উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার উপায় কী?

উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ

উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার উপায় : মাইক্রোসফটের উইন্ডোজ ১০ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নামও উইন্ডোজ। তবে সবকিছুতেই সমস্যা থাকে, কম্পিউটারের ভাষায় যাকে Bug বলে। তাছাড়া নিরাপত্তা বৃদ্ধি করা এবং নতুন আকর্ষনীয় ফিচার নিয়ে আসার জন্যও মাইক্রোসফট উইন্ডোজ আপডেট ভার্সন নিয়ে আসে। বাই ডিফল্ট উইন্ডোজ অটো আপডেট অন করা থাকে।

কিন্তু সবসময় যে উইন্ডোজ আপডেট ভালো অভিজ্ঞতা দিবে তা কিন্তু নয়। তাই আপনার অজান্তেই উইন্ডোজ ১০ অটো আপডেট হয়ে যাবে তা আমাদের কারোই কাম্য নয়।

সুতরাং আপডেট দেওয়ার আগে আমাদের বিভিন্ন ফোরামে রিভিউ দেখে নিশ্চিত হতে হবে যে নতুন উইন্ডোজ ১০ এর নতুন ভার্সনটি বর্তমানে রানিং ভার্সনের চেয়ে ভালো এবং উন্নত।

উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার উপায়

উইন্ডোজ অটো আপডেট অন করা থাকলে ব্যকগ্রাউন্ডে ডাউনলোড করে আপডেট করে ফেলে, ফাইল সাইজ বড় হলে আপনি যদি ওয়াইফাই ইউজার না হন, তাহলে বেশ সমস্যায় পড়ে যাবেন। প্রয়োজনীয় ডাটা ব্যালেন্স শেষ হয়ে যাবে, তাছাড়া ব্যকগ্রাউন্ড উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করা না থাকলে হঠাৎ কাজের সময় কম্পিউটার অন অফ করতেও ঝামেলা হয়।

তাই এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে উইন্ডোজ১০ অটো আপডেট বন্ধ করার নিচের ৩টি কৌশল বা নিয়ম।

Metered Connection চালু করে দিন

কম্পিউটারে এমনিতেই মোবাইলের চেয়ে বেশি ডাটা খরচ হয়। এর পিছনে মূল কারন ব্যকগ্রাউন্ড ডাটা ব্যবহার। যারা ওয়াইফাই ব্যবহার করেন, ব্যকগ্রাউন্ড কাজ করলে নেট স্পিড কমে যা।

ওয়াইফাই ব্যবহারকারীরা মিটার কানেকশন বন্ধ করে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

আরো পড়ুন:  ল্যাপটপটি প্রথম অন/স্টার্ট কবে করা হয়েছিল? জানার সহজ উপায়

metered connection চালু করে উইন্ডোজ অটো আপডেট বন্ধ করতে নিচের উপায় অনুসরণ করুন:

  • প্রথমে settings ওপেন করুন
  • settings থেকে Network & Internet খুঁজে ক্লিক করুন
  • WiFi থেকে Advanced Options এ ক্লিক করুন
  • স্ক্রল করলে metered connection দেখতে পাবেন

Metered Connection চালু

set as metered connection অপশনটি অন করে দিলেই আপনার কাজ শেষ। আপনি যদি কখনো ব্যকগ্রাউন্ডে অটো আপডেট অন করতে চান, তাহলে একই প্রসেস অনুসরণ করে set as metered connection অপশনটি বন্ধ করে দিতে হবে।

Windows Group Policy পরিবর্তন

আপনি যদি ব্যকগ্রাউন্ড উইন্ডোজ অটো আপডেট সম্পূর্ণ বন্ধ না করে নোটিফিকেশন চান, অর্থাৎ আপডেট শুরু করতে আপনার অনুমতি প্রয়োজন হবে, এধরনের সুবিধা পেতে চাইলে এই কৌশলটি আপনার জন্য।

  • Win+R ব্যবহার করে run কমান্ড চালু করুন।
  • open: এরপর gpedit.msc লিখে Enter এ চাপ দিন।
  • Local Group Policy Editor পপ-আপ পেজটি সামনে আসবে।
  • Local Computer Policy ’র আন্ডারে Administrative Template মেন্যু খুঁজে পাবেন।
  • Administrative Template এ ক্লিক করে Windows Component খুঁজে বের করুন।
  • Windows Component এ চাপ দিলে ডানপাশে Windows Update অপশনটি খুঁজে পাবেন।
  • Windows Update এ ক্লিক করলে নিচের ছবির মতো configure Automatic Update পপ আপ পেজ চলে আসবে।

উইন্ডোজ গ্রুপ আপডেট পলিসি

১নং এর মতো প্রথমে Enable করে দিন, এরপর configure Automatic updating থেকে ২নং অপশনটি সিলেক্ট করে দিয়ে Apply করে OK বাটনে ক্লিক করুন। ব্যাস! কাজ শেষ।

সমস্যা হচ্ছে যারা Windows 10 Home Version ব্যবহার করেন, তারা এই সুবিধাটি পাবেননা। চিন্তার কারণ নেই, কারণ ইউন্ডোজ অটো আপডেট বন্ধ করার করার অপশন এখনো শেষ হয়নি।

উইন্ডোজ আপডেট সার্ভিস বন্ধ করে দিন

Windows 10 অটো আপডেট বন্ধ করার সবচেয়ে কার্যকরী কৌশল এটি, একইসাথে সহজ নিয়মও বটে। উইন্ডোজ ৭ অটো আপডেট বন্ধ করার জন্যও এই উপায়টি অবলম্বন করতে পারেন।

আরো পড়ুন:  Linux vs Windows | লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধা

update বন্ধ করার জন্য যা করতে হবে;

  • start menu থেকে run অপশনটি খুজে নিন
  • open: এর পর services.msc লিখে ওকে করুন
  • পপ-আপ পেজে অনেকগুলো সেটিংস আসবে, এখান থেকে windows update services খুঁজে বের করে ক্লিক করুন
  • click করার পর নিচের মতো একটি পপ-আপ উইন্ডোজ আসবেwindows আপডেট service
  • General ট্যাবের startup type অপমনটি Automatic সিলেক্ট করে দিন। ওকে করে Recovery Tab সিলেক্ট করুন।

windows আপডেট service

  • রিকভারি ট্যাবে আসার পর First Failure অপশনটিতে Take No Action সিলেক্ট করে প্রতমে ok তে ক্লিক করুন এরপর Apply বাটনে চাপ দিন।
শেষ কথা

আশা করি আপনার উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার উপায় অনুসরণ করে আপনি এতদিনে ঝামেলা থেকে মুক্তি পাবেন।

তবে আমাদের পরামর্শ হলো উইন্ডোজ, সফটওয়্যার নিয়মিত আপডেট করার চেষ্টা করুন। উইন্ডোজ অটো আপডেট বন্ধ রাখলেও ম্যানুয়ালি চেক করুন, এবং সুবিধামতো সময়ে আপডেট করে নিন। এতে নিরাপত্তা, নতুন ফিচার পাওয়ার সাথে সাথে কম্পিউটার স্পিডও ভালো পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top