পুরাতন কম্পিউটার বা ল্যাপটপ ক্রয়-বিক্রয় করার সময় মূল্য অনেকটা নির্ভর করে কতদিন ব্যবহার করা হয়েছে তার উপর। মোবাইলের IMEI নাম্বার ব্যবহার করে আমরা সহজেই মোবাইল স্টার্টিং ডেটসহ সবধরণের তথ্য পেয়ে যাই। কিন্তু আমরা অনেকেই জানিনা, কিভাবে ল্যাপটপ স্টার্টিং/অন করার ডেট বের করা যায় ( How to find laptop first starting date in bangla )। না জানার কারনে অনেকসময় আমরা পুরাতন ল্যাপটপ, কম্পিউটার ক্রয় করে ক্ষতির সম্মুখীন হই। সুতরাং, ল্যাপটপটি কবে প্রথম অন বা স্টার্ট করা হয়েছিল, তা জানা থাকা দরকার। পদ্ধতিটি উইন্ডোজ সেভেন থেকে সকল সংস্করণেই কাজ করবে।
ল্যাপটপ প্রথম অন বা স্টার্টিং ডেট বের করার উপায় (STEP by STEP)
STEP-1: আপনার কম্পিউটারের উইন্ডোজ আইকনে ক্লিক করুন এবং সার্চ অপশন খুঁজে বের করুন।
STEP-2: সার্চ অপশনে sys লিখে সার্চ করুন এবং System information খুঁজে ক্লিক করুন।
STEP-3: System information এ প্রবেশ করুন।
STEP-4: ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন এখানে। এখানে BIOS Version খুঁজে পেলেই আপনার ল্যাপটপ প্রথম কবে স্টার্ট করা হয়েছিল দেখতে পারবেন।
কম বাজেটের মধ্যে উন্নত ডিজাইন এবং ভাল মানের ল্যাপটপ নিতে চাইলে পুরাতন ল্যাপটপ ক্রয় করাই সবচেয়ে ভাল বিকল্প। তবে অবশ্যই দেখে নিবেন, যেন ২ বছরের বেশি পুরাতন না হয়। একটি ভাল মানের ল্যাপটপ গড়ে ৬-৭ বছর কোন সমস্যা ছাড়াই সেবা দিয়ে থাকে।
তাই আপনি যদি ৫ বছরের পুরাতন ল্যাপটপ কিনে ফেলেন, তবে ১ বছরের আগেই হয়তো কম্পিউার সার্ভিস সেন্টারে যাতায়াত করতে হবে। পুরাতন পিসি বা ল্যাপটপ কেনার আগে অবশ্যই ল্যাপটপটি কবে প্রথম অন/স্টার্ট করা হয়েছিল ( laptop first startng date ) তা জেনে নিবেন।