অনলাইনে মামলা দেখার নিয়ম ২০২৩

অনলাইনে মামলা দেখার নিয়ম জানতে চান? বিভিন্ন কারণেই আমরা মামলা মোকদ্দমার ঝামেলা পড়ে যাই। যার কারণে, মামলার পরিস্থিতি দেখতে আমাদের বারবার আদালত প্রাঙ্গনে ছোটাছুটি করতে হয়। এসব থেকে রেহাই পেতে অনেকেই গুগলে সার্চ করে থাকেন কিভাবে অনলাইনে মামলা দেখা যায় সে সম্পর্কে। 

তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশ পশ্চিমাদের মতো অগ্রসর না হলেও যতটা এগিয়েছে তাতে “অনলাইনে মামলা দেখা” এই সংক্রান্ত অনুসন্ধানে গুগল আপনাকে খালি হাতে ফেরাবে না। ঠিক ঠিক দেখিয়ে দেবে আমাদের এই প্রবন্ধটি যেখানে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো অনলাইনে মামলা দেখার নিয়ম সম্পর্কে।

 

আপনি যদি কোন ধরনের ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন তাহলে দু’মিনিট সময় ব্যয় করে জেনে নিন অনলাইনে মামলা দেখার নিয়ম সমূহ। তো চলুন চলে যাই আজকের মূল আলোচনায়।

অনলাইনে মামলা দেখার নিয়ম

অনলাইনে মামলা দেখার জন্য দুইটি পদ্ধতি রয়েছে:

  • ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা দেখা। 
  • অ্যাপ ব্যবহার করে অনলাইনে মামলা দেখা।

 

আমরা অনলাইনে মামলা দেখার দুইটি পদ্ধতি সম্পর্কেই আপনাদের বিস্তারিত জানিয়ে দিবো আজকের লেখাটির মাধ্যমে। 

প্রথমেই জানবো কিভাবে ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে মামলা দেখা যায় তার নিয়ম সম্পর্কে। 

ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে মামলা দেখার নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা দেখার জন্য প্রথমেই জুডিসারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

অনলাইনে মামলা দেখার নিয়ম
অনলাইনে মামলা দেখার নিয়ম

তারপর প্রথমে বিভাগ, জেলা এবং সর্বশেষ আপনি যে আদালতে মামলা করেছেন সে আদালত নির্বাচন করতে হবে। সাথে মামলার নম্বরটিও নির্দিষ্ট ঘরে পূরণ করুন। 

আরো পড়ুন:  অনলাইনে উপবৃত্তির আবেদন করার নিয়ম ২০২৩

তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার মামলার বর্তমান অবস্থা। 

আপনাদের সুবিধার জন্য নিয়ম গুলো ধাপে ধাপে বর্ণনা করছি। 

 

অনলাইনে মামলা দেখার জন্য স্টেপগুলো অনুসরণ করুন:

  • আপনার ফোন বা কম্পিউটার দিয়ে যেকোনো ব্রাউজারে ঢুকে প্রথমেই উপরে প্রদত্ত লিংকে ক্লিক করবেন।
  • তারপর, আপনার সামনে একটি পেইজ প্রদর্শিত হবে।
  • এখানে আপনি আপনার বিভাগ, জেলা এবং যেই আদালতে যাতায়াত করছেন সেই আদালতের নাম এন্ট্রি করবেন। 
  • মামলার নম্বর এন্ট্রি করুন। 

 

তারপরই আপনার মামলার হালনাগাদ তথ্য স্ক্রিনে দেখতে পারবেন। এখানে আপনি মামলা সংক্রান্ত সব তথ্যই পেয়ে যাবেন যেমন: মামলার তারিখ, আদেশ, পরবর্তী তারিখ ইত্যাদি। 

মোট কথা, যেসব তথ্য জানার জন্য আগে আদালতে ছোটাছুটি করতে হতো বিচারপ্রার্থীদের, তথ্য প্রযুক্তির অগ্রগতি সে ভোগান্তি অনেকাংশেই কমিয়ে দিয়েছে। 

 

এবার বলবো অনলাইনে মামলা দেখার দ্বিতীয় নিয়ম অর্থাৎ, অ্যাপের মাধ্যমে মামলা দেখার করার পদ্ধতি গুলো নিয়ে।

অ্যাপ ব্যবহার করে মামলা দেখার নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে মামলার গতি-প্রকৃতি দেখা ঝামেলা মনে হলে আপনার জন্য রয়েছে অনলাইন মামলা দেখার আরো একটি উপায়। সেটি হলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে “মাই কোর্ট” নামক অ্যাপটি। তারপর এই অ্যাপে প্রবেশ করলেই আপনি ধাপে ধাপে সবগুলো নিয়ম পেয়ে যাবেন।

 

এই অ্যাপটি হলো প্রথম কোনো অ্যাপ যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের লইয়ারদের কাজের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপটি একাধারে হাইকোর্ট এবং আপিল বিভাগের জন্য কাজ করে থাকে। এটি সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ যা আপনি সহজেই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন। 

  • অ্যাপটি নামানোর জন্য ক্লিক করুন এই লিংকে। 
  • অ্যাপ ইন্সটল হলে ওপেন করুন। 
  • এখানে আপনার মামলার নম্বর এন্ট্রি করতে হবে। 
  • তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করলেই মামলার সকল তথ্য জেনে নিতে পারবেন সহজেই। 
আরো পড়ুন:  আয়কর রিটার্ন দাখিলের নিয়ম

 

তবে আপনি ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে মামলা দেখুন আর অ্যাপেই দেখুন, অনলাইনে মামলা দেখার ক্ষেত্রে প্রথম ও প্রধান শর্ত হলো আপনাকে মামলার ট্র্যাক নম্বর জানতে হবে।

থানার মামলা দেখার নিয়ম

অনলাইনে থানার মামলা দেখার জন্য এখন অবধি কোনো অ্যাপ বা ওয়েবসাইট তৈরী হয়নি। এজন্য থানার কোনো মামলার গতি-প্রকৃতি দেখতে চাইলে আপনাকে সশরীরে থানায় গিয়ে খোঁজ করতে হবে। তবে নিজের মামলা দেখার জন্য যে নিজেকেই যেতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পরিচিত কোনো ব্যক্তিকে পাঠিয়েও জেনে নিতে পারবেন মামলার বর্তমান অবস্থা। 

 

ই কার্য তালিকা দেখার নিয়ম

কোন আদয়ালতে কোন নির্দিষ্ট তারিখে কোন কোন মামলার কাজ পরিচালিত হবে তা বাদি বিবাদির জানার প্রয়োজন না হলেও আদালত সংশ্লিষ্ট লোকদের নিশ্চয়ই দরকার হবে। বর্তমানে অনলাইনে বাংলাদেশের সকল আদালতের যেকোন দিনের কার্য তালিকা দেখে নেওয়া যায়।

 

ই কার্য তালিকা দেখার জন্য: 

১. প্রথমে জুডিসারি ওয়েবসাইট ভিজিটি করুন

অনলাইনে মামলা দেখার নিয়ম
অনলাইনে মামলা দেখার নিয়ম

২. আপনার আদালতের বিভাগ এবং জেলা নির্বাচন করুন

৩. অধস্তন আদালত নির্বাচন করুন

৪. কার্য দিবস (তারিখ) বাছা করে দিন

৫. অনুসন্ধান বাটনে ক্লিক করুন। 

 

নিচের ছবির মতো আপনিও আপনার আদালতের সেই নির্দিষ্ট দিবসের সকল কার্যাবলী দেখতে পারবেন। 

অনলাইনে মামলা দেখার নিয়ম
অনলাইনে মামলা দেখার নিয়ম

মামলা সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর

মামলা সংক্রান্ত সহজ কিছু প্রশ্ন যা অনেকের মনেই জাগতে পারে তেমন কিছু প্রশ্ন বাছাই করে তার উত্তর এখন দিবো। প্রথমেই বলি মামলা লেখা কি তা নিয়ে। 

 

প্রশ্ন: মামলার কপি তোলার জন্য কি করতে হবে?

মামলার কপি তোলার জন্য বাদি-বিবাদি উভয়পক্ষকে তাদের আইনজীবীর মাধ্যমে কপির জন্য আবেদন করতে হবে। 

মামলা দুই ধরনের হয়ে থাকে। প্রথমত, ফৌজদারি মামলা এবং দ্বিতীয়ত, দেওয়ানী মামলা। 

ফৌজদারি মামলার জন্য বাংলাদেশ ৮৮ ফরম ফিলাপ করে মামলার কপির জন্য আবেদন করতে হবে। এবং দেওয়ানি মামলার কপির জন্য ৩৭৪ নং ফরমটি সঠিকভাবে ফিলাপ করে জমা দিতে হবে।

আরো পড়ুন:  আয়কর রিটার্ন দাখিলের নিয়ম

 

প্রশ্ন: জামিননামা কি?

জামিননামা হলো একটি ফরম যেটা কোনো মামলার আসামি জেল থেকে ছাড়া বা অগ্রীম জামিন পাওয়ার সময় পূরণ করে। এই ফরমটিতে জামিনের জন্য যে পরিমাণ অর্থ মুচলেকা হিসেবে গৃহিত হয় তা উল্লেখ থাকে।

অনলাইনে মামলা দেখার সুবিধা | Facilities to view cases online in Bangladesh

অনলাইনে মামলা দেখার অনেক সুবিধা রয়েছে। বাদী এবং বিবাদী উভয় পক্ষকে সময়, অর্থ এবং অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি দিতেই অনলাইনে মামলা দেখার সুযোগ তৈরি করা হয়েছে। 

বর্তমান অনলাইন প্রযুক্তির সাহায্যে আপনি ঘরে বসে অনলাইনে মামলার বর্তমান অবস্থা, পরবর্তী নির্দেশাবলী সহ প্রয়োজনীয় আপডেট দেখতে পারবেন। 

এছাড়া, বর্তমানে অনলাইনে জিডি করা থেকে শুরু করে তার আপডেটও জানা যায়। 

অনলাইনে মামলা দেখার প্রধান কিছু সুবিধা হলো:

  • মামলার তথ্য নিতে দূর দূরান্ত থেকে আদালতে যেতে হবে না। 
  • যাতায়াত এবং আদালত প্রাঙ্গণে গিয়ে লাইন দিয়ে তথ্য দেখার সময় বাঁচবে 
  • অনলাইনে মামলার তথ্য জানার পর পরবর্তী তারিখের আগেই নিজের করণীয় ঠিক করতে পারবেন। 
  • দালাল এর খপ্পর থেকে বাঁচবেন, অর্থ সাশ্রয় হবে। 
  • সকল প্রকার হয়রানি থেকে রেহাই পাবেন। 
  • যে কোন সময়, যেকোন জায়গা থেকে মোবাইল অথবা অন্য কোন ডিভাইস দিয়ে মামলার আপডেট জানতে পারবেন। 
  • জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপরিউক্ত ওয়েবসাইট ও “মাইকোর্ট” মোবাইল অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা মামলার সর্বশেষ আপডেট   জানতে পারবেন।

অনলাইনে মামলা দেখার নিয়ম নিয়ে শেষ কথা

এতক্ষণ আমাদের লেখাটি মন দিয়ে পড়লে নিশ্চয়ই কিভাবে অনলাইনে মামলা দেখার নিয়ম জেনে গিয়েছেন। এছাড়া আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য কোন নির্দিষ্ট কার্য দিবসে আদালতের সকল কার্যাবলী কানার উপায়ও জানিয়েছি।  

অনলাইনে মামলা দেখার জন্য উপরের লিংক গুলোতে প্রবেশ করে তারপর ধাপগুলো পরপর অনুসরণ করলেই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। 

কিভাবে অনলাইনে মামলা দেখা যায় এবং মামলা সংক্রান্ত যেকোন প্রশ্ন সম্পর্কে জানতে কমেন্ট করে জানিয়ে দিন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top