ই পাসপোর্ট ফি কত ২০২৩ | পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই পাসপোর্ট ফি কত ২০২৩

বর্তমানে দেশের প্রায় সকল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে, ই পাসপোর্ট আবেদন করার পূর্বে পাসপোর্ট করতে কত টাকা লাগে, ই পাসপোর্ট ফি কত ২০২৩, ই পাসপোর্ট করতে কি কি কাগজ লাগবে সেসব বিষয়ে জানা দরকার।

পাসপোর্ট করতে কত টাকা লাগে তা জানার জন্য প্রথমে আপনাকে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তবে বর্তমানে স্বর্বনিম্ন ই পাসপোর্ট ফি ৪০২৫ টাকা এবং সর্বোচ্চ ই পাসপোর্ট ফি ১৩৮০০ টাকা।

ই পাসপোর্ট ফি কত ২০২৩ সালে তা নির্ভর করছে আপনি ৫ বছর নাকি ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদন করবেন। স্বাভাবিকভাবেই 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে যত টাকা লাগে, 5 বছর মেয়াদি পাসপোর্ট করতে তারচেয়ে কম টাকা লাগবে।  তাছাড়া, ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার জন্যও ই পাসপোর্ট ফি কম বেশি হবে।

এছাড়া, ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে তা নির্ভর করছে আপনি দেশের ভিতর থেকে আবেদন করছেন, নাকি বাংলাদেশের বাইরে কোন মিশন বা দূতাবাসে গিয়ে আবেদন করছেন। সেইসাথে আপনার আবেদন টাইপ (যেমন: রেগুলার, এক্সপ্রেস, বা সুপার এক্সপ্রেস) এর উপরও নির্ভর করবে ই পাসপোর্ট ফি ২০২৩ এ কত টাকা হবে।

বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করে। তাই, ৫ বছর,  ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে সেসম্পর্কে আমরা বেশিরভাগই জানিনা। না জানার কারণে অনেক সময় দালালের ফাঁদে পা দিয়ে অতিরিক্ত খরচ করে ফেলেন।

তাই আমরা আজ সাধারণ, জরুরীসহ সকল প্রকার ই পাসপোর্ট ফি কত ২০২৩, এবং সেইসাথে ই পাসপোর্ট ফি জমা দেওয়ার উপায় ও কোন কোন ব্যাংকে ই পাসপোর্ট ফি জমা দেওয়া যায়, সেসব বিষয়ে জেনে নিবো ইন-শা-আল্লাহ।

ই পাসপোর্ট ফি কত ২০২৩ | পাসপোর্ট করতে কত টাকা লাগে

অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন সাবমিট করার পর ই পাসপোর্ট ফি জমা দিতে হয়। তারপর, আবেদন ফরম ও পেমেন্ট রশিদ নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। ই পাসপোর্ট ফি কত হবে তা নির্ভর করছে আপনি কত দিনের মধ্যে ই পাসপোর্ট হাতে পেতে চান এবং কত পৃষ্ঠার পাসপোর্ট নিবেন।

আরো পড়ুন:  পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম

১। নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 15 কার্যদিবস / 21 দিনের মধ্যে।

২। এক্সপ্রেস ডেলিভারি: জরুরী ভিত্তিতে পাসপোর্ট ডেলিভারি। বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 7 কার্যদিবস / 10 দিনের মধ্যে।

৩। সুপার এক্সপ্রেস ডেলিভারি: অতি জরুরী পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে।

সরকারি কর্মচারী যাদের এনওসি অথবা অবসরপ্রাপ্ত ডকুমেন্ট (পিআরএল) আছে তারা নিয়মিত ডেলিভারি ফিতে এক্সপ্রেস সুবিধা পাবেন।

বাংলাদেশে ই পাসপোর্ট ফি কত ২০২৩ | E-Passport Fee in Bangladesh

পৃষ্ঠা, মেয়াদ এবং ডেলিভারি ধরনের উপর নির্ভর করে ই পাসপোর্ট ফি কত দেখে নিন।

৪৮ পাতা ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • রেগুলার ডেলিভারি: ৪,০২৫ টাকা
  • জরুরী ডেলিভারি: ৬,৩২৫ টাকা
  • অতি জরুরী ডেলিভারি: ৮,৬২৫ টাকা

৪৮ পাতা ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • রেগুলার ডেলিভারি: ৫,৭৫০ টাকা
  • জরুরী ডেলিভারি: ৮,০৫০ টাকা
  • অতি জরুরী ডেলিভারি: ১০,৩৫০ টাকা

৬৪ পাতা ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • রেগুলার ডেলিভারি: ৬,৩২৫ টাকা
  • জরুরী ডেলিভারি: ৮,৬২৫ টাকা
  • অতি জরুরী ডেলিভারি: ১২,০৭৫ টাকা

৬৪ পাতা ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • রেগুলার ডেলিভারি: ৮,০৫০ টাকা
  • জরুরী ডেলিভারি: ১০,৩৫০ টাকা
  • অতি জরুরী ডেলিভারি: ১৩,৮০০ টাকা

৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত ২০২৩

ডেলিভারি

৫ বছর মেয়াদি ৪৮ পাতা ই পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদি ৬৪ পাতা ই পাসপোর্ট ফি

রেগুলার

4,025 টাকা

6,325 টাকা

এক্সপ্রেস/জরুরী

6,325 টাকা

8,625 টাকা

সুপার এক্সপ্রেস

8,625 টাকা

12,075 টাকা

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ২০২৩

ডেলিভারি

১০ বছর মেয়াদি ৪৮ পাতা ই পাসপোর্ট ফি

১০ বছর মেয়াদি ৬৪ পাতা ই পাসপোর্ট ফি

রেগুলার

5,750 টাকা

8,050 টাকা

এক্সপ্রেস/জরুরী

8,050 টাকা

10,350 টাকা

সুপার এক্সপ্রেস

10,350 টাকা

13,800 টাকা

বিদেশে ই পাসপোর্ট ফি কত ২০২৩ | E-Passport Fee in Embassy

১। 48 পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 100 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 150 ডলার
আরো পড়ুন:  ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম + সংশোধন করার নিয়ম

২। 48 পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 125 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 175 ডলার

৩। 64 পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 150 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 200 ডলার

৪। 64 পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 175 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 225 ডলার

বিদেশে শ্রমিক ও ছাত্রদের জন্য ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?

১। 48 পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 30 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 45 ডলার

২। 48 পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 50 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 75 ডলার

৩। 64 পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 150 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 200 ডলার

৪। 64 পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত

  • নিয়মিত ডেলিভারি: 175 ডলার
  • এক্সপ্রেস ডেলিভারি: 225 ডলার

ই পাসপোর্ট ফি’র সাথে ১৫% ভ্যাট দিতে হয়। এখানে পাসপোর্ট করার খরচ এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং, online passport application fees উপরে উল্লেখিত পরিমাণের বেশি নয়।

ই পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম

ই পাসপোর্ট ফি দুই উপায়ে জমা দেওয়া যায়:

  • অফলাইন তথা ব্যাংক ড্রাফট
  • এবং অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং

অনলাইন ই পাসপোর্ট এর ফি জমা দেওয়ার নিয়ম

(ক) ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড (মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস)

(খ) মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট, ওকে ওয়ালেটস, ইউপে)

(গ) ইন্টারনেট ব্যাংকিং (ব্যাংক এশিয়া)

(ঘ) ওয়ালেট (Dmoney, UPay)

ব্যাংকে ই পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম

ব্যাংক চালানের মাধ্যমে যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে পরিশোধ করা যেতে পারে। বর্তমানে ৬ টি ব্যাংকে পাসপোর্ট ফি জমা দেওয়া যাচ্ছে;

  1. সোনালী ব্যাংক
  2. ঢাকা ব্যাংক
  3. ব্যাংক এশিয়া
  4. প্রিমিয়ার ব্যাংক
  5. ওয়ান ব্যাংক ও
  6. ট্রাস্ট ব্যাংক
আরো পড়ুন:  ই পাসপোর্ট চেক ২০২৩ | অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট আসতে কত দিন লাগে?

আবেদনের ধরন

ই পাসপোর্ট ডেলিভারি

রেগুলার

১৫ কার্য দিবস

জরুরি

৭ কার্য দিবস

অতি জরুরি

২ কার্য দিবস

ই পাসপোর্ট ফি কত ২০২৩ নিয়ে শেষ কথা

ই পাসপোর্ট ফি জমা দিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করে পুলিশ ভেরিফিকেশন সফলভাবে উত্তীর্ণ হতে করণীয় সম্পর্কে জেনে নিন।

পাসপোর্ট আবেদনে যদি কোন ভুল হয়, তাহলেও আপনার জমা দেওয়া পাসপোর্ট ফি নষ্ট হবে না। বরং, পাসপোর্ট আবেদন সংশোধন করে পরবর্তীতে পূর্বের জমা দেওয়া পাসপোর্ট ফি রশিদেই আবেদন জমা দিতে পারবেন।

আশা করি, আর্টিকেলটি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩, কোথায় থেকে আবেদনের জন্য ই পাসপোর্ট ফি কত ২০২৩ এবং পাসপোর্ট আবেদনের ফি জমা দেওয়ার উপায় সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছে।

4 thoughts on “ই পাসপোর্ট ফি কত ২০২৩ | পাসপোর্ট করতে কত টাকা লাগে”

  1. Md. Shahidul Hasan Khan

    আমার আব্বা ও আম্মার e-passport জমা দিয়েছে গতসপ্তাহে। আজকে পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন করলে দেখি দুজনেরই স্থায়ী ঠিকানা ও মোবাইল নম্বর ভুল দিয়ে ফেলেছি আবেদন করার সময়। এখন কিভাবে সমাধান করা যায় ভুলটা

    1. pratiborton support

      পুলিশের সাথে আপনার কি কথা হয়েছে, সেটা উল্লেখ করলে ভালো হতো। প্রথমত, যদি ভুল স্থায়ী ঠিকানা উল্লেখ করার জন্য আবেদন বাতিল করে দেয়, তাহলে ঠিক করে পুণরায় আবেদন করতে পারবেন। আর যদি আপনার পাসপোর্ট আবেদনে ভুল থাকার পরেও প্রিন্ট হয়ে যায়, তাহলে আপনি চাইলে এভাবে রাখতে পারেন অথবা পাসপোর্ট হাতে পাওয়ার পর রিইস্যু করতে হবে এবং সেখানে কারণ হিসেবে ভুল ঠিকানা বাছাই করবেন। অথবা যদি এখন পরিবর্তন করতে না চান তাহলে পরবর্তীতে যখন রিনিউ করবেন, তখন স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (যেমন: নাগরিক সনদ) দাখিল করে পরিবর্তন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top