একই ওভেনে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারবেন।

ভিশন G25 Smart ওভেনের দাম : ১৫৮০০ টাকা।

ফিচারস:

  • হাই পারফরম্যান্স ম্যাগনেট্রন
  • মাল্টি কুকিং স্টেজ
  • চাইল্ড সেফটি লক
  • রঙ: কালো
  • ধারন ক্ষমতা: ২৫ লিটার
  • পাওয়ার: ১৪০০ ( ইনপুট)
  • ৯০০ (আউটপুট)
  • ভোল্টেজ: ২৩০~৫০ হার্জ
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর

5. Vision Micro Oven VSN 20L E5 Grill

ভিশন ওভেনের দাম

VSN 20L E5 Grill ওভেনে আপনি একই সাথে সলো এবং গ্রিল ফাংশন পাবেন। এতে মাল্টি সিকোয়েন্স কুকিং এর ফিচারও রয়েছে। VSN 20L E5 Grill ওভেনের দরজা তৈরি করা হয়েছে মিরর গ্লাস দিয়ে যা ওভেনটিকে একটি Elegant look দিয়েছে। বাচ্চাদের দূর্ঘটনা এড়াতে এতে ব্যবহার করা হয়েছে চাইল্ড সেফটি লক।

ভিশন 20L E5 Grill ওভেনের দাম : ১০৫০০ টাকা

ফিচারস:

  • Solo +Defrost +Grill function
  • Child safety lock function
  • Multi sequence cooking
  • আয়না সম্বলিত গ্লাসবিশিষ্ট দরজা (Elegant appearance with mirror glass)
  • পাওয়ার: ১২৫০ ওয়াট
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর

6. Walton Solo Microwave Oven WMWO-M25ESK

ওয়ালটন সলো ওভেনের দাম

ওয়ালটনের সলো ওভেনের মধ্যে WMWO-M25ESK মডেলটি অন্যতম। ২৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই ওভেনে পাবেন মাইক্রোওয়েভ কুকিং ফিচার, মেকানিকাল কন্ট্রোল।

এ ছাড়া, পাওয়ার লেভেল নিজের সুবিধামত সেট করে নিতে পারবেন। এই ওভেনে রয়েছে ইজি ক্লিনিং ফিচার ফলে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন।

ওয়ালটন WMWO-M25ESK ওভেনের দাম : ১১৩৫০ টাকা।

ফিচারস:

  • Microwave Cooking
  • মেকানিকাল কন্ট্রোল
  • পাওয়ার লেভেল সেটিং
  • দ্রুত বরফ গলায়
  • তাপ প্রতিরোধী গ্লাসের দরজা
  • ইজি ক্লিনিং
  • ধারন ক্ষমতা: ২৫ লিটার
  • ইনপুট পাওয়ার: ১৪৫০ ওয়াট
  • আউটপুট পাওয়ার: ৯০০ ওয়াট
  • মেইন পার্ট: ২ বছর
  • অন্যান্য পার্টস: ১ বছর

7. Walton Microwave+Grill microwave oven WMWO-X20EGK

ওয়ালটন ইলেকট্রিক ওভেনের দাম

ওয়ালটনের WMWO-X20EGK মডেলটি হলো মাইক্রোওয়েভ ক্যাটাগরির। ২০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এই ওভেনের সাথে পাবেন ফ্রি গ্রিল র‍্যাক।

এই ওভেনে পাবেন বেশ কয়েকটি পাওয়ার লেভেল সেটিং যার মাধ্যমে আপনি প্রয়োজন অনুসারে পাওয়ার কমাতে বাড়াতে পারবেন।

অভ্যন্তরে যে ট্রে রয়েছে তা আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারবেন। রয়েছে ৩ ধরনের কম্বিনেশন কুকিং অপশন যার ফলে দ্রুত এবং সহজেই আপনার রান্না শেষ করতে পারবেন।

এই ওভেনের দরজায় তাপ প্রতিরোধী গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ভিতরের স্তরটি ননস্টিকি রাখা হয়েছে যেন সহজেই তা পরিষ্কার করা যায়। এই ওভেনে আরো রয়েছে কুকিং শেষ সিগনাল নামক ফিচার, যার মাধ্যমে বুঝতে পারবেন আপনার রান্না কখন শেষ হয়েছে।

আরো পড়ুন:  ১০টি ভালো ওয়াশিং মেশিনের দাম | Washing Machine Price in Bangladesh

ওয়ালটন WMWO-X20EGK ওভেনের দাম : ১০,৫০০ টাকা।

ফিচারস:

  • মাল্টিফাংশন
  • ফ্রি গ্রিল র‍্যাক
  • মেকানিকাল কন্ট্রোল
  • মাল্টিপল পাওয়ার লেভেল সেটিং
  • দ্রুত বরফ গলায়
  • তাপ প্রতিরোধী গ্লাসের দরজা
  • ইজি ক্লিনিং
  • Cooking end signal
  • ধারনক্ষমতা: ২০ লিটার
  • ইনপুট পাওয়ার: ১২০০ ওয়াট
  • আউটপুট পাওয়ার: ৭০০ ওয়াট
  • মেইন পার্ট: ২ বছর
  • অন্যান্য পার্টস: ১ বছর

8. Walton Convection Microwave  Oven WMWO-M23SCD

ওয়ালটন কনভেকশন ওভেনের দাম

সলো এবং মাইক্রোওয়েভ ওভেনের কাজসহ আরো কিছু কাজ এই ওভেনে করা সম্ভব। এই ওভেনকে তিনের ভিতর এক ওভেন বলা যেতে পারে। এই কনভেকশন ওভেনটিতে আপনি প্রায় সব ধরনের রান্না করতে পারবেন। মাইক্রোওয়েভ, গ্রিল, কম্বিনেশন সব ধরনের রান্নার অপশন এইখানে পাবেন। সাথে আরো পাচ্ছেন ১০ রকমের অটোমেটিক কুকিং অপশন যার সাহায্যে আপনি অটোমেটিক সেই রান্নাগুলো করতে পারবেন।

ওভেন নিজেই প্রয়োজনমত তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে নিবে। ডিপ ফ্রিজে রাখা খাবারের বরফও খুব দ্রুত গলিয়ে সাধারণ তাপমাত্রায় আনতে পারবেন।

এই ওভেনের বডি স্টিলের তৈরি। তাই, সহজে বাইরের অংশের কোনো ক্ষতি হবে না। এই ওভেনের সাথে একটি গ্রিল র‍্যাক পাচ্ছেন যাতে করে খুব সহজেই গ্রিল বা বারবিকিউ করতে পারবেন।

ওয়ালটন WMWO-M23SCD ওভেনের দাম : ১৪,৫০০ টাকা।

ফিচারস:

  • মাল্টিফাংশন (Microwave + Grill +Convection+Combination)
  • স্টিলের তৈরি বডি
  • ফ্রি গ্রিল র‍্যাক
  • ১০ রকমের অটোমেটিক কুকিং ফাংশন
  • ডিজিটাল কন্ট্রোল (Digital কন্ট্রোল)
  • দ্রুততম সময়ে বরফ গলাতে সক্ষম
  • ধারন ক্ষমতা: ২৩ লিটার
  • পাওয়ার লেভেল সেটিং: ০৫
  • ইনপুট পাওয়ার (মাইক্রোওয়েভ): ১৩০০ ওয়াট
  • আউটপুট পাওয়ার (মাইক্রোওয়েভ) : ৮০০ ওয়াট
  • ইনপুট পাওয়ার (গ্রিল): ১২০০ ওয়াট
  • ইনপুট পাওয়ার (কনভেকশন):১২০০ ওয়াট
  • মেইন পার্ট (Magnetron) ওয়ারেন্টি: ২ বছর
  • অন্যান্য পার্টস ওয়ারেন্টি: ১ বছর

9. LG 20 LITER SOLO MICROWAVE OVEN – LG MS2043DB

এলজি ওভেনের দাম

LG’র এই ওভেনে পাচ্ছেন স্মার্ট ইনভার্টার (Smart inverter)। খাবারের মান ও স্বাদ অটুট রেখে খাবার গরম ও রান্না করতে পারবেন এই ওভেনে। ওভেনটি ফ্রিজে রাখা ঠান্ডা খাবারকে খুব সহজেই স্বাভাবিক তাপমাত্রায় এনে গরম করতে সক্ষম।

ওভেনে বিদ্যমান লো টেম্পেরেচার প্রযুক্তি ব্যবহার করে আপনি ঘরে বসেই দই বানাতে পারবেন। স্বাস্থ্যকর উপায়ে সবজি সিদ্ধ করার বিশেষ টেকনোলজি রয়েছে এই ওভেনে।

ওভেনটির ব্যবহার বিধি খুবই সহজ, যা আপনি সহজেই আয়ত্ব করে ওভেনের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, ওভেনটিতে রয়েছে ইজি ক্লিনিং সিস্টেম সুতরাং, ওভেন পরিষ্কার করতে আপনাকে কোনো ধরনের ঝামেলাই পোহাতে হবে না।

LG MS2043DB ওভেনের ভিতরে ৩গুন উজ্জ্বল LED বাল্ব রয়েছে, তাই, খাবারের রঙ ও অবস্থা ভালোভাবে বুঝতে পারবেন।

ওভেনটির অভ্যন্তরে ব্যবহৃত অংশটি এন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিশিষ্ট ফলে, ভিতরে দূর্গন্ধ সৃষ্টি হবে না। Child lock system নামক ফিচার ব্যবহারের মাধ্যমে বাচ্চাদের সেফটি নিশ্চিত করতে পারবেন।

এলজি MS2043DB ওভেনের দাম : ১১৯০০ টাকা।

ফিচারস:

  • আই ওয়েভ (i wave)
  • রিহিট,  ডিফ্রোস্ট (Reheat and defrost)
  • এন্টি ব্যাকটেরিয়াল (Antibacterial cavity)
  • ডিসপ্লে: গ্রিন LED
  • Child lock system
  • ধারন ক্ষমতা: ২০ লিটার
  • ইনপুট পাওয়ার: ১০৫০ ওয়াট
  • আউটপুট পাওয়ার: ৭০০ ওয়াট
  • মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল: ০৫
  • ওয়ারেন্টি: Inverter Magnetron (years) – ১০ বছর
  • Spare Parts Warranty : ১ বছর Service Warranty : ১ বছর

10. Panasonic OVEN NN-GT342MFDG (23LTR GRILL)

প্যানাসনিক ওভেনের দাম

প্যানাসনিক NN-GT342MFDG মডেলের ওভেনে রয়েছে ৫১ টি অটো মেনু চয়েজের অপশন। পাশাপাশি, পাওয়ার গ্রিল ফিচার।

এই ওভেনটির ওয়ারেন্টি সার্ভিস কিছুটা আলাদা যেমন- স্পেশাল পার্টসের ওয়ারেন্টি রয়েছে ৩৬ মাস এবং অন্যান্য পার্টসের ওয়ারেন্টি ১২ মাস। এ ছাড়া, আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি যা থাকছে ১২ মাস।

প্যানাসনিক NN-GT342MFDG ওভেনের দাম : ১৫৯০০ টাকা।

ফিচারস:

  • পাওয়ার গ্রিল
  • ইপক্সি ক্যাভিটি
  • ধারন ক্ষমতা: ২৩ লিটার
  • স্পেশাল পার্টস ওয়ারেন্টি: ৩৬ মাস
  • অন্যান্য পার্টস ওয়ারেন্টি: ১২ মাস
  • সার্ভিস ওয়ারেন্টি: ১২ মাস

আশা করি, আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর কম দামে ভালো ওভেন কেনা থেকে শুরু করে ওভেনের দাম নিয়ে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। তবে, ওভেন এবং ওভেনের দাম নিয়ে এখনো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top