জরিমানা মওকুফের জন্য আবেদন

জরিমানা মওকুফের জন্য আবেদন

আমাদের জীবনে অনেক ধরনের আবেদন পত্র লিখতে হয়। তবে স্কুল লাইফে আমরা অনেকেই জরিমানার সম্মুখীন হই। অনেকসময় এটার পরিমাণ অনেক বেশিও হয়। তবে প্রধান শিক্ষক বরাবর যথাযথ কারণ দেখিয়ে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখলে জরিমানা মওকুফ পাওয়া যেতে পারে। এজন্য জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানা প্রয়োজন।

শিক্ষা জীবনে ছুটির আবেদন পত্র, উপবৃত্তির আবেদনপত্র, জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র থেকে শুরু করে চাকরির আবেদন পত্র এবং পরর্তীতে আজকের ছাত্ররাই অন্যদের জন্য প্রত্যয়ন পত্র লিখবে।

আমাদের আজকের আলোচনায় কিভাবে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন করবেন, জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র ইংরেজিতে কিভাবে লিখতে হয়, সেসম্পর্কে জেনে নিবো ইনশাআল্লাহ

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ:  ………../………./২০২২

বরাবর

প্রধান শিক্ষক

……………………………… স্কুল ও কলেজ।

বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের…………. শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ……………………………………………….কারণে আমার নামে ………..টাকা জরিমানা হয়েছে। জরিমানা বাবদ ………………টাকা আসে, যা পরিশোধ করা আমার পরিবারের জন্য প্রায় অসম্ভব।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে জরিমানা মওকুফ করার অনুমতি দিতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

মোঃ ক

শ্রেণী: ……………..

রোল: ……………..

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লেখার নমুনা

তারিখ:  ১৮/০৩/২০২২

বরাবর

প্রধান শিক্ষক

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।

বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের ১০ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত ৭ তারিখ স্কুলের বেতন জমা দেওয়ার শেষদিন ছিলো। কিন্তু, আর্থিক অনটনের কারণে আমি এখনো বেতন জমা দিতে পারিনি। আমি এখন বেতন জমা দিতে চাইলেও জরিমানা বাবদ যে টাকা আসে, তা পরিশোধ করা আমার পরিবারের জন্য কষ্টকর।

আরো পড়ুন:  প্রতিবেদন লেখার নিয়ম, নমুনা ও কৌশল

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে জরিমানা মওকুফ করে বেতন পরিশোধ করার অনুমতি দিতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

মোঃ আসিফ ইকবাল

শ্রেণী: নবম

রোল: ০১

জরিমানা মওকুফের আবেদন পত্র – ইংরেজিতে

To: The Principal, (College Name),

Subject: Request for Fee Fine Waiver

Sir,

My name is ……………………………..(student name), and I am a student at your prestigious college in the …………….(Class/department), …………………………………(Year/Semester). My student ID/Roll number is……………. . I’d want to inform you that I was unable to pay my fees for the (first/second/third/fourth/………………….) quarter on time owing to. Sir, according to the pending fees for the quarter, an amount of (Amount) must be paid in addition to the fee for a late submission. This, on the other hand, was not anticipated.

I respectfully beg that you waive my fine because I had a legitimate circumstance to deal with. I hope you will take my plea seriously and consider it.

Yours obediently,
________ (Student Name)

Class:……………….
________ (Registration/Roll number)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top