উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম (+নমুনা পত্র)

উপবৃত্তির জন্য আবেদন পত্র

স্কুল, কলেজ কিংবা মাদরাসা, বিশ্ববিদ্যালয় এবং অনেক অফিসিয়াল কাজেই আমাদের দরখাস্ত লেখার নিয়ম জানার প্রয়োজন হয়। অভিযোগ দরখাস্ত, প্রত্যয়ন পত্রের পাশাপাশি আমাদের বিভিন্ন আর্থিক সমস্যায় উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানার প্রয়োজন হয়। তবে নিয়মে ভুল হলে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবণা কমে যাবে। তাই, কিভাবে উপবৃত্তির জন্য আবেদন পত্র লিখতে হয়, তার নিয়ম জেনে নেওয়া দরকার।

আপনি কি স্কুল কলেজে উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান? তাহলে দেখে নিন কিভাবে আর্থিক সহায়তার জন্য দরখাস্ত লিখতে হয়।

স্কুল / কলেজে উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ……../……/…………….

বরাবর,

প্রধান শিক্ষক,

…………… (স্কুলের নাম),

…………… (স্কুলের ঠিকানা)।

বিষয়: উপবৃত্তির জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ ক ( ছাত্র/ছাত্রীর নাম), আপনার বিদ্যালয়ের …………………. শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী।বর্তমানে আমরা তিন ভাই ও এক বোন বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। আমার বাবা একজন …………… (বাবা কি করেন, বা উপার্জনক্ষম ব্যাক্তি সম্পর্কে ধারণা দিতে হবে)।…………………………………(কি কারনে আপনার উপবৃত্তি প্রয়োজন, তা উল্লেখ করতে হবে)।

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে স্কুল থেকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক

নাম: …………….

শ্রেণী: ……………

রোল নং: ……………

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নমুনা পত্র

তারিখ: ১২/০২/২০২১

বরাবর,

প্রধান শিক্ষক,

পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল।

শেরপুর, বগুড়া।

বিষয়: উপবৃত্তির জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ আজিজুর রহমান, আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র।বর্তমানে আমরা তিন ভাই ও এক বোন বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। আমার বাবা একজন প্রান্তিক গরীব কৃষক। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে বয়স বৃদ্ধিজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত থাকায় পরিবারের আর্থিক অবস্থার বেশ অবনতি হয়েছে। তাছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের চার ভাইবোনের লেখাপড়ার খরচ চালিয়ে নেওয়া আমার বাবার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।

আরো পড়ুন:  চারিত্রিক সনদপত্র | লেখার নিয়ম + pdf ফাইল

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে স্কুল থেকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।

বিনীত নিবেদক

মোঃ আজিজুর রহমান

শ্রেণী: অষ্টম

রোল নং: ০২

আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ১২/০২/২০২১

বরাবর,

অধ্যক্ষ,

পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।

শেরপুর, বগুড়া।

বিষয়: পড়াশোনার জন্য আর্থিক সহায়তার আবেদন।

জনাব,

আমি আপনার কলেজের বিজ্ঞান বিভাগের ………………….শ্রেণীর একজন ছাত্র। আমি এবছর মাধ্যমিক পরীক্ষায় ……………………..পেয়ে পাশ করেছি। ভবিষ্যতে ……………………………… ইচ্ছা। ………………………………………………………………………(সাহায্য কেন প্রয়োজন, তা বর্ণনা করুন)।

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে স্কুল থেকে আর্থিক সাহায্য প্রদান করে আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিয়ে চির কৃতজ্ঞতায় বাধিত করিবেন।

বিনীত নিবেদক

মোঃ আজিজুর রহমান

শ্রেণী: একাদশ

রোল নং: ১০২

আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র লেখার নমুনা

তারিখ: ১২/০২/২০২১

বরাবর,

অধ্যক্ষ,

পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।

শেরপুর, বগুড়া।

বিষয়: পড়াশোনার জন্য আর্থিক সহায়তার আবেদন

জনাব,

আমি আপনার কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি এবছর মাধ্যমিক পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস পেয়ে পাশ করেছি। ভবিষ্যতে আমার একজন ডাক্তার হওয়ার ইচ্ছা। সেই প্রচেষ্টায় আমি আপনার কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু, বিজ্ঞান বিভাগের বই কিনতে যেয়ে আমি আর্থিক সমস্যায় পড়েছি। আমার বিজ্ঞান বই ক্রয় করার জন্য মোটামুটি ৩০০০ টাকা প্রয়োজন।

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে স্কুল থেকে আর্থিক সাহায্য প্রদান করে আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিয়ে চির কৃতজ্ঞতায় বাধিত করিবেন।

বিনীত নিবেদক

মোঃ আজিজুর রহমান

শ্রেণী: একাদশ

রোল নং: ১০২

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে শেষ কথা:

আরো পড়ুন:  প্রতিবেদন লেখার নিয়ম, নমুনা ও কৌশল

আশা করি, উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম ও নমুনাগুলো দেখার পর শিক্ষা বৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে আপনার আর কোন সমস্যা হবে না। যারা ইংরেজি মাধ্যমে পড়ছেন তারাও আমাদের দেওয়া নমুনা পত্রগুলো scholarship application sample হিসেবে ব্যবহার করতে পারেন কেননা, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই এখন একই ফরম্যাটে দরখাস্ত লিখতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top