সকল সিমের কল লিস্ট বের করার উপায়

কল লিস্ট বের করার উপায়

কল লিস্ট বের করার উপায় জানা থাকলে আপনি কার কার সাথে গত সাতদিনে, গত ১ মাসে অথবা তারও আগের কোন সময়ে কথা বলেছেন, তা জানতে পারবেন।

নানাবিধ কারণেই কল লিস্ট বের করার উপায় জানা থাকা প্রয়োজন। যেমন, আমাদের অনেক সময় মনে হয়, আরে আমি তো কথাই বলিনি, তাহলে আমার ফোনের ব্যালেন্স শেষ হলো কিভাবে! কিংবা কোন নির্দিষ্ট সময়ে কারো সাথে কথা বলেছেন, এখন আর নাম্বার খুঁজে পাচ্ছেন না, অথচ নাম্বারটা দরকার! এছাড়া, অন্য যেকোন দরকারে কল লিস্ট বের করার প্রয়োজন হতেই পারে।

কল লিস্ট বের করার উপায় | Check your call List

ভোটার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এটি যেমন এখনে অনেক সহজে জানা যায় তেমনি Robi, Banglalink, Grameenphone সকল সিমের কল রেকর্ড বের করাই এখন অনেক সহজ। কল লিস্ট বের করে আপনি কখন কার সাথে কম মিনিট কথা বলেছেন, কত টাকা চার্জ কেটেছে, আপনার প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন জেনে নিতে পারবেন। আর এজন্যই আমরা আজ কিভাবে রবি, বাংলালিংক ও গ্রামীণফোন কল রেকর্ড বের করতে হয়, তা জেনে নিবো ইনশাআল্লাহ।

গ্রামীণফোন কল লিস্ট বের করার নিয়ম

গ্রামীণফোণে কল রেকর্ড বের করার দুইটি উপায় রয়েছে যথা:

  • গ্রামীণফোন অ্যাপ, এবং
  • অনলাইন ওয়েবসাইট

গ্রামীণফোন অ্যাপ দিয়ে কল লিস্ট বের করার উপায়:

প্রথমে গ্রামীণফোন অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপ ডাউনলোড করার পর আপনার সিম নাম্বার দিয়ে লগইন করুন। এবার অ্যাপের নিচের দিকে থাকা Menu বাটনে ক্লিক করলে History নামক একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে নিচের ছবির মতো পেজ আসবে যেখান থেকে আপনি আপনার Call history, Internet History, SMS History সহ আরো বিভিন্ন তথ্য জানতে পারবেন।গ্রামীণফোন কল লিস্ট বের করার উপায়

আরো পড়ুন:  আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখে নিন

গ্রামীণফোন ওয়েবসাইটে কল রেকর্ড চেক করার উপায়:

আপনার হয়তো অনেকগুলো গ্রামীণফোন সিম থাকতে পারে, সেক্ষেত্রে সবগুলো তো আর অ্যাপ দিয়ে কল হিস্টোরি চেক করা সম্ভব না। সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে গ্রামীণফোন ওয়েবসাইট ভিজিট করে লগইন অ্যাভাটার এ ক্লিক করুন। এখানে My Dashboard সিলেক্ট করুন। অথবা সরাসরি জিপি আইডি লিঙ্ক ভিজিট করুন।কল লিস্ট বের করার উপায়পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার লিখে Sign In বাটনে চাপ দিন। আপনার নাম্বারে একটি Verification code আসবে, সেটি লিখে নেক্সট করলেই আপনার কাঙ্খিত ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন।কল রেকর্ড বের করার নিয়মউপরের ছবির মতো একটি পেজ পাবেন, সেখানে Call History তে ক্লিক করলেই আপনার গ্রামীণফোন সিমের সকল কল লিস্ট বের করে দেখতে পারবেন।

রবি সিমের কল লিস্ট বের করার উপায়

  • রবি সিমের কল লিস্ট বের করার জন্য প্লেস্টোর থেকে My Robi Apps ডাউনলোড করে নিন।
  • এরপর আপনার রবি নাম্বার ব্যবহার করে অ্যাপে রেজিস্ট্রেশন করুন।
  • এসময় আপনার মোবাইলে একটি অন টাইম কোড আসবে, যা সরাসরি ইনপুট নিয়ে নিবে। যদি না নেয়, তবে লিখে দিয়ে কনফার্ম করুন।
  • এবার আপনার নাম্বার দিয়ে রবি অ্যাপে লগইন করুন।
  • সফলভাবে লগইন করার পর মাই রবি অ্যাপে কল হিস্টোরি মেন্যুতে ক্লিক করলেই আপনার রবি নাম্বারের সকল ইনকামিং-আউটগোয়িং কল রেকর্ড দেখতে পারবেন।

বাংলালিংক কল লিস্ট বের করার উপায়

  • গুগল প্লেস্টোরে My Banglalink app লিখে সার্চ করুন।
  • অ্যাপটি ইন্সটল করুন এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • আপনার নাম্বারে একটি কোড আসবে, সেটি লিখুন।
  • রেজিস্ট্রেশন করার পর অ্যাপে লগইন করুন।
  • এবার কল হিস্টোরি মেন্যুতে ক্লিক করে আপনার সিমের কল রেকর্ড লিস্ট দেখে নিন।

আশা করি, কল লিস্ট বের করার উপায় নিয়ে আর কোন সমস্যা রইলো না। সম্পর্কিত যেকোন প্রশ্ন আমাদের জানাতে কমেন্ট করতে পারেন।

3 thoughts on “সকল সিমের কল লিস্ট বের করার উপায়”

  1. মুনকাসির হোসেন

    বাহ, এটাতো এইভাবে চিন্তায় করি নি আগে। খুব ভাল হয়েছে। ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আরো ক্লিয়ার হয়েছে তাতে।

    1. pratiborton support

      সকল সিমের কল লিস্ট বের করার নিয়ম আপনার ভাল লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top