কপি! আজকের ইন্টারনেট দুনিয়ায় তথ্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক একইভাবে বাড়ছে তথ্যচুরি। তথ্য আদান-প্রদানের সবচেয়ে প্রচলিত এবং দ্রুত মাধ্যম ইমেইল। ই-মেইলের মধ্যে জিমেইল সবচেয়ে বেশি জনপ্রিয়। ব্যক্তিগত কিংবা ব্যবসাগত কাজে মেইল করার জন্য প্রতিনিয়ত আমাদের মেইল করার দরকার হয় । কারণ ফরমাল চিঠির অপর নাম যেন এখন ই-মেইল।
আপনার পার্সোনাল বা গুরুত্বপূর্ণ একটি মেইল যদি কেউ অবৈধভাবে কপি করে বা অন্য কাউকে ফরওয়ার্ড করে তাহলে কিন্তু আপনার তথ্য আর ব্যক্তিগত থাকলো না । কিন্তু জি-মেইল আপনাকে এমন খারাপ অভিজ্ঞতা থেকে রেহাই দেওয়ার জন্য চালু করেছে কনফিডেনসিয়াল মেইল সেবা ।
একনজরে কনফিডেনসিয়াল জি-মেইল
- রিসিভার মেইল টি কপি করতে পারবে না।
- রিসিভার মেইল টি ফরওয়ার্ড করতে পারবে না।
- স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের মেইল থেকে ডিলিট হয়ে যাবে।
প্রথমেই বলেছি সেবাটি শুধুমাত্র জিমেইলে পাওয়া যায়। তবে যেকোন ধরণের মেইলেই কনফিডেনসিয়াল মেইল পাঠানো যায়। চলুন সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জেনে নেই, কিভাবে একটি কনফিডেনসিয়াল মেইল পাঠাতে হবে ( Step by Step )।
Step-1 : জি-মেইলটি ওপেন করুন। নতুন বার্তা পাঠানোর জন্য একটি কম্পোজ এ চাপ দিন। লাল মার্ক করা বাটনে চাপ দিন।
Step-2 : কনফিডেনসিয়াল মোড পেজটি ওপেন হবে। এবার কনফিডেনসিয়াল মোড সেটিংসটি আপনার প্রয়োজন মতো সেটিংস ঠিক করুন। আপনি প্রয়োজন মতো টাইম সেট করে দিন।
No SMS Passcode: এই অপশন সিলেক্ট করলে প্রাপককে মেইলটি ওপেন করার জন্য পাসওয়ার্ড মেইল করা হবে।