বাংলা গল্প কবিতা লিখে আয় করে বিকাশে পেমেন্ট নিতে চান? গল্প কবিতা লেখার ওয়েবসাইট খুঁজছেন! কোথায় লিখবেন ঠিক বুঝতে পারছেন না? তাহলে, এবার একটু নড়েচড়ে বসে পড়ুন কারণ, আগামী ১০ মিনিটে আপনার বহুল কাঙ্ক্ষিত গল্প কবিতা লিখে আয় করে বিকাশে পেমেন্ট নেওয়া যায় এমন সেরা ৫টি বাংলা গল্প কবিতা লেখার সাইট এর সাথে পরিচতি হতে যাচ্ছেন।
অফলাইনে গল্প কবিতা লিখে আয় করা যায়, যেমন বই পাবলিশ করে কিংবা পত্রিকায় লেখা পাঠিয়ে আয় করার উপায় সম্পর্কে আমরা অনেকেই অবগত। কিন্তু অনলাইনে আর্টিকেল লিখে আয় করার সাইট অনেক পাওয়া গেলেও বাংলা গল্প লিখে টাকা আয় করার মতো বিশ্বস্ত সাইট পাওয়া বেশ কঠিন হয়ে যায়।
এর পিছনে কারণ কিন্তু আপনার মতো লেখকই। অনেক অসাধু ব্লগারই ফেসবুকে আপনার মতো কোনো গল্পকার, কবি নতুন কিছু পোস্ট করার সাথে সাথে কপি করে নিজের ব্লগে পাবলিশ করে দেয়।
আপনার লেখা যদি ফ্রিতে ফেসবুকেই দিয়ে রাখেন তাহলে তো গল্প নেওয়ার জন্য পেমেন্ট করার দরকার হয়না, তাদের জন্য তো ভালই।
দ্রুত লাইক কমেন্ট পেতে আপনি ফেসবুক গ্রুপে গল্প কবিতা দিবেন, আবার পেমেন্টও চাইবেন তা তো হতে পারেনা। সুতরাং, লেখক হিসেবে প্রথমে সচেতন হতে হবে।
যাহোক, মূল কথায় ফিরে আসি। আমরা এখানে বাংলা গল্প কবিতা লিখে আয় করে বিকাশে পেমেন্ট নেওয়া যায় এমন ৫টি সাইট এর সাথে আপনাকে পরিচয় করে দিবো। সেই সাথে আর্টিকেলের শেষের দিকে থাকছে একটি প্রো-টিপস।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট
একনজরে বাংলা গল্প কবিতা লেখার ওয়েবসাইট :
- গ্রাথোর ডট কম
- বাংলা হাব ডট কম ডট বিডি
- জে আইটি
- রোর বাংলা
- অসামান্য
1. গ্রাথোর ডট কম
বাংলায় লেখালেখি করার অন্যতম জনপ্রিয়, বিশেষ করে নতুনদের জন্য সেরা প্লাটফর্ম গ্রাথোর। লেখালেখি করার সেরকম কোনো নিয়ম নেই, নেই তেমন ধরা-বাঁধা ফরম্যাট, যার যেমনভাবে ইচ্ছা লিখতে পারেন। তবে, লেখা ইউনিক হতে হবে অবশ্যই।
আপনার লেখা গল্প কিংবা কবিতা অন্য কোনো প্লাটফর্মে পাবলিশ করলে লেখাটি প্রকাশ করা হবেনা। গ্রাথোরে গল্প কবিতার পাশাপাশি আরো বিভিন্ন ক্যাটেগরিতেও লেখা পাবলিশ করা হয়।
নিয়ম-কানুন:
- লেখায় কপি থাকা যাবেনা
- অন্য কোনো সাইট বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবেনা (লিঙ্ক শেয়ার করা যাবে)
- গল্প সর্বনিম্ন ৩৫০ শব্দের হতে হবে
ইনকাম ও পেমেন্ট:
- পোস্টের মান অনুযায়ী সাধারণ মেম্বাররা প্রাথমিকভাবে ৮ থেকে ৫০ টাকা পান (প্রিমিয়াম মেম্বার ১০ থেকে ১০০ টাকা)
- প্রতিটি পোস্টের শেয়ার, কমেন্ট, পোস্ট ভিউ এর উপর ইনকাম যোগ হতে থাকবে
- আর্টিকেল পড়ে, কমেন্ট করে, এবং পেইড টাস্ক পূরণ করেও ইনকাম করার সুযোগ রয়েছে
- সাধারণ মেম্বাররা ১০০০ টাকা এবং প্রিমিয়াম মেম্বারদের জন্য ৮০০ টাকা জমা হলে উইথড্র করতে পারবেন
- পেমেন্ট মেথড : বিকাশ
বিস্তারিত জেনে নিয়ে একাউন্ট তৈরি করুন আর গল্প কবিতা লিখে বিকাশে পেমেন্ট নিন।
2. বাংলা হাব ডট কম ডট বিডি
গল্প কবিতা লেখার জন্য নিংসন্দেহে বর্তমানে বাংলাহাব সেরা একটি সাইট। এখানে রহস্য, ভ্রমণকাহিনী, হাস্যকর, ইতিহাস, সম্পর্ক, সাহিত্য, মতামত সহ যেকোনো ধরনের থ্রিলার বা রোমান্টিক গল্প লিখে আয় করতে পারবেন।
তবে, এখানে লেখক হিসেবে যোগ দিতে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। এজন্য ৮০০ থেকে ১০০০ শব্দের দুইটি আর্টিকেল সাবমিট করতে হবে।
অ্যাডমিন প্যানেল কর্তৃক লেখার কোয়ালিটি এবং আপনাকে বিশ্বস্ত মনে হলে লেখক হিসেবে মনোনয়ন দিবে। এরপর থেকেই আপনি গল্প লিখে আয় করা শুরু করতে পারবেন।
নিয়ম-কানুন:
- লেখায় কপি থাকা যাবেনা
- গল্প সর্বনিম্ন ৮০০ শব্দের হতে হবে
- এছাড়াও তাদের আরো কিছু ছোট ছোট শর্ত রয়েছে ( দেখে নিন )
ইনকাম ও পেমেন্ট:
- প্রতিটি লেখার মান অনুযায়ী ১০০ টাকা পাবেন
- প্রতি মাসের শুরুতে বিগত মাসের সর্বমোট আর্টিকেলের জন্য সম্মানী দেওয়া হবে
- পেমেন্ট মেথড : বিকাশ
3. জে আইটি
জেআইটি মূলত প্রযুক্তি ব্লগ। তবে এখানে সাকসেস স্টোরি এবং বিজ্ঞান বিষয়ক গল্প লিখে টাকা আয় করা যায়। এখানে পোস্টের জন্য সরাসরি কোনো টাকা পাওয়া যায়না। আপনার লেখা আর্টিকেলগুলো কি পরিমাণ ভিউ হচ্ছে তার উপর ইনকাম নির্ভর করবে। অর্থাৎ, গল্প লেখার পাশাপাশি মার্কেটিংও করতে হবে।
নিয়ম-কানুন:
- লেখায় কপি থাকা যাবেনা
- গল্প সর্বনিম্ন ৩৫০ শব্দের হতে হবে
ইনকাম ও পেমেন্ট:
- প্রতি ১০০০ ভিউ এর জন্য ৫০০ টাকা (সকল আর্টিকেল মিলেই ভিউ কাউন্ট হবে)
- পেমেন্ট মেথড : বিকাশ, নগদ, রকেট, শিওরক্যাশ, প্রভৃতি
- মিনিমাম ১০০ টাকা হলে বিকাশ পেমেন্ট নিতে পারবেন
ji.com.bd ভিজিট করে আর্নিং প্রোগ্রাম লেখা মেন্যুতে ক্লিক করে বিস্তারিত জেনে আর্টিকেল লিখুন।
4. রোর বাংলা
রোর মিডিয়ার খ্যাতি সম্পর্কে হয়তো আপনি ইতিমধ্যে শুনেছেন। আপনি হয়তো জানেন না এটি একটি গল্প লিখে আয় করার সাইটও বটে। তবে রোর বাংলায় সাধারণ মানের কোনো গল্প কবিতা লিখে আয় করতে পারবেননা।
এখানে গল্প ক্যাটেগরিতে লিখতে হলে ভ্রমণ, জীবনী, উপকথা, বই ও সিনেমা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান এসব বিষয়ের উপর গল্প লিখতে হবে।
প্রকাশিত সকল লেখার জন্য সম্মানী নির্ধারণ করবে রোর বাংলা সম্পাদনা পর্ষদ। লেখার গুণগত মান, লেখকের নিয়মিত কাজ ও পাঠকপ্রিয়তা বিবেচনা করে সম্মানী নির্ধারিত হবে এবং সম্পাদনা পর্ষদ লেখকের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানিয়ে দেবেন। কেবলমাত্র সম্পাদনা পর্ষদের অনুমোদন পেলেই কোনো লেখার জন্য সম্মানী দেওয়া হবে, অন্যথায় নয়। (তথ্যসূত্র এবং বিস্তারিত : রোর বাংলা)
5. অসামান্য
অসামান্য রোর মিডিয়ার মতই তবে নতুন প্লাটফর্ম। এখানেও বাংলা গল্প বলতে আমরা যেমন ভালবাসা প্রেম কাহিনী বুঝি, এমন আর্টিকেল লেখা যাবেনা।
ইতিহাস, বিজ্ঞান, আত্মজীবনী, ভ্রমণ, উদ্যোক্তা, ভূপ্রকৃতি, ইসলাম, ধর্ম, খেলাধুলা ও বিবিধ বিষয়ে গল্প লেখার সুযোগ পাবেন।
নিয়ম-কানুন:
- লেখায় কপি থাকা যাবেনা
- লেখা সর্বনিম্ন ৮০০ শব্দের হতে হবে
ইনকাম ও পেমেন্ট:
- সর্বমোট ৩টি লেখা প্রকাশিত হওয়ার পর থেকে পেমেন্ট পাওয়া যাবে
- প্রতিটি লেখার মান অনুযায়ী প্রাথমিকভাবে ৮০+ টাকা পাবেন
- প্রথম ৭দিনের ভিউ, কমেন্ট, শেয়ার এর উপরও একাউন্টে টাকা যোগ হবে
- প্রতি মাসের শুরুতে বিগত মাসের সর্বমোট আর্টিকেলের জন্য সম্মানী দেওয়া হবে
- পেমেন্ট মেথড : বিকাশ
অসামান্য মিডিয়ায় লেখার জন্য osamanno.com থেকে বিস্তারিত জেনে নিয়ে লেখা শুরু করুন। তবে তাদের নির্দেশনা হলো, লেখার পূর্বে বিষয়বস্তু সম্পর্কে প্রধান সম্পাদককে জানিয়ে অনুমোদন নিতে হবে।
প্রো টিপস – ব্লগ তৈরি করে গল্প কবিতা লিখে আয়
ছবির দিকে একটু লক্ষ্য করে গল্প এবং কবিতার সার্চ ভলিয়্যুম দেখুন। এই সংখ্যাক ভিজিটরস শুধুমাত্র সার্চ ইঞ্জিন হয়ে আসছে।
কিওয়ার্ড রিসার্চ টুলস বেশিরভাগ সময়ই কিছুটা কম পরিমাণ দেখায়। আপনি নিশ্চিত থাকতে পারেন সংখ্যাটা এর চেয়ে বেশি বৈ কম নয়।
তাছাড়া, এটা শুধুমাত্র একটা কিওয়ার্ড ছিলো। বাংলা গল্প, রহস্য গল্প কিংবা বাংলা সেরা কবিতা, প্রেমের কবিতা প্রভৃতি লিখে অনেকভাবেই গুগলে সার্চ করা হয়।
সত্যিকার অর্থে বাংলা কিওয়ার্ড রিসার্চ করে কখনো কোনো কিওয়ার্ডের জন্যই এত সার্চ ভলিয়্যুম আমি পাইনি।
কি বলতে চাইছি বুঝতে পারছেন? যি, একটি ব্লগ খুলে ফেলুন। অবশ্য যদি প্রতি সপ্তাহে অন্তত দুইটি গল্প বা কবিতা লিখতে পারেন।
একটি ব্লগ থেকে বিভিন্নভাবেই আয় করতে পারবেন। তবে কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। আগামী ৬মাস আপনার ব্লগ কোনো ইনকাম জেনারেট করবে না, এই বিষয়ে যদি আপনার সমস্যা না থাকে, তবে অবশ্যই আপনার একটি গল্প কবিতার ব্লগ শুরু করা উচিৎ।
পরিচিতি পাওয়ার সাথে সাথে আস্তে আস্তে বেশ ভালো ইনকাম শুরু হয়ে যাবে। অবশ্য যদি আপনি লেগে থাকতে পারেন।
এছাড়া ওয়েবসাইটের পাশাপাশি একটি ফেসবুক পেজ তৈরি করে ওয়েবসাইটের সাথে যুক্ত করে নিন। যেখানে ইনস্ট্যান্ট আর্টিকেল এপ্রুভাল নিয়ে নিলে ফেসবুক পাঠকরা আর্টিকেল পড়ার জন্যও আপনার ইনকাম আসবে।
আপনি যদি ব্লগ তৈরি করে নিতে চান, তবে প্রতিবর্তন এর সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিবর্তনের ডেভেলপার টিম আপনাকে সহায়তা করতে প্রস্তুত।
গল্প কবিতা লিখে আয় করা নিয়ে শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট নেওয়া যায় এমন ৫টি সাইট এর সাথে পরিচিত হলাম।
যদি আপনি শুধুমাত্র কবিতা লিখে আয় করতে চান, তবে গ্রাথোরে যোগ দিন। বাংলা গল্প লিখে দ্রুত আয় করতে চাইলে বাংলা হাব ওয়েবসাইটে লিখুন।
আর যদি বাংলা গল্প কবিতা লিখে আয় করার পাশাপাশি অধিক সংখ্যক পাঠকের কাছে নিজেকে তুলে ধরতে চান, তাহলে রোর মিডিয়া আপনার জন্য বেস্ট।
বাংলায় কোনো সাইটে গল্প লিখে ইনকাম যৎসামান্য হলেও ইংরেজিতে ১টি গল্প লিখে কয়েকশ ডলার ইনকাম করা সম্ভব।
আশা করি, গল্প কবিতা লিখে টাকা আয় করার সাইট সম্পর্কে আপনি এখন জেনে গেছেন।
এই বাংলা গল্প কবিতা লিখে আয় করার জন্য এই লিস্টকে আরো সমৃদ্ধ করতে আপনার জানা অন্য কোনো বিশ্বস্ত গল্প লেখালেখি করার সাইট সম্পর্কে জানা থাকলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন।
কবিতা প্রকাশ করার জন্য কোনটা উপযোগী হবে?
গ্রাথোরে প্রকাশ করতে পারেন। তবে, kobitacocktail, bangla-kobita কবিতা প্রকাশের জন্য মৌলিক সাইট। কিন্তু, সমস্যা হলো এগুলোতে সম্মানী পাওয়ার নিশ্চয়তা নেই।
লেখি ছোট থেকে ই ।ব্যাস লিখি ই ।এখন হঠাৎ। ই এই আইডিয়া টা এলো। আয়ের দরকার আছে স্বাবলম্বী হতে চাচ্ছি। তখন আর শুধু শুধু ইচ্ছে মতো চুড়ি কিনলে বকা ও শুনা লাগবে না আর আম্মু থেকে বার বার টাকা ও চাইতে হবে না 😌😌
আপনার ব্লগ টা খুবই ভালো লেগেছে জনাব। এখনও কিছু ই শুরু করি নি কিন্তু বার বার পড়ি। পড়তে ভালো লাগে এই ব্লগ টা 😊
Thank you…😊😊😊 plz…pray for me
আপনার মন্তব্য খুব গভীরভাবে অনুপ্রাণিত করবে আমাদের, ধন্যবাদ।
খুব ভালো লাগলো আরটিকেল টা পড়ে