ব্লগ পোস্ট কপি (blog post copy) বন্ধ করার সহজ উপায়

ব্লগ পোস্ট কপি বন্ধ

পৃথিবীতে অনেক ধরণের চুরি রয়েছে, বড় বড় মানুষ বড় ধরণের চুরি করে। ইন্টারনেট যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ক্রাইমও বাড়ছে। ব্লগ পোস্ট কপি (blog post copy) একটি ডিজিটাল ক্রাইম, সহজ ভাষায় না জানিয়ে অন্যের লেখা কপি করে নিজের ব্লগে চালানো চুরি, জালিয়াতি এবং একইসাথে ভিজিটরস এর সাথে প্রতারণা।

বাংলা বা ইংরেজি  যেকোন ভাষায় লেখা চুরি বা কপি একটি সাধারণ ঘটণা। বাংলা ব্লগের সংখ্যা যতই হোক, ক্রিয়েটিভ কন্টেন্ট অনেক কম। এর মূল কারণ কপি। যদিও কপিরাইট ইস্যু রয়েছে, ‍কিন্তু আপনার চোখে পড়লে তবেই কপিরাইট ক্লেইম করতে পারবেন। কপি ঠেকানোর আরো স্মার্ট পদ্ধতি আছে।

ব্লগ বা ব্লগার পোস্ট কপি বন্ধ করার জন্য অনেক ধরণের  কোডিং করা যায়। তবে আমরা পোস্ট কপি বন্ধ করার জন্য সবচেয়ে সহজ উপায় অবলম্বন করবো। এজন্য শুধুমাত্র একটি জাভা কোড আপনার ব্লগারে যুক্ত করতে হবে।

ব্লগার পোস্ট কপি বন্ধ করার উপায়

  • লগ-ইন টু ব্লগার
  • সিলেক্ট ব্লগার লে-আউট
  • Add a New gadget >>HTML/Java Script করুন
  • নিচের কোডটি কপি করে পেস্ট করুন এবং সেভ করুন ।

এবার আপনার ব্লগারে গিয়ে নিজেই চেষ্টা করে দেখুন কপি করতে পারেন কি না ।

<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script>
<script type='text/javascript'>
if (typeof document.onselectstart!="undefined" ) {
document.onselectstart=new Function ("return false" );
} else {
document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" );
}
</script>
view the code
শেষকথা:

ঘন্টার পর ঘন্টা রিসার্চ করার পর ২/৩ ঘন্টা সময় দিয়ে একটা পোস্ট লেখার পর যদি কেউ না জানিয়ে, নিজের নামে লেখা চালিয়ে দেয়, এমন কিছু কোন লেখকই দেখতে চাইবেন না। কিন্তু নিজের লেখা নিজেকেই কপি থেকে মুক্ত রাখতে হবে। আশা করি, প্রতিটি ব্লগার তার লেখা কপি করা থেকে মুক্ত রাখতে পারবেন।

4 thoughts on “ব্লগ পোস্ট কপি (blog post copy) বন্ধ করার সহজ উপায়”

  1. এই পোষ্টের কপি মুক্ত করার সহজ উপায়টি অনেক উপকারী বলে মনে হয়েছে। ধন্যবাদ

    1. আপনার সাথে আমিও একমত। তবে রাইট ক্লিক বন্ধ করলে অনেকের কাছ থেকে সেফ থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top