অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ২০২৩ – বিমানের টিকিট বুকিং করার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম সমূহ | ওয়েবসাইট এবং অ্যাপস এর মাধ্যমে টিকিট কাটুন

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম জানা থাকলে এখন ঘরে বসেই অনলাইনে বুকিং করা যায় বিমানের টিকিট। বাংলাদেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিট এখন অনলাইনে বুকিং করার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য বিমান পরিবহন সংস্থা গুলোও অনলাইনে বিমানের টিকিট কাটার সুযোগ দিচ্ছে। 

 

বর্তমানে অনলাইনে বিমানের টিকিট কাটার জন্য বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেমন:

 

 

সবগুলো ওয়েবসাইটে বিমানের টিকিট কাটার নিয়ম প্রায় একই। তাই, আমরা এখানে উদাহরণস্বরূপ দেখানোর জন্য বিমান বাংলাদেশ এর ওয়েবসাইট এবং অ্যাপস বেছে নিয়েছি। তাহলে চলুন, বিমান বাংলাদেশ এর ওয়েবসাইট এবং অ্যাপস দিয়ে বিমানের টিকিট কাটার নিয়ম দেখে নেওয়া যাক। 

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম 

অনলাইনে বিমানের টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এরপর গুগলে সার্চ বারে গিয়ে, যেকোনো একটা বিমানের  নাম লিখে সার্চ করতে হবে। 

টিউটোরিয়াল এর স্বার্থে আমরা এখানে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নাম দিলাম। তাই এখানে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের   এর ওয়েবসাইট টি চলে আসবে। 

এবার এই ওয়েবসাইটে ক্লিক করে সাইটটিতে  ঢুকতে হবে। অথবা আমরা সরাসরি বিমান বাংলাদেশ এর  biman.gov.bd এই সাইটে ভিজিট করতে পারি।

তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে প্রবেশ করার পরে সেখানে একটা মেনু বার দেখা যাবে, যেখানে অনেক গুলো অপশন আছে, যেমন:  

  • ভ্রমণ পরিকল্পনা
  • ফ্লাইটের তথ্য 
  • ট্রাভেল এডভাইসারি
  • লাগেজ তথ্য
  • সেবা সমুহ, ইত্যাদি। 

 

এই অপশনগুলো থেকে আপনি প্রয়োজনীয় সব ধরনের ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। আপনার যে তথ্যটি প্রয়োজন ঠিক সেই অপশনে ক্লিক করলেই সেটা চলে আসবে।

সাধারণত বিমানের টিকিট কাটতে হলে প্রথমে সে এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। এখানে রেজিস্ট্রেশন করা হলো প্রথম ধাপ তাই সর্ব প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। 

রেজিস্ট্রেশন করার জন্য এখানে বসাতে হবে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ও পাসওয়ার্ড দিয়ে সর্বশেষ ধাপে ক্যাপচা পূরণ করে রেজিস্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হবে। 

আরো পড়ুন:  অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | ট্রেনের অগ্রিম টিকেট কাটার সময়

অনলাইনে বিমানের টিকিট কাটাকেই ই টিকিট বলা হয়। ই টিকিট কাটার জন্য:

 

  • প্রথমে ভ্রমণ পরিকল্পনা অপশনটিতে ক্লিক করতে হবে। 
  • তারপর সেখানে অনেক গুলো অপশন থাকবে আর একদম উপরে থাকবে ই টিকিট অপশন টি।

  • এরপর এই ই টিকিট অপশনটিতে ক্লিক করতে হবে। 
  • তারপর এটা অটো ভেরিফাই হয়ে একটা নিউ পেজ সামনে আসবে।  
  • যেখানে থাকবে ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ ও মাল্টি সিটি সিলেক্ট করার অপশন। আর ফ্লাইং ফ্রম ও ফ্লাইং টু অপশন, ডিপাচার ডেট, রিটার্ন ডেট, প্যাসেঞ্জার ও ক্লাস অপশন। সেখানে গিয়ে সব ইনফরমেশন গুলো বসাতে হবে। 
  • এখানে চাইলে কোনো প্রমো কোড (যদি থাকে) বসাতে পারেন তাহলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে।

  • আপনি প্রথমেই আপনার ফ্লাইট ক্লিক করবেন ধরুন আমরা এখানে ওয়ান ওয়ে দিলাম। 
  • তারপর ফ্লাইং ফ্রমে আপনি কোন জায়গা থেকে ভ্রমণ করবেন সেটার লোকেশন টি দিতে হবে। 
  • তারপর ফ্লাইং টু অপশনটিতে আমরা যেখানে ভ্রমণ করবো সেটার লোকেশন দিবো। 
  • এরপর ডিপার্চার ডেট এ আমরা যেদিন ভ্রমণ করবো সেই তারিখটি বসাবো। যদি আমরা রিটার্ন টিকিট করতে চাই তাহলে সেটাও করে ফেলতে পারবো রিটার্ন ডেট দিয়ে। আর যদি সেটা না করতে চাই তাহলে সেটা স্কিপ ও করা যাবে। 
  • এরপর প্যাসেঞ্জার অপশনে দিতে হবে যত জন প্যাসেঞ্জার যাবে বা যে কয়টা টিকিট কাটা হবে সেটা। 
  • একটা বা দুইটা অথবা প্রয়োজন অনুযায়ী এখানে নাম্বার দিতে হবে। 
  • এরপর ক্লাস অপশন টিতে দিতে হবে আপনার পছন্দের ক্লাস। আপনি যে ক্লাসে ভ্রমণ করতে চান সেটা। এখানে মূলত তিনটা ক্লাস থাকে। 
    • ইকোনমি, 
    • প্রিমিয়াম ইকোনমি ও 
    • বিজনেস। 

  • এরপরে সেখানে আপনার ফ্লাইটের প্রয়োজনীয় সব তথ্য গুলো পূরণ করতে হবে।  
  • ডেট, টাইম ও লোকেশন অনুযায়ী এভেইলেবল ফ্লাইট গুলো দেখানো হবে। 
  • পাশে ফ্লাইটের ফেয়ার বা ভাড়া ও উল্লেখ করা থাকবে।  সেখান থেকেও আপনি আপনার পছন্দ মতো ফ্লাইট টি পছন্দ করতে পারবেন। এবং সেখানে পুরো ফ্লাইটটি ডিটেইলস দেয়া থাকবে। 

  • এরপর আপনি আপনার কাংখিত ফ্লাইটটি চুজ করে সেটার উপর ক্লিক করবেন। 
  • এরপর সেখানে সব ডিটেইলস আবার আসবে আর সব কিছু ঠিক আছে কিনা যাচাই করে আপনি নেক্সট স্টেপ এ ক্লিক করবেন। 
  • এভাবে কয়েকবার কয়েকটি পেজ সামনে আসবে আর কিছু ইনফরমেশন দিতে হবে। 
  • এর পর একদম শেষে পেমেন্ট সিস্টেম দেখাবে। অনলাইনে টিকিট কাটা বা বুকিং করার জন্য সাধারণত অনলাইনের মাধ্যমেই পেমেন্ট পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে যে কোনো ব্যাংক এর মাধ্যমে, কার্ডের মাধ্যমে, অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট বা নগদ এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে পারবেন। 

  • কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হলে কার্ড অপশন এ ক্লিক করতে হবে।
  • কার্ডের পেমেন্ট এর সময় কার্ড নাম্বার , কার্ড হোল্ডার নাম, সিসিভি ও ইত্যাদি প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে। এরপর পিন নাম্বার দিতে হবে। তারপর ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি টা বসালে কনফার্ম হবে। আর পেমেন্ট এর একটা রিসিট আসবে। 
  • এভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে আপনার ই টিকিট টি প্রদান করা হবে। 

এছাড়াও আপনি চাইলে মোবাইলের অ্যাপের মাধ্যমেও সফল ভাবে বিমানের টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে বিমান বাংলাদেশের ওয়েবসাইট থেকে টিকিট না কাটলেও হবে। 

আরো পড়ুন:  পাসপোর্ট রিনিউ ফি কত ২০২৩ | Passport Renew Fee in BD

অ্যাপস দিয়ে বিমানের টিকিট কাটার নিয়ম

চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনার হাতের স্মার্টফোনের অ্যাপসের মাধ্যমে বিমানের টিকিট বুকিং করতে পারবেন। 

 

  • অ্যাপের মাধ্যমে বিমানের টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। 
  • এরপর সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নাম। 
  • এরপর দেখা যাবে সেখানে প্রথমেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অ্যাপ টি। 
  • সেখান  থেকে বিমান বাংলাদেশের অ্যাপ টি ডাউনলোড করে নিতে হবে। 
  • অ্যাপটি সফল ভাবে ডাউনলোড হয়ে গেলে প্লে স্টোর থেকে বের হয়ে মোবাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ডাউনলোড করা অ্যাপটিতে ঢুকতে হবে। 
  • তারপর বিমান বাংলাদেশ এয়ারাইন্সের ওয়েবসাইটের মতোই সেখানে রেজিস্ট্রেশন অপশন আসবে আর এখন  রেজিস্ট্রেশন করে নিতে হবে। অথবা চাইলে এটা স্কিপ করেও সরাসরি টিকিট কাটা যাবে। 

  • মোবাইলের অ্যাপ থেকেও একইভাবে আপনাকে অ্যাপ এ ঢুকে ওয়েবসাইটের মত স্টেপ বাই স্টেপ অপশন গুলো ফলো করতে হবে। 
  • তারপর সেখানে আপনার ফ্লাইটের সকল ইনফরমেশন যেমন ডেট টাইম ও লোকেশন বসাতে হবে। 
  • এরপর আপনার কাংখিত ফ্লাইটটি চুজ করে সেখানে ক্লিক করে পেমেন্ট অপশনটিতে গিয়ে পেমেন্ট পরিশোধ করতে হবে। 
  • এখানেও ব্যাংক, কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। 
  • তারপর আপনার ই টিকিট টি সংগ্রহ করে ভ্রমণটি করতে হবে।
আরো পড়ুন:  ই পাসপোর্ট চেক ২০২৩ | অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম নিয়ে শেষ কথা

একটি ইন্টারনেট কানেকশান সহ স্মার্টফোন অথবা কম্পিউটার থাকলে আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনে বিমানের টিকিট কাটতে পারবেন। 

আশা করি, অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম সম্পর্কিত লেখাটি পড়ার পর আপনি নিজেই যেকোন প্রয়োজনে যেকোন সময় বিমানের টিকিট কাটতে পারবেন। 

বিমান বাংলাদেশ এর ওয়েবসাইট এর পাশাপাশি এখানে উল্লেখ করা অন্যান্য সাইটে প্রায়শই কম মূল্যে বিমানের টিকিট পাওয়া যায়। এছাড়া বিকাশ এবং নগদ অ্যাপ থেকেও বিমানের টিকিট কাটা যায়। 

বিমানের টিকিট কাটার নিয়ম নিয়ে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top