পাঠানো জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ডিলিট এবং জিমেইল কপি, ফরওয়ার্ড বন্ধ করার উপায়

জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ডিলিট

কপি! আজকের ইন্টারনেট ‍দুনিয়ায় তথ্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক একইভাবে বাড়ছে তথ্যচুরি। তথ্য আদান-প্রদানের সবচেয়ে প্রচলিত এবং দ্রুত মাধ্যম ইমেইল। ই-মেইলের মধ্যে জিমেইল সবচেয়ে বেশি জনপ্রিয়। ব্যক্তিগত কিংবা ব্যবসাগত কাজে মেইল করার জন্য প্রতিনিয়ত আমাদের মেইল করার দরকার হয় । কারণ ফরমাল চিঠির অপর নাম যেন এখন ই-মেইল।

আপনার পার্সোনাল বা গুরুত্বপূর্ণ একটি মেইল যদি কেউ অবৈধভাবে কপি করে বা অন্য কাউকে ফরওয়ার্ড করে তাহলে কিন্তু আপনার তথ্য আর ব্যক্তিগত থাকলো না । কিন্তু জি-মেইল আপনাকে এমন খারাপ অভিজ্ঞতা থেকে রেহাই দেওয়ার জন্য চালু করেছে কনফিডেনসিয়াল মেইল সেবা ।

একনজরে কনফিডেনসিয়াল জি-মেইল

  • রিসিভার মেইল টি কপি করতে পারবে না।
  • রিসিভার মেইল টি ফরওয়ার্ড করতে পারবে না।
  • স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের মেইল থেকে ডিলিট হয়ে যাবে।

প্রথমেই বলেছি সেবাটি শুধুমাত্র জিমেইলে পাওয়া যায়। তবে যেকোন ধরণের মেইলেই কনফিডেনসিয়াল মেইল পাঠানো যায়। চলুন সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জেনে নেই, কিভাবে একটি কনফিডেনসিয়াল মেইল পাঠাতে হবে ( Step by Step )।

Step-1 : জি-মেইলটি ওপেন করুন। নতুন বার্তা পাঠানোর জন্য একটি কম্পোজ এ চাপ দিন। লাল মার্ক করা বাটনে চাপ দিন।

জিমেইল ডিলিট,জিমেইল, মেইল, তথ্য সংরক্ষণ, তথ্য চুরি, চুরি ঠেকানোর উপায়, কপি বন্ধ করার উপায়

Step-2 : কনফিডেনসিয়াল মোড পেজটি ওপেন হবে। এবার কনফিডেনসিয়াল মোড সেটিংসটি আপনার প্রয়োজন মতো সেটিংস ঠিক করুন। আপনি প্রয়োজন মতো টাইম সেট করে দিন।

জিমেইল ডিলিট,জিমেইল, মেইল, তথ্য সংরক্ষণ, তথ্য চুরি, চুরি ঠেকানোর উপায়, কপি বন্ধ করার উপায়
Require Passcode : রিসিভার যদি জিমেইল ব্যবহার করে, তবে তার কোন পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে যদি সে ইমেইল ব্যবহার করে, তবে গুগোল প্রাপক কে একটি মেসেজ পাঠাবে।

No SMS Passcode: এই অপশন সিলেক্ট করলে প্রাপককে মেইলটি ওপেন করার জন্য পাসওয়ার্ড মেইল করা হবে।

SMS Passcode: এই অপশনে গুগোল প্রাপককে তার মোবাইলে পাসওয়ার্ড পাঠাবে মেইলটি ওপেন করার জন্য।
বি.দ্র:  SMS Passcode এ বাংলাদেশ থেকে মেসেজ পাঠাতে পারবেন না।
জিমেইল ডিলিট,জিমেইল, মেইল, তথ্য সংরক্ষণ, তথ্য চুরি, চুরি ঠেকানোর উপায়, কপি বন্ধ করার উপায়
স্বয়ংক্রিয়ভাবে ডিলিট : আপনার সেট করা সময়ের পর মেইলটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের মেইল থেকে ডিলিট হয়ে যাবে।
শেষকথা :
আপনার ব্যক্তিগত তথ্য চুরি হোক এটা নিশ্চয়ই আপনি চান না। চুরি কিংবা অনৈতিক ব্যবহার থেকে নিজের তথ্যকে রক্ষা একমাত্র আপনিই করতে পারেন। তাই আপনার কনফিডেনসিয়াল তথ্যগুলো কনফিডেনসিয়াল মোড ব্যবহার করে মেইল করুন। তথ্য চুরি থেকে সুরক্ষিত থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top