আপনার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করার আগে অবশ্যই পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ সালে তা জেনে নিতে হবে। পাসপোর্ট রিনিউ ফি কত টাকা হবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। দেশে ও দেশের বাইরে, পাসপোর্ট পেজ নাম্বার, এবং পাসপোর্ট ডেলিভারি টাইমের উপর নির্ভর করে পাসপোর্ট রিনিউ ফি কম-বেশি হয়। তবে, স্বর্বনিম্ন ই পাসপোর্ট ফি ৪০২৫ টাকা এবং সর্বোচ্চ ই পাসপোর্ট ফি ১৩৮০০ টাকা।
অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করার পর বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে যাওয়ার আগে পাসপোর্ট রিনিউ ফি জমা দিয়ে ব্যাংক রশীদ অন্যান্য পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে এটাচ করে নিয়ে যেতে হবে। তাহলে চলুন, দেশ ও দেশের বাইরে পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ সেসম্পর্কে জেনে নেওয়া যাক।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ | Passport Renew Fee in 2023 in Bangladesh
বাংলাদেশে পাসপোর্ট রিনিউ ফি কত তা পেজ সংখ্যার পাশাপাশি ডেলিভারি ধরনের উপর নির্ভর করে। তিন ধরনের ডেলিভারি রয়েছে, যথা:
১। নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ থেকে ১৫ কার্যদিবস/২১ দিনের মধ্যে।
২। এক্সপ্রেস ডেলিভারি: বায়োমেট্রিক এনরোলমেন্ট এর পর থেকে জরুরী ভিত্তিতে পাসপোর্ট ডেলিভারি পেতে ৭ কর্ম দিবস/১০ দিন সময় লাগবে।
৩। সুপার এক্সপ্রেস ডেলিভারি: অতি জরুরী পাসপোর্ট রিনিউ আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্ট এর পর থেকে 2 কার্যদিবস সময় লাগে।
বাংলাদেশে পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ | E-Passport Renew Fee in Bangladesh
৪৮ পেজ ৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: ৪,০২৫ টাকা
- জরুরী ডেলিভারি: ৬,৩২৫ টাকা
- অতি জরুরী ডেলিভারি: ৮,৬২৫ টাকা
৪৮ পেজ ১০ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: ৫,৭৫০ টাকা
- জরুরী ডেলিভারি: ৮,০৫০ টাকা
- অতি জরুরী ডেলিভারি: ১০,৩৫০ টাকা
৬৪ পেজ ৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: ৬,৩২৫ টাকা
- জরুরী ডেলিভারি: ৮,৬২৫ টাকা
- অতি জরুরী ডেলিভারি: ১২,০৭৫ টাকা
৬৪ পেজ ১০ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: ৮,০৫০ টাকা
- জরুরী ডেলিভারি: ১০,৩৫০ টাকা
- অতি জরুরী ডেলিভারি: ১৩,৮০০ টাকা
৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
ডেলিভারি | ৫ বছর মেয়াদি ৪৮ পাতা পাসপোর্ট রিনিউ ফি | ৫ বছর মেয়াদি ৬৪ পাতা পাসপোর্ট রিনিউ ফি |
রেগুলার | 4,025 টাকা | 6,325 টাকা |
এক্সপ্রেস/জরুরী | 6,325 টাকা | 8,625 টাকা |
সুপার এক্সপ্রেস | 8,625 টাকা | 12,075 টাকা |
১০ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
ডেলিভারি | ১০ বছর মেয়াদি ৪৮ পাতা পাসপোর্ট রিনিউ ফি | ১০ বছর মেয়াদি ৬৪ পাতা পাসপোর্ট রিনিউ ফি |
রেগুলার | 5,750 টাকা | 8,050 টাকা |
এক্সপ্রেস/জরুরী | 8,050 টাকা | 10,350 টাকা |
সুপার এক্সপ্রেস | 10,350 টাকা | 13,800 টাকা |
বিদেশে পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ | Passport Renew Fee in Bangladesh Embassy
১। ৪৮ পেজ এবং ৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: 100 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 150 ডলার
২। ৪৮ পেজ এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: 125 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 175 ডলার
৩। ৬৪ পেজ এবং ৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: 150 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 200 ডলার
৪। ৬৪ পেজ এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩
- রেগুলার ডেলিভারি: 175 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 225 ডলার
বিদেশে শ্রমিক ও ছাত্রদের জন্য পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?
১। ৪৮ পেজ এবং ৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি
- নিয়মিত ডেলিভারি: 30 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 45 ডলার
২। ৪৮ পেজ এবং ১০ বছরের মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি
- নিয়মিত ডেলিভারি: 50 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 75 ডলার
৩। ৬৪ পেজ এবং ৫ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি
- নিয়মিত ডেলিভারি: 150 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 200 ডলার
৪। ৬৪ পেজ এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ ফি
- নিয়মিত ডেলিভারি: 175 ডলার
- এক্সপ্রেস ডেলিভারি: 225 ডলার
পাসপোর্ট আবেদন ফি যত টাকা লেগেছিল, বর্তমানে পাসপোর্ট রিনিউ করার খরচ একই পরিমাণ হবে। পাসপোর্ট রিনিউ ফি এর সাথে ১৫% ভ্যাট দিতে হয়। এখানে পাসপোর্ট রিনিউ করার খরচ এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং, পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ সালে তা উপরে উল্লেখিত পরিমাণের বেশি নয়।
বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করার পর সফলভাবে পুলিশ ভেরিফিকেশন করার প্রক্রিয়া এবং আপনার পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা দেখে নিন।
অনেক সুন্দর এবং প্রয়োজনীয় তথ্য পাবলিশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি এই ব্লগে নিয়মিত ভিজিট করে অনুপ্রাণিত হওয়ার পর একটি ডোমেইন নাম নিয়ে (shobartech.com) ওয়েবসাইট শুরু করি।
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভাল অবস্থানে আছি।
সকলে আমার জন্য দোয়া করবেন ।