ব্লগে স্পনসরড পোস্ট (Sponsored) যোগ করার সহজ উপায়

ব্লগে স্পনসরড পোস্ট

বড় কোন ওয়েবসাইটে ভিজিট করলেই দেখবেন স্পনসরড পোস্ট (Sponsored Post) অ্যাড করেছে। এগুলোতে ক্লিক করলে আপনাকে অন্য একটি সাইটে নিয়ে যাবে। স্পনসরড পোস্ট (Sponsored Post) একটি বিজ্ঞাপন বা প্রমোটিং সিস্টেম। একটি সাইটে অন্য একটি সাইটের পোস্ট যোগ করে ট্রাফিক ডাইভার্ট করার একটি খুব ভাল পদ্ধতি ‍স্পনসরড পোস্ট (Sponsored Post)।

নজরে পড়লে ভিজিটরস অবশ্যই পড়তে চাইবে এমন আর্টিকেলকেই সাধারণত স্পনসরড পোস্ট হিসেবে সাইটে রাখা হয়। বর্তমানে গুগল এডসেন্স বিজ্ঞাপনের একটি টাইপ ম্যাচড কনটেন্ট। এই পদ্ধতিতে অনেক বেশি অ্যাড রিভিনিউ পাওয়া যায় এবং বিজ্ঞাপন দাতাও লাভবান হয় ভাল পরিমাণ ট্রাফিক পেয়ে।

আপনার সাইটে যদি ভাল পরিমাণ ট্রাফিক থাকে তাহলে নতুন ব্লগারদের সাইট থেকে টাকার বিনিময়ে স্পনসরড পোস্ট (Sponsored Post) রাখতে পারেন। এতে দুই পক্ষই লাভবান হতে পারবেন।

এছাড়াও আপনার যদি দুইটা সাইট থেকে থাকে, তবে এক সাইটের ট্রাফিক অন্য সাইটটিও ঘুরে দেখতে বাধ্য করতে পারে আপনার একটি স্পনসরড পোস্ট (Sponsored Post)। চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার সাইটে অন্য সাইটের আর্টিকেল ফিচার পোস্ট হিসেবে রাখতে পারেন।

ব্লগে অন্য সাইটের আর্টিকেল বা স্পনসরড পোস্ট যোগ করার উপায়

১) ব্লগারে লগইন করুন।

২) আপনার ব্লগার লে-আউটে মেন্যুতে যান।

৩) যেখানে পোস্ট রাখতে চান, সেই সাইডে একটি গ্যাজেট যোগ করুন।

৪) গ্যাজেট থেকে  HTML/JAVA Script যোগ করুন।

৫) নিচের কোড টি কপি করে পেস্ট করুন।

<div class="row"><div class="promo-post-overlay"><div class="row entry-thumbnail">
<a href="https://www.itsomoy.co/2020/09/seo.html"><img src="https://1.bp.blogspot.com/-X4JgI-C9EAQ/X10qt6P34LI/AAAAAAAACTo/89R1kXk3Egoz3QIETra4_HNVpeLxFcf3ACLcBGAsYHQ/s1600/ON%2BPage%2BSEO.jpg" alt="How to SEO" />
</a></div>
<div class="item-desc "><div class="post-content centered">
<h3><a href="https://www.itsomoy.co/2020/09/seo.html">How to SEO</a>

৬) লাল চিহ্নিত অংশে আপনি যে পোস্ট রাখতে চান সেই পোস্টের লিঙ্ক কপি করে রিপ্লেস করে দিন।

আরো পড়ুন:  ব্লগ পোস্ট কপি (blog post copy) বন্ধ করার সহজ উপায়

৭) নীল চিহ্নিত অংশে পোস্টের যে ছবিটি থাম্বনেইল হিসেবে দেখাতে চান, সেই ছবির লিঙ্ক কপি করে রিপ্লেস করে দিন।

৮) সবুজ চিহ্নিত অংশে পেস্টের টাইটেল দিয়ে রিপ্লেস করে দিন।

৯) সেভ করে আপনার  সাইট ভিজিট করে দেখে নিন কেমন দেখাচ্ছে।

আশা করি,  ব্লগে স্পনসরড পোস্ট (Sponsored) যোগ করতে আর্টিকেলটি আপনাকে সহায়তা করতে পারবে। স্পনসরড পোস্ট বিজ্ঞাপন দেওয়ার এমন একটি এটি পদ্ধতি যার কারণে আপনার ব্লগে ভিজিটরস কখনো বিরক্ত হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top