দশ দিকের নাম বলতে পারে এমন মানুষ খুবই কম পাওয়া যায়, কম্পাসের যুগে দিক চেনার উপায় জানা লোক তো আরও কম। আমরা সাধারণত চার দিক সম্পর্কে জানি এবং সহজেই এই চারটি দিক নির্ণয় করতে পারি।
কিন্তু দিক প্রকৃতপক্ষে দশটি, বাকি ছয়টি দিক সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই দশ দিক নির্ণয় করতে হয় বিশেষ করে যারা এডভেঞ্চার পছন্দ করেন, ছুটির দিন উপভোগ করতে চলে যান বন-জঙ্গলে। তাই, আমাদের আজকের আলোচনায় থাকছে দশ দিকের নাম এবং দিক চেনার সহজ উপায়।
দশ দিকের নাম | 10 Direction Name
দশ দিকের নাম :
- পূর্ব ( East )
- পশ্চিম ( West )
- উত্তর ( North )
- দক্ষিণ ( South )
- ঈশান ( North-east )
- বায়ু ( North-West )
- অগ্নি ( South-East )
- নৈঋৎ ( South-West )
- উর্দ্ধ ( Up ) ও
- অধ: ( Down )
দশ দিক চেনার উপায় | Dik Nirnoy
দশ দিক নির্ণয় করার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি দিক চিহ্নিত করতে হবে। বাকিসব আপনা আপনিই চলে আসবে। নিচের দশ দিকের নাম ও ছবি লক্ষ্য করুন:
- যদি আপনি “পূর্ব” দিক ঠিক করেন তবে পূর্ব দিকে মুখ করে তাকালে হাতের বাম দিক “উত্তর” দিক আর ঠিক বিপরীত দিক হলো “পশ্চিম”।
- এবার উত্তর দিকের ঠিক বিপরীত দিক “দক্ষিণ”। আর উত্তর-পূর্ব দিকটি হচ্ছে “ঈশান” আর ঠিক বিপরীত দিক হচ্চে “নৈঋত”।
- একইভাবে দক্ষিণ-পূর্ব দিক হলো “অগ্নি” এবং এর ঠিক বিপরীত দিক “বায়ু”।
- সবশেষে আপনি উপরে তাকালে “উর্দ্ধ” এবং নিচের দিক “অধ:”।
- এখন আপনি যদি উত্তর দিকে মুখ করে দাঁড়ান তবে হাতের ডান দিক হবে পূর্ব। আর বাকি দিকগুলো আপনা আপনিই চলে আসবে।
আশা করি, দশ দিকের নাম ও দিক নির্ণয় করতে আর কোনো সমস্য রইলো না। আপনি যদি এই কৌশলের চেয়ে সহজভাবে দিক নির্ণয় করতে পারেন, তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
Thank you so much for the this information.