চাকরির আবেদন পত্র | Job Application Letter in Bangla & English

চাকরির আবেদন পত্র

চাকরির আবেদন পত্র চাকরিদাতার কাছে আপনার প্রথম ইম্প্রেশন তৈরি করে, যা ভাইভায় ডাক পাওয়া না পাওয়ার কারণ হিসেবে কাজ করে। তাই, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সঠিকভাবে জানাও জরুরী।

আপনার সুবিধার্থে এখানে আমরা চাকরির জন্য আবেদন পত্র বাংলা ও ইংরেজিতে কিভাবে লিখতে হয়, তা জানাতে Job Application Letter in Bangla & English নমুনা দেখাবো ইন শা আল্লাহ।

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম | Job Application Letter

সকল প্রকার Job Application Letter বা চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম মোটামুটি একইরকম। অর্থাৎ, ফরম্যাট একই থাকে, কিন্তু ভিতরের বিবরণ কিছুটা পরিবর্তন করতে হয়। তবে তবে সাধারণ দরখাস্ত যেমন: প্রত্যয়নপত্র এর জন্য আবেদন, অভিযোগ পত্র কিংবা প্রতিবেদন লেখার নিয়ম থেকে আলাদা। এখানে শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, সংযুক্তি, ও কোনো কোনো ক্ষেত্রে রেফারেন্স প্রয়োজন হয়, যা অন্যান্য দরখাস্তে প্রয়োজন হয়না।

আমরা এখানে চাকুরির আবেদন পত্র বাংলা ও ইংরেজিতে কিভাবে লিখতে হয়, তার নমুনা দেখবো। পরবর্তীতে আপনার প্রয়োজন অনুসারে লেখার জন্য ডক ফাইল যুক্ত করা হয়েছে, যা ডাউনলোড করে আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন। প্রথমে বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন।

চাকরির আবেদন পত্র বাংলায় | Job Application Letter in Bangla

০৫ জানুয়ারী, ২০২২

বরাবর,

প্রকল্প পরিচালক

অ্যাকশন এইড

হাউজ নং-৮, রোড নং-১৩৬, গুলশান-১, ঢাকা।

বিষয়: প্রকল্প কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন ।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত ১৫-১২-২০২১ তারিখে ‘দৈনিক ইত্তেফক’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম, আপনার অধীবে কিছু সংখ্যক ‘প্রকল্প কর্মকর্তা’ নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি।

০১. নাম (বাংলায়)              : মোঃ আরিফ হোসেন

আরো পড়ুন:  প্রত্যয়ন পত্রের জন্য আবেদন

              (ইংরেজীতে)          : Md. Arif Hossen

০২. পিতার নাম (বাংলায়)   : মোঃ জাফর আলী

                (ইংরেজীতে)        : Md. Jafor Ali

০৩. মাতার নাম (বাংলায়)  : শাহানা আক্তার

                 (ইংরেজীতে)      : Shahana Akter

০৪. বর্তমান ঠিকানা           : ৫১২, মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

০৫. স্থায়ী ঠিকানা               : গ্রাম: গোনতা, ডাকঘর: তালম, উপজেলা: শেরপুর, জেলা: শেরপুর।

০৬. জন্ম তারিখ                : ১২/০৩/১৯৯৬ খ্রি.

০৭. নাগরিকত্ব                    : বাংলাদেশী

০৮. ধর্ম                             : ইসলাম

০৯. জাতীয় পরিচয়পত্র নং-  : ০১২৩৪৫৬৭৮

১০. শিক্ষাগত যোগ্যতা:চাকরির দরখাস্তে শিক্ষাগত যোগ্যতা

১১. কম্পিউটার জ্ঞান   : এম এস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, ইমেইল।

১২. প্রশিক্ষণ                : ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর উপর ডিপ্লোমা ও ব্রান্ড ম্যানেজমেন্ট এ প্রশিক্ষণপ্রাপ্ত।

১৩. অভিজ্ঞতা            : ইউনিসেফের মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য প্রকল্পে সহকারি প্রকল্প কর্মকর্তা হিসাবে ১.৫ বছর যাবৎ কর্মরত।

অতএব, বিনীত নিবেদন এই যে, আমার শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহ বিবেচনা করে আমাকে অ্যাকশন এইডের প্রকল্প কর্মকর্তা পদে নিয়োগ লাভের সুযোগ দান করে কৃতজ্ঞতায় বাধিত করবেন।

বিনীত নিবেদক

…………………

(মোঃ আরিফে হোসেন)

৫১২, মুহসীন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০

সংযুক্তি:

ক. সকল শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি

খ. তিন কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি

গ. চারিত্রিক ও নাগরিক সনদপত্র

ঘ. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি

ঙ. কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত অনুলিপি

চ. ইউনিসেফের মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য প্রকল্প প্রকল্প পরিচালক কর্তৃক প্রত্যয়নপত্র।

রেফারেন্স:

১. মোঃ এজাজুল ইসলাম – যুগ্মসচিব, বানিজ্য মন্ত্রণালয়।

২. রাব্বি আল আজাদ- সহকারী প্রধান, পরিকল্পনা মন্ত্রণালয়।

আরো পড়ুন:  প্রতিবেদন লেখার নিয়ম, নমুনা ও কৌশল

চাকরির আবেদনপত্র ডক ফাইল

চাকরির আবেদন পত্র ইংরেজিতে | Job Application Letter in English

চাকরির আবেদন পত্র ইংরেজিতে লেখার নিয়ম বাংলা নিয়মের তুলনায় ভিন্ন নয়। বর্তমানে বাংলা এবং ইংরেজি দুই অ্যাপ্লিকেশন-ই একই ফরম্যাট অনুসরণ করে লেখা হয়। নিম্নে কিভাবে চাকরির আবেদন পত্র ইংরেজিতে লিখতে হয়, তার নমুনা দেওয়া হলো।

চাকরির আবেদন পত্র ইংরেজিতে

চাকরির আবেদন পত্র ইংরেজিতে Doc File

কোনো কোনো চাকরির আবেদন পত্রের সাথে পে অর্ডার করতে হয়। সেক্ষেত্রে সংযুক্তিতে আরো একটি পয়েন্ট যুক্ত করে পে অর্ডার ডিটেইলস লিখে দিবেন।

আশা করি, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে ভালভাবে জানতে পেরেছেন। চাকরির আবেদন পত্র নিয়ে এখনো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

2 thoughts on “চাকরির আবেদন পত্র | Job Application Letter in Bangla & English”

  1. যারা চাকুরির আবেদন পত্র লেখার বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শটুকু না নিয়ে কিছু না জেনেই আবেদন পত্র লিখেন তারা কিন্তু দিনশেষে রিজেক্টেড হওয়ার আশংকায় ভোগেন। এই আশংকা থেকে রেহাই পেতে আজকের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে বুঝুন।

    1. চাকরির আবেদন পত্র লেখার নিয়মটি রেফার করার জন্য ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top