১০টি ভালো ওয়াশিং মেশিনের দাম | Washing Machine Price in Bangladesh

ওয়াশিং মেশিনের দাম

কম দামে ভালো মানের ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন, কিংবা ওয়াশিং মেশিনের দাম সম্পর্কে জানতে চান? বাজেটের মধ্যে ওয়াশিং মেশিন কিনতে আমরা সবাই চাই। তবে, সমস্যা হলো Washing Machine Price in Bangladesh in 2022 তে বাজেটের মধ্যে থাকলেও ডিজাইন, কোয়ালিটি নিয়ে সমস্যা বেঁধে যায়। তাই, আপনার জন্য আমরা সিঙ্গার, ওয়ালটন সহ আরো অন্যান্য জনপ্রিয় ব্রান্ডের সবচেয়ে ভালো মানের ওয়াশিং মেশিনের দাম, স্পেসিফিকেশন তথা রিভিউ সম্পর্কে জানাতেই আমাদের আজকের আয়োজন।

ভালোমানের একটি ওয়াশিং মেশিন কেনার মতো বাজেট সকলের থাকেনা। ইচ্ছা থাকলেও অনেক কম বাজেট থাকার কারণে তার কাঙ্খিত ওয়াশিং মেশিন কিনতে পারেন না। তাই আজ এমন ১০টি অল্প মূল্যে বিভিন্ন ব্রান্ডের ভালো মানের ওয়াশিং মেশিনের দাম জানাবে যেগুলো মাত্র ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন।

কোন ওয়াশিং মেশিন কিনবেন?

আধুনিক জীবন যাপনে ওয়াশিং মেশিনের ভূমিকা অনেক। ঘরে একটি ওয়াশিং মেশিন থাকলে ঝামেলা ছাড়া খুব সহজে কাপড় পরিষ্কার করা যায় এবং সময়ও বাঁচে।

বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশী সকাল থেকে রাত পর্যন্ত কর্মমুখর থাকি। কাজের প্রয়োজনে অফিসে বা অন্য সকল জায়গায় নিজেকে পরিপাটি করে রাখতে হয়। শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিনই নিজেকে সুন্দর ও পরিপাটি করে বাইরে বের হতে হয়। অফিসে বা সবার কাছে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের প্রয়োজন হয়। কিন্তু আমাদের এই কর্মব্যস্ত জীবনে প্রতিদিন কাপড় ধোয়া সম্ভব হয় না। তাই নিজের ও পরিবারের পোশাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের একমাত্র ভরসা ওয়াশিং মেশিন।

ওয়াশিং মেশিনের সুবিধার উপর ৩ ধরনের washing machine বাজারে পাওয়া যায়।

  • ৫০% ড্রাই
  • ৮০% ড্রাই এবং
  • ১০০% ড্রাই।

আপনার যদি কাপড় শুকানোর জায়গা না থাকে, তবে ১০০% ড্রাই ওয়াশিং মেশিন নিন। কেননা এটা একেবারে জল শুকিয়ে আপনার হাতে দিবে। তবে, শতভাগ ড্রাই ওয়াশ করলে কাপড়ের মান দ্রুত নষ্ট হয়। সুতরাং, আপনার যদি জায়গা থাকে, এবং কিছুটা কষ্ট করতে পারেন তবে ৫০% ড্রাই অথবা ৮০% ড্রাই ওয়াশিং মেশিন নিন।

তাছাড়া, শতভাগ Dry washing machine price তুলনামূলক বেশি। তাই কম দামে ওয়াশিং মেশিন কিনতে চাইলে ৫০% ড্রাই কনফিগারেশন নিন। এতে আপনার টাকাও বাঁচবে, আর কাপড়ও দীর্ঘদিন পড়তে পারবেন।

ওয়াশিং মেশিনের দাম | Waching Machine Price in Bangladesh

সকলেই চাই ভালো ব্রান্ডের একটি পণ্য কিনতে। কিন্তু ভালো ব্র্যান্ড মানেই বেশি দাম এই ভেবেই তার পছন্দের পণ্যটি কিনতে পারেন না। ব্র্যান্ড মানেই যে সবসময় বেশি দাম হবে এমনটি নয়। ভালো ব্র্যান্ড গুলো এখন কম দামের মধ্যে ভালো মানের ওয়াশিং মেশিন দিচ্ছে।

আপনি যদি না বুঝেই যেকোনো ধরনের একটি ওয়াশিং মেশিন কিনেন তাহলে পরবর্তীতে অতিরিক্ত বিদ্যুৎ বিল, পানির বিল ও ঘন ঘন সার্ভিসিং করানোর জন্য বেগ পেতে হতে পারে।

সেক্ষেত্রে আপনার এমন একটি ওয়াশিং মেশিন বেছে নেওয়া উচিত যেটা আপনার ব্যবহারের জন্য উপযুক্ত হয়। আসুন জেনে নেই, ব্যবহার উপযোগী দশটি কম দামে ভালো মানের ওয়াশিং মেশিন সম্পর্কে।

১। Twin Tub ভিশন ওয়াশিং মেশিন : 6.5 Kg – H2338

ভিশন ওয়াশিং মেশিন

যারা কম দামের মধ্যে একটি ভালো মানের ওয়াশিং মেশিন কিনে নিতে চাচ্ছেন তারা ভিশন  ব্রান্ডের VISION Twin Tub Washing Machine 6.5 Kg – H2338 মডেলটি কিনতে পারেন।

যাদের বাজেট ১০ হাজার টাকার মধ্যে তারা অনায়াসে এই মডেলের ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন। শোরুমে এই washing machine টির price ৮,৯০০ টাকা।

আরো পড়ুন:  ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম কত | Best 6 Walton 14 CFT Fridge Price

এটিতে একসাথে সাড়ে 6 কেজি কাপড় ওয়াশ করতে পারবেন। কাপড়ের কোনো ক্ষতি ছাড়াই মাত্র ১৫ মিনিটে সহজেই কাপড় ওয়াশ করতে সক্ষম এই ওয়াশিং মেশিনটি।

ভিশন Twin Tub Washing Machine 6.5 Kg – H2338 এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: ভিশন
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৬.৫ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • স্পিন স্পিড: ৯০০-১৪০০ আর পি এম
  • পাওয়ার সাপ্লাই: ২২০ ভোল্ট/৫০ হার্জ
  • ওয়াশিং প্রোগাম: নরলাম
  • ওয়াশ টাইম ১৫ মিনিট এবং স্পিন টাইম ৫ মিনিট
  • কম্প্রেসর ওয়ারেন্টি: ৫ বছর
  • সার্ভিস ওয়ারেন্টি ১ বছর এবং পার্টস ১ বছর

Vision Twin Tub ওয়াশিং মেশিনের দাম ৮,৯০০ টাকা।

২। ওয়ালটন ওয়াশিং মেশিন : WWM-STP80 – 8.0 kg

ওয়ালটন ওয়াশিং মেশিন

ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড হওয়ায় ওয়ালটনের সকল পণ্য বেশ ভাল মানের এবং তুলনামূলক কম মূল্যে বাজারে পাওয়া যায়। বিভিন্ন পণ্যের মধ্যে কম দামে ভালো মানের দারুন সব ওয়াশিং মেশিন রয়েছে।

যারা কম দামে ভালো ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন তারা ওয়ালটনের ওয়ালটন ওয়াশিং মেশিন WWM-STP80 – 8.0 kg মডেলটি কিনতে পারেন।

ওয়ালটনের ওয়াশিং মেশিন টি খুব সহজে ব্যবহারযোগ্য। এটিতে একসাথে 8 কেজি কাপড় ওয়াশ করা যাবে। সব ধরনের কাপড় করা যাবে এবং এটি মিডিয়াম ও বড় ফ্যামিলির জন্য পারফেক্ট। এটি দ্রুত কাপড় ড্রাই করতে সাহায্য করে।

এই মেশিনটি প্লাস্টিক বডি দেওয়া এবং long-lasting এর সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে মটর ২ বছর ওয়ারেন্টি, স্পেয়ার পার্টস ১ বছর এবং ২ বাছর সার্ভিসিং সুবিধা। হোম-সার্ভিস ফ্রীতে পাবেন ২ বছর। বাজারে মাত্র ১২ হাজার ৩শ  টাকায় কিনতে পারবেন।

WWM-STP80 – 8.0 kg ওয়ালটন ওয়াশিং মেশিন এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: ওয়ালটল
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৮.০ কেজি
  • স্পিন ক্যাপাসিটি: ৬.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • স্পিন স্পিড: ৬০০-৮০০ আর পি এম
  • পাওয়ার সাপ্লাই: ২২০-২৪০ ভোল্ট/৫০ হার্জ
  • নেট ওয়েট-২৫ কেজি এবং গ্রস ওয়েট-২৮ কেজি
  • কম্প্রেসর ওয়ারেন্টি: ২ বছর
  • সার্ভিস ওয়ারেন্টি ২ বছর এবং পার্টস ১ বছর

WWM-STP80 – 8.0 kg Walton Washing Machine Price in Bangladesh  – ১২,৩০০ টাকা

৩। সিঙ্গার ওয়াশিং মেশিন : 8 KG-Top Loading-STD80SFDA

সিঙ্গার ওয়াশিং মেশিনের দাম

আমাদের দেশের মানুষের কাছে সিঙ্গার এর ওপর আস্থা আছে অনেক আগে থেকে। যে কোন ইলেকট্রনিক্স পণ্য কেনার আগে কোন ব্রান্ডের কিনবেন সেটা ভেবে থাকেন। ব্রান্ডের জিনিস সবসময় কোয়ালিটিফুল হয়। সে কারণে কম বাজেট থাকলেও ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়া হয়।

যারা কম বাজেটের মধ্যে ভালো ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন তারা সিঙ্গারের Singer-8 KG-Top Loading-STD80SFDA মডেল ওয়াশিং মেশিনটি কিনতে পারেন। সিঙ্গার এর বিভিন্ন পণ্যের মধ্যে কম প্রাইজে ভালো মানের এই মডেলের মেশিন মেশিন কি আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন।

সেমি অটো এই ওয়াশিং মেশিনটিতে ৮ কেজি কাপড় একেবারে ওয়াশ করা যাবে। সিঙ্গার এর মত এমন নামকরা একটি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন মাত্র ১২ হাজার ৬৯০ টাকায় কিনতে পারবেন।

8 KG-Top Loading-STD80SFDA সিঙ্গার ওয়াশিং মেশিন এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: সিঙ্গার
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৮.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • ওয়াশ ক্যাপাসিটি ৮ কেজি এবং স্পিন ক্যাপাসিটি ৫.৩ কেজি
  • ওয়াশ/স্পিন স্পিড: ৮০০/১৩০০ আর পি এম
  • স্পিন পাওয়ার: ১৭০ ওয়াট
  • ফ্লোরাল গ্লাস ডোর
  • ওয়াশ টাইম ১৫ মিনিট এবং স্পিন টাইম ৫ মিনিট
  • কম্প্রেসর ওয়ারেন্টি: ৫ বছর
  • সার্ভিস ওয়ারেন্টি ১ বছর এবং পার্টস ১ বছর

8 KG-Top Loading-STD80SFDA Singer Washing Machine Price in Bangladesh – ১২,৬৯০ টাকা

৪। Whirlpool Superb Atom 70S Semi-Automatic Washing Machine – 7 KG

বাজেটের মধ্যে ওয়াশিং মেশিন

বর্তমানে বাজারে ওয়ার্লপুল একটি পরিচিত ব্র্যান্ড। ওয়ার্লপুল তাদের বিভিন্ন পণ্য বাজারে কম দামে দিয়ে থাকে। বিভিন্ন পণ্যের মধ্যে কম দামে ভালো মানের ওয়াশিং মেশিন রয়েছে।

আপনি যদি কম দামে ভালো ওয়াশিং মেশিন কিনতে চান তাহলে Whirlpool Superb Atom 70S Semi-Automatic Washing Machine – 7 KG মডেলটি দেখতে পারেন। এটি আপনার জন্য একটি বেস্ট চয়েজ হতে পারে।

এটিতে কাপড় ওয়াশিং ক্যাপাসিটি আছে ৭ কেজি এবং মাত্র ১৫ মিনিটে কাপড় ওয়াশ করা যায়। মাত্র ১৫ হাজার ৮শ টাকায় কিনতে পারবেন। এটি আধুনিক টেকনোলজিতে তৈরি যার কারণে বিদ্যুৎ খরচ এবং পানি ও ডিটারজেন্ট খরচও কম হয়।

আরো পড়ুন:  সেলাই মেশিনের দাম : সেরা ৭ সুইং মেশিন

Whirlpool Superb Atom 70S Semi-Automatic Washing Machine – 7 KG এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: ওয়ার্লপুল
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৭.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • ওয়াশ মটর ৩৪০ ওয়াট এবং স্পিন মটর ১৫০ ওয়াট
  • আর পি এম: ১৪৫০
  • হাই ফাইবার বডি
  • স্পিন পাওয়ার: ১৭০ ওয়াট
  • ওয়াশিং প্রোগাম: নরলাম
  • ওয়াশ টাইম ১৫ মিনিট এবং স্পিন টাইম ৫ মিনিট
  • কম্প্রেসর ওয়ারেন্টি: ১০ বছর
  • সার্ভিস ওয়ারেন্টি ২ বছর এবং পার্টস ২ বছর

Whirlpool Superb Atom 70S Semi-Automatic Washing Machine – 7 KG Price in Bangladesh – ১৫,৮০০ টাকা।

৫। মার্সেল ওয়াশিং মেশিন : MWM-STP80 – 8 Kg

মার্সেল ওয়াশিং মেশিন

মার্সেলের Marcel MWM-STP80 – 8 Kg মডেলের হাই কোয়ালিটির প্রডাক্টটি কম মূল্যে পেয়ে যাচ্ছেন। এই মেশিনটি হোয়াইট কালার হওয়ায় দেখতেও বেশ চমৎকার। এতে কাপড় ওয়াশিং ক্যাপাসিটি ৮ কেজি।

এই মেশিনটি দীর্ঘদিন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। কম দামের মধ্যে ভালো মানের ওয়াশিং মেশিন গুলোর মধ্যে এটি একটি লং লাস্টিং মেশিন।

এটির সবচেয়ে বড় সুবিধা পাবেন মটরে ৫ বছরের ওয়ারেন্টি, স্পেয়ার পার্টসে ৩ বছর এবং ১ বছর ফ্রি সার্ভিস সুবিধা পাবেন। এই washing machine টির price ১২ হাজার ৭শ টাকা।

Marcel MWM-STP80 – 8 Kg এর ফিচার ডিটেইলস-

  • ব্র্যান্ড: মার্সেল
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৮.০ কেজি
  • স্পিন ক্যাপাসিটি: ৬.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • স্পিন স্পিড: ৬০০-৮০০ আর পি এম
  • পাওয়ার সাপ্লাই: ২২০-২৪০ ভোল্ট/৫০ হার্জ
  • কম্প্রেসর ওয়ারেন্টি ৫ বছর, সার্ভিস ওয়ারেন্টি ৩ বছর এবং পার্টস ৩ বছর

Marcel MWM-STP80 – 8 Kg ওয়াশিং মেশিনের দাম ১২,৭০০ টাকা।

৬। SHARP ES-T85A-Z – 8 Kg

ওয়াশিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ

অন্যান্য ব্র্যান্ডের মতোই সার্প কম দামে ভালো মানের ওয়াশিং মেশিন দিচ্ছে। যারা কম বাজেটের মধ্যে ভালো মানের একটি ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন তারা SHARP ES-T85A-Z – 8 Kg মডেলটি কিনতে পারেন।

সার্প ব্রান্ডের সেমি অটো এই ওয়াশিং মেশিনটি টপ লোডিং সংবলিত। এটিতে একসাথে ৮ কেজি কাপড় ওয়াশ করতে পারবেন। সার্প এর এই মডেলটিতে হোয়াইট এবং ব্লু এই দুইটি কালার পাবেন।

এটি হাই কোয়ালিটি সম্পন্ন এবং আপনার কাপড়ের কোয়ালিটি ঠিক রেখে সঠিকভাবে ওয়াশ এর নিশ্চয়তা দিচ্ছে। এই মডেলটি  বাজারে মাত্র ১৭ হাজার ৯শ টাকায় কিনতে পারবেন।

SHARP ES-T85A-Z – 8 Kg এর ফিচার ডিটেইলস-

  • ব্র্যান্ড: সার্প
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৮.০ কেজি
  • স্পিন ক্যাপাসিটি: ৬.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • স্পিন স্পিড: ৯০০-১৪০০ আর পি এম
  • পাওয়ার সাপ্লাই: ২২০-২৪০ ভোল্ট/৫০ হার্জ
  • ৫ বছর ফ্রি সার্ভিসিং এবং ৫ বছর মটর ওয়ারেন্টি
  • ২ বছর ইলেকট্রিক্যাল পার্টস ওয়ারেন্টি

SHARP ES-T85A-Z – 8 Kg ওয়াশিং মেশিনের দাম – ১৭,৯০০ টাকা

৭। কনিয়ন ওয়াশিং মেশিন: BEX 600TXP – 6 Kg

ওয়াশিং মেশিনের দাম

কনিয়ন ইলেকট্রনিক্স এর সকল প্রোডাক্ট ভালো মানের এবং বাজারে কম দামের মধ্যে পাওয়া যায়। Conion Washing Machine BEX 600TXP – 5 Kg নামের এই ওয়াশিং মেশিন টি আপনার নিয়মিত কাপড় ধোয়ার কাজকে সহজ করে দেবে।

এটি সুপার ওয়াশ টেকনোলজিতে তৈরি যা আপনাকে দ্রুত কাপড় ওয়াশ করতে সাহায্য করবে। আল্ট্রা ডিউরেবল টাব, এটাতে বিদ্যুৎ বিল কম আসে এবং ইজিলি কাপড় ওয়াশ করা যায়।

ওয়াশিং ক্যাপাসিটি ৬ কেজি এবং এটি সহজে সেট করা যায়। ছোট ফ্যামিলির জন্য এই ওয়াশিং মেশিন টি ভালো হবে। কনিয়ন এর এই মডেলটি বাজারে মাত্র ৭ হাজার ৫শ টাকায় কিনতে পারবেন।

Conion Washing Machine BEX 600TXP – 5 Kg এর ফিচার ডিটেইলস-

  • ব্র্যান্ড: কনিয়ন
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৬.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • স্পিন স্পিড: ৯০০-১৪০০ আর পি এম
  • পাওয়ার সাপ্লাই: ২২০ ভোল্ট
  • এনার্জি সেভিং সিস্টেম
  • ১ বছর ফ্রি সার্ভিসিং
  • ১ বছর ইলেকট্রিক্যাল পার্টস ওয়ারেন্টি

BEX 600TXP – 5 Kg Conion Washing Machine Price in Bangladesh – ৭,৫০০ টাকা।

৮। কনকা ওয়াশিং মেশিন: XPB60-8116S

কম বাজেটের মধ্যে ভালো মানের ওয়াশিং মেশিন কিনতে চাইলে কনকা ব্র্যান্ডের KONKA WASHING MACHINE XPB60-8116S মডেলটি দেখতে পারেন। কনকা অতি পরিচিত একটি ব্র্যান্ড। অনেকে এ ব্রান্ডের প্রোডাক্ট পছন্দ করেন।

আরো পড়ুন:  সিঙ্গার ফ্রিজের মূল্য তালিকা 2023 | সিঙ্গার ফ্রিজ মডেল ও দাম

ওয়াশিং মেশিন কেনার জন্য যাদের বাজেট ১২ হাজার টাকার মধ্যে তারা চাইলে খুব সহজেই কনকার এই মডেলটি কিনে নিতে পারবেন। সেমি অটো ওয়াশিং এই মেশিন টিতে একবারে ৬ কেজি কাপড় ওয়াশ করা যাবে।

এটি টুইনট্যাব ওয়াশার। বডি ফুল প্লাস্টিক এবং লং লাস্টিং। দীর্ঘদিন খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটির বাজার মূল্য ১১ হাজার ৮শ টাকা।

কনকা ওয়াশিং মেশিন XPB60-8116S এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: কনকা
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৬.০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • ফুল প্লাস্টিক বডি
  • টুইন টিউব ওয়াশার
  • ট্রান্সপারেন্ট বিগ ভিউ পয়েন্ট
  • ১ বছর ফ্রি সার্ভিসিং
  • ১ বছর ইলেকট্রিক্যাল পার্টস ওয়ারেন্টি

KONKA WASHING MACHINE XPB60-8116S Model Price – ১১,৮০০ টাকা।

৯। Midea Washing Machine 10 Kg MTE100 P1101Q

বাজেটের মধ্যে ওয়াশিং মেশিন

আপনি যদি সময় বাঁচাতে চান এবং কষ্ট কমাতে চান তাহলে মিডিয়া ব্রান্ডের Midea Washing Machine 10 Kg MTE100 P1101Q মডেলের হাই ক্যাপাসিটির এই টুইনটাব ওয়াশিং মেশিনটি কিনতে পারেন। কম বাজেটের মধ্যে মিডিয়া ভালো মানের ওয়াশিং মেশিন দিচ্ছে।

এই washing মেশিনটিতে কাপড়ের ক্ষতি ছাড়াই সব ধরনের জামা কাপড় পরিষ্কার করা যায়। ওয়াশিং ক্যাপাসিটি ১০ কেজি। এটি ছোট-বড় সব ফ্যামিলির জন্য পারফেক্ট।

ড্রাই সিস্টেম থাকায় কম সময়ে কার্যকর ভাবে কাপড় শুকাতে সাহায্য করে। যাদের বাজেট ১৩ হাজার টাকার মধ্যে তারা অনায়াসে মিডিয়া ব্রান্ডের এই মডেলের ওয়াশিং মেশিন কিনতে পারবেন।

Midea Washing Machine 10 Kg MTE100 P1101Q এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: মিডিয়া
  • ওয়াশিং ক্যাপাসিটি: ১০ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • গ্রস ওয়েট ৩৫ কেজি
  • এয়ার ড্রাই সিরিজ
  • টুইন টাব ও সেমি অটোমেটিক
  • স্পিন এয়ার ড্রাই ফাংশন
  • ম্যাজিক ফিল্টার ট্রানস্পারেন্ট

Midea 10 Kg MTE100 P1101Q Washing Machine Price in BD – ১৩,০০০ টাকা।

১০। ইকো প্লাস 6 KG SEMI AUTO ওয়াশিং মেশিন

বাটারফ্লাই এর ইকো প্লাস  অতি জনপ্রিয় একটি ব্র্যান্ড। যে কোন ইলেকট্রনিক্স প্রোডাক্ট ব্র্যান্ড দেখে কেনাই ভালো। তাহলে প্রোডাক্ট এর ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধা পাওয়া যায়। ইকো প্লাস এর বিভিন্ন প্রোডাক্ট এর মধ্যে কম দামে ভালো মানের ওয়াশিং মেশিন রয়েছে।

আপনার বাজেট যদি ১২ হাজার টাকার মধ্যে হয় তাহলে ইকো প্লাস এর ECO+ 6 KG SEMI AUTO WASHING MACHINE মডেলটি কিনতে পারেন। এটিতে কম সময়ে দ্রুত কাপড় ওয়াশ করা যায় এবং ড্রাই সিস্টেম থাকায় দ্রুত কাপড় শুকায়।

এই মেশিনটিতে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা পাবেন এবং সাথে সার্ভিসিং সুবিধাও পাবেন । বাজারে মাত্র ১১ হাজার ৩শ টাকায় এই ওয়াশিং মেশিন কিনতে পারবেন।

ECO+ 6 KG SEMI AUTO WASHING MACHINE এর ফিচার ডিটেইলস:

  • ব্র্যান্ড: ইকো প্লাস
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৬ কেজি
  • স্পিন ক্যাপাসিটি: ৩.৬ কেজি
  • অপারেশন টাইপ: সেমি-অটোমেটিক
  • স্পিন এয়ার ড্রাই ফাংশন
  • ম্যাজিক ফিল্টার ট্রানস্পারেন্ট
  • ৫ বছর মোটর ওয়ারেন্টি

ECO+ 6 KG SEMI AUTO Washing Machine Price in Bangladesh – ১১,৩০০ টাকা।

ওয়াশিং মেশিনের দাম নিয়ে শেষ কথা

আধুনিক জীবনে আমাদের সকলের পরিপাটি থাকাটা জরুরি। তার জন্য কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিপাটি হওয়া চাই। সময় বাঁচাতে এবং ঝামেলাবিহীন দ্রুত কাপড় ধোয়া ও শুকানোর জন্য বর্তমানে দেশের মানুষের কাছে দিনদিন ওয়াশিং মেশিনের চাহিদা বাড়ছে।

বিশেষ করে কর্মজীবী নারীদের কাছে ওয়াশিং মেশিন এর চাহিদা বেশি। কম বাজেটের মধ্যে যদি সঠিক ওয়াশিং মেশিন টি বাছাই করে কেনা যায় তাহলে কয়েক বছর খুব ভালোভাবেই চলে যাবে।

বাজারে টপ এবং ফ্রন্ট এই দুই লোডার এর ওয়াশিং মেশিন পাওয়া যায়। অনেকের টপ লোডার পছন্দ আবার অনেকের ফ্রন্ট লোডার। তবে আমাদের দেশে টপ লোডার কেনার চাহিদা বেশি। কারন এটি যথেষ্ট কম দামে পাওয়া যায়।

সাধারনত ব্র্যান্ড এবং মডেলভেদে মটর ওয়ারেন্টি সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি উপরে উল্লেখিত কম দামে ভালো মানের ওয়াশিং মেশিন গুলো থেকে যেকোনো একটি কিনতে পারবেন আপনার বাজেটের মধ্যে থেকেই।

রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার কেনার সময় যেমন আমরা কম্প্রেশর, ওয়ারেন্টি বা গ্যারান্টি দেখে কিনি, তেমনি ওয়াশিং মেশিন কেনার সময়ও মটর সার্ভিস এবং স্পেয়ার পার্টস এর গ্যারান্টি বা ওয়ারেন্টি কত বছর তা অবশ্যই দেখে কিনতে হবে।

আশা করি, ওয়াশিং মেশিনের দাম বিষয়ক আর্টিকেলটি বর্তমান বাজারমূল্য সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার পাশাপাশি এবং কম দামে একটি ভালো ওয়াশিং মেশিন বাছাই করতে কিছুটা সহায়তা করতে পেরেছে। আপনি কোন মডেলের washing machine টি কিনতে যাচ্ছেন, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।

2 thoughts on “১০টি ভালো ওয়াশিং মেশিনের দাম | Washing Machine Price in Bangladesh”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top