রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় (TP, D, NETGEAR)

ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায়

ওয়াইফাই রাউটার ইনস্টল করার সময় সাধারণত ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজারনেম সেট করা থাকে। এই পাসওয়ার্ড ব্যবহার করলে খুব সহজেই অন্যরা আপনার ওয়াইফাই এক্সেস করতে পারবে। অর্থাৎ, ওয়াইফাই আপনার, পাসওয়ার্ডও দেওয়া আছে, কিন্তু অন্যরা ব্যবহার করছে! ওয়াইফাই স্পিড ঠিক রাখতে কম সংখ্যক ডিভাইস কানেক্ট রাখার চেষ্টা করতে হবে।

এজন্য অবৈধ কোন গ্রাহক যেন আপনার ওয়াইফাই ব্যবহার করতে না পারে, সেজন্য প্রায়শই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।

আপনি কি রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় খুঁজছেন? ভাবছেন কিভাবে WiFi পাসওয়ার্ড পরিবর্তন করবেন! আপনি যদি নতুন অবস্থায় কেনার পর Default ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান কিংবা বর্তমান ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করতে চান তবে আমাদের স্টেপ বাই স্টেপ নির্দেশিকা অনুসরণ করুন।

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম | how to change wifi password

বাজারে অনেক ধরনের রাউটার পাওয়া যায়, Tp-link, D-link, পকেট রাউটার, ইত্যাদি। এবং কোম্পানী ভেদে ডিফল্ট রাউটার ইউজারনেম ও পাসওয়ার্ড আলাদা হয়ে থাকে।

বর্তমানে জনপ্রিয় ৩টি কোম্পানীর WiFi রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় সম্পর্কে জানাতেই আমাদের আজকের আয়োজন। চলুন রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. TP-লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায়

রাউটার এর ডিফল্ট আইপি ঠিকানা – 192.168.0.1 / 192.168.1.1 ব্যবহার করে অ্যাডমিন প্যানেলে লগইন করুন।

ডিফল্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন। অধিকাংশ ক্ষেত্রে ইউজারনেম admin এবং পাসওয়ার্ড হিসেবে admin সেট করা থাকে

ওয়্যারলেস > ওয়্যারলেস সিকিউরিটি > WPA/WPA2 – personal > পাসওয়ার্ড-এ নেভিগেট করুন।

আরো পড়ুন:  লোডশেডিং হলেও ইন্টারনেট (ওয়াইফাই) কানেকশন বন্ধ হবে না

আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন এবং পরিবর্তনটি সেভ করুন।

২. ডি-লিংক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন

ডিফল্ট আইপি ঠিকানা – 192.168.1.1 / 192.168.0.1 এর মাধ্যমে আপনার রাউটার সেটিংস পেজে লগইন করুন।

ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ইনপুট করুন (এখানে ডিফল্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড তালিকা রয়েছে)।

এখন ডি-লিঙ্ক রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিচের স্টেপস ফলো করুন:

ওয়্যারলেস > ওয়্যারলেস সিকিউরিটি > সিকিউরিটি মোড এ যান শুধুমাত্র WPA2 এ সেট করুন > প্রি-শেয়ারড কী: আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন।

পরিবর্তনটি সেভ করুন > আপনার ওয়াইফাই পুনরায় চালু করলেই নতুন পাসওয়ার্ড এপ্লাই হবে।

৩. NETGEAR রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন

আপনার রাউটার সেটআপ পৃষ্ঠাটি এর ডিফল্ট IP Address  192.168.1.1 অথবা 192.168.0.1  কিংবা routerlogin.com ভিজিট করুন।

ভেরিফিকেশনের জন্য ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন।

ওয়্যারলেস > Security Options > WPA2-PSK [AES] নির্বাচন করুন > এখন আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন।

NETGEAR ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়ে গেলে সেভ করুন এবং আপনার রাউটারটি রিস্টার্ট দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top