কোন ইংলিশ টু বাংলা ডিকশনারি ডাউনলোড করলে আপনার জন্য ভালো হবে কিংবা সেরা বাংলা ডিকশনারি কোনটা সেটা জানতে আপনি নিশ্চয়ই প্রতিটি বাংলা ডিকশনারি অ্যাপ ডাউনলোড করে চেক করতে চাইবেন না!
যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা ইংরেজি না তাই, ইংরেজি সব শব্দ বুঝে উঠতে পারি না। আর সবসময় অভিধান বা ডিকশিনারি (Dictionary) আমাদের হাতের নাগালেও থাকে না, তাই আমাদের সবার মোবাইলে বাংলা ডিকশনারি অ্যাপ ডাউনলোড করে রাখা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার অ্যাপ হিসেবে ডিকশনারি থাকা আবশ্যক।
গুগোল প্লে স্টোরে গেলে অনেক ধরনের ডিকশিনারির দেখা মিলবে। কিন্তু কোন ডিকশনারি অ্যাপ আপনার জন্য ভালো তা বাছাই করে উঠা বেশ ককষ্টসাধ্য একটি বিষয়। বাংলা ডিকশনারি ডাউনলোড করার আগে বাছাই করতে যেন আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আপনারা যেন খুব সহজেই আপনার প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ ডিকশনারি খুঁজে পেতে পারেন, সেই উদ্দেশ্যেই আমাদের আজকের আয়োজন সেরা ৫টি ইংলিশ টু বাংলা ডিকশনারি অ্যাপ নিয়ে।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
ইংলিশ টু বাংলা ডিকশনারি ডাউনলোড | Best 5 Bangla Dictionary Download
সেরা ৫টি বাংলা ডিকশনারি অ্যাপ তালিকা:
- Bangla Dictionary
- English to Bangla Dictionary
- Google Translate
- Bangla Dictionary Multifunctional
- Bangla Dictionary++
1. Bangla Dictionary | সেরা অ্যান্ড্রয়েড বাংলা ডিকশনারি অ্যাপ
একনজরে বাংলা ডিকশনারি অ্যাপ:
- ডাউনলোড সাইজ – ২৬.৫৯ MB
- সফটওয়্যার – Innnovative Software
- রিলিজ হয়েছে – ১২ জানুয়ারি, ২০১৩
- রেটিং- ৪.৪
- রিভিউ – ১ লাখ ৫০ হাজার
ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার জন্য এই ডিকশনারি অ্যাপটি বহুল ব্যবহৃত। এই অ্যাপ গুগোল প্লে-স্টোর থেকে এখন পর্যন্ত ১০,০০০,০০০ এর অধিক বার ডাউনলোড করা হয়েছে।
বাংলা ডিকশনারি অ্যাপে কোন ইন্টারনেট সংযোগ ছাড়াই বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন। শব্দের উচ্চারণ (Pronunciation), ভয়েস দিয়ে সার্চ করার (Voice search) সুবিধাও এই Bangla Dictionary App এ রয়েছে।
অ্যাপটিতে শব্দের প্রতিশব্দ (Synonym), বিপরীত শব্দ (Antonym) জানার পাশাপাশি নতুন নতুন শব্দ শিখতে শব্দ নিয়ে খেলা করারও সুবিধা রয়েছে।
কেন এই অ্যাপ ব্যবহার করবেন?
- এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ জরুরি নয়।
- ইংলিশ টু বাংলা অর্থের পাশাপাশি বাংলা টু ইংলিশ অর্থ জানার ও সুযোগ রয়েছে।
- শব্দের অর্থের পাশাপাশি তার Definition Antonym (প্রতিশব্দ), Synonym (সমার্থক শব্দ) জানা যায় ।
- শব্দের সঠিক উচ্চারণ জানা যায়।
- অন্য যে কোন এপ থেকে শেয়ারিং ফিচার ব্যবহার করে শব্দের অর্থ জানা যায়।
- ভয়েস সার্চ করেও শব্দের অনুবাদ খোঁজার সুযোগ আছে অ্যাপতে।
- এই এপে রয়েছে কিছু মজার গেম, এসব গেমের মাধ্যমে আপনি আপনার ভাষা দক্ষতা বাড়াতে পারবেন।
2. English to Bangla Dictionary
- ডাউনলোড সাইজ -৩০.৮৯ MB
- সফটওয়্যার – Skapps Bangladesh
- রিলিজ হয়েছে – ২৪ মে, ২০১৬
- রেটিং – ৪.৪
- রিভিউ – ৩০ হাজার
English to Bangla Dictionary app আরেকটি জনপ্রিয় বাংলা ডিকশনারি অ্যাপ। অ্যাপটি দুই লক্ষেরও বেশি শব্দের অনুবাদ রয়েছে। English to Bangla Dictionary app টি এখন পর্যন্ত ১লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে।
ইংলিশ টু বাংলা ডিকশনারি অ্যাপ এর ফিচারস:
- ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার পাশাপাশি সমার্থক শব্দ জানা যায় এবং উক্ত শব্দ বাক্যে প্রয়োগের উদাহরণ জানা যায়।
- এই অ্যাপে একটি শব্দের দুই/তিনটি অক্ষর টাইপ করলে একই ধরনের কয়েকটি শব্দ সাজেশনে আসবে, এতে করে আপনার প্রয়োজনীয় শব্দটি খুব সহজেই খুঁজে পাবেন।
- শব্দের উৎপত্তিস্থল জানতে পারবেন।
- শব্দের সঠিক উচ্চারণ জানতে পারবেন।
- ভয়েস সার্চের মাধ্যমে শব্দের অর্থ জানার সুযোগ রয়েছে।
- শুধুমাত্র অর্থই নয়, বিভিন্ন গ্রামারটিক্যাল টপিক ও পাবেন এই অ্যাপে।
- এই ডিশনারি অ্যাপ বিভিন্ন গ্রামার টিপস পাবেন।
- অ্যাপটিতে স্লাইডশো এর ব্যবস্থা রয়েছে।
- ওয়ার্ড অফ দ্যা ডে (Word of the day) নামে একটি বিশেষ ফিচার রয়েছে অ্যাপতে।
- এনসাইক্লোপিডিয়া, বাগধারা, প্রবাদ সহ আরো কিছু বিশেষ ফিচার রয়েছে।
3. Google Translate
- ডাউনলোড সাইজ -২৫.৫৫ MB
- সফটওয়্যার – Goggle LLC
- রেটিং: ৪.৪
- রিভিউ – ৮ মিলিয়ন
এখন শব্দের অর্থ জানার জন্য প্রায়শই গুগোল ট্রান্সলেট ব্যবহার করা হয়। গুগল ট্রান্সলেটে সর্বমোট ১০৮ টি ভাষার শব্দের অনুবাদ রয়েছে। এখানে ৫৯ টি ভাষায় অনুবাদ রয়েছে যা অফলাইনেও পাওয়া যায়। গুগল ট্রান্সলেটের অ্যাপ ভার্সন এবং ওয়েব ভার্সন দুটোই রয়েছে।
গুগল ট্রান্সলেট ফিচারস:
- শব্দ বা বাক্য উভয়েরই তাৎক্ষণিক ট্রান্সলেশন করা সম্ভব।
- ১০৮ টি ভাষার অনুবাদ করা সম্ভব।
- ৫৯ টি ভাষার ক্ষেত্রে এই অ্যাপ অফলাইনেও ব্যবহার করা যায়।
- ক্যামেরার মাধ্যমে যেকোন শব্দের অনুবাদ জানা যায়। (৯৪ টি ভাষা)
- ইমেজ থেকে শব্দের অনুবাদ বের করা যায়।
- শুধু বাংলা ইংরেজিই নয়, এর পাশাপাশি অন্যান্য ভাষার অর্থ ও জানতে পারবেন।
- স্টার মার্কের মাধ্যমে ট্রান্সলেট করা শব্দগুলো পরবর্তীতে ব্যবহারের জন্য সেভ করতে পারবেন।
4. Bangla Dictionary Multifunctional
- ডাউনলোড সাইজ -৬.৪১ MB
- সফটওয়্যার – Shihab Uddin
- রিলিজ হয়েছে – ১৬ জুলাই,২০১৫
- রেটিং – ৪.৪
- রিভিউ – ৮ মিলিয়ন
Bangla Dictionary Multifunctional নামক অ্যাপটি সম্পূর্ণ অফলাইন ডিকশনারি। এটি ৫ লক্ষেরও অধিকবার ডাউনলোড করা হয়েছে।
Bangla Dictionary Multifunctional অ্যাপ ফিচারস:
- সম্পূর্ণ অফলাইনে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
- শব্দের অর্থের পাশাপাশি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ জানতে পারবেন।
- শব্দের সংজ্ঞা এবং বাক্যে শব্দটি ব্যবহারের ধারনা পাবেন।
- এই অ্যাপে রয়েছে ২৪ টি লেভেল সমৃদ্ধ কুইজ গেম যা আপনার ভাষা দক্ষতাকে আরো বাড়িয়ে তুলবে।
- ইংরেজি গ্রামার শেখার বিশেষ সুযোগ রয়েছে।
- হোম স্ক্রিন, এপ ডিসপ্লে সহ আরো কিছু ফিচার কাস্টমাইজ (Customize) করে নিতে পারবেন।
- ব্যাকআপ (Back up) ও রিস্টোর (Restore) করে রাখতে পারবেন।
- চাইলে আপনি এই অ্যাপ লাইভ ওয়েলপেপার হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনার ফোনে যদি লাইভ ওয়ালপেপার সাপোর্ট করে, তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এতে করে অ্যাপ ওপেন না করেই নতুন নতুন শব্দের অর্থ জানতে পারবেন।
5. Bangla Dictionary ++
- ডাউনলোড সাইজ – ১০৯ MB
- সফটওয়্যার ডেভেলপার- Md Mahmud Ahsan
- রেটিং – ৪.৬
- রিভিউ – ৬ হাজার
আইফোন ব্যবহারকারীদের জন্য বাংলাদেশী অ্যাপের স্বল্পতা একটি বড় সমস্যা। কিছুকাল আগেও ভালো কোন বাংলা ডিকশনারী ছিল না। তবে এখন আইফোনের জন্য সেরা বাংলা ডিকশনারী হলো Bangla Dictionary ++ অ্যাপ। Bangla Dictionary ++ অ্যাপে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলায় শব্দার্থ জানা যায়।
Bangla Dictionary ++ অ্যাপ অ্যাপ ফিচারস:
- ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি শব্দার্থ জানার ডিকশনারি
- বাংলা থেকে ইংরেজি শব্দ এবং phrase অনুবাদক
- অফলাইনে ৩ লাখ ৫০ হাজার এর বেশি শব্দ সার্চ করার সুবিধা
- অফলাইনে উচ্চারণ এবং যেকোনো বাক্য অনুবাদ করা যায়
- ক্যামেরা দিয়ে কোন ছবির শব্দ বা বাক্য স্ক্যান করে অর্থ জানতে পারবেন
- সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ জানতে পারবেন
- একাধিক গেম ইংরেজি এবং বাংলা শব্দ ভান্ডার উন্নত করতে সাহায্য করবে
- অফলাইন উচ্চারণ সঠিকভাবে শব্দ শিখতে সাহায্য করে।
বাংলা ডিকশনারি ডাউনলোড নিয়ে শেষ কথা
উপরোক্ত সবগুলো ইংলিশ টু বাংলা ডিকশনারি অ্যাপ-ই ভালো এবং মানসম্মত। একেকটি বাংলা ডিকশনারি অ্যাপে একেক ধরনের ফিচার রয়েছে। তাই, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি Bangla Dictionary অ্যাপ বেছে নিতে পারেন।
আশা করি, কোন বাংলা ডিকশনারি ডাউনলোড করলে আপনার সুবিধা হবে, তা আর্টিকেলটি পড়ার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন।
তবে আমার মতে, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য Bangla Dictionary এবং আইফোনের জন্য Bangla Dictionary++ অ্যাপ ডাউনলোড করলে সবচেয়ে ভালো সার্ভিস পাবেন বলে আশা করি।