আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, আপনি জানেন কি? সবগুলো নাম্বার আপনার নিজস্ব তো! একজন সচেতন নাগরিক হিসেবে আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানা এবং সিম নিবন্ধন যাচাই করা আপনার জন্য খুবই জরুরী।
কেননা, বর্তমান নিয়মে একটি ভোটার আইডি কার্ড দিয়ে ১৫টির বেশি সিম নিবন্ধন করা যায় না। তাই অবৈধ সিম বিক্রির পথ অনেকটা বন্ধ। কিন্তু, অনেক ব্যবসায়ীই অসচেতন কাস্টোমারের অজান্তে তার নামে অবৈধভাবে সিম নিবন্ধন করে বিক্রি করছেন। যার ফলে, অন্যের কুকর্মের কারণে আপনার ভুক্তভোগী হওয়ার সম্ভাবণা তৈরি হচ্ছে।
তাই, আসুন আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা কিভাবে জানতে পারবেন সেসম্পর্কে আলোচনা করা যাক।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে : সিম নিবন্ধন যাচাই
আপনার সিম সচল থাকলে নির্দিষ্ট সিম থেকে *16001# লিখে ডায়াল করুন। রিপ্লাই এ plz enter last digit of your ID অর্থাৎ, আপনার ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে রিপ্লাই করতে হবে।
কিছু সময়ের মাঝেই আপনার মোবাইলে কাস্টমার কেয়ার থেকে আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, কোন কোন নাম্বার registration করা হয়েছে সেসম্পর্কে একটি বিস্তারিত মেসেজ পাঠাবে।
দুইবার টাইপ করতে না চাইলে সরাসরি সরাসরি *16001*ভোটার আইডি কার্ডের শেষ 4 ডিজিট# (উদাহরণস্বরূপ, *16001*9829#) লিখে ডায়াল করলেও আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন। তবে, এখানে সম্পূর্ণ নাম্বার লেখা থাকবে না।
নিরাপত্তা জনিত কারণে মাঝের ডিজিটগুলো গোপন রাখা হয়। নিচের ইমেজটি দেখুন, ফিরতি মেসেজে পাওয়া তথ্য অনুসারে সর্বমোট ৫টি নাম্বার আমার nid দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, যার মাঝে ৪টি গ্রামীনফোন এবং ১টি রবি অপারেটরের নাম্বার।
এসএমএস এর মাধ্যমে সিম নিবন্ধন যাচাই করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে ১৬০০১ নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ফিরতি রিপ্লাইয়ে একইভাবে আপনার কতগুলো সিম এই NID দিয়ে নিবন্ধন করা হয়েছে, তা জানতে পারবেন।
nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার আরো কিছু পদ্ধতিগুলো দেখে নিন:
Grameenphone: গ্রামীনফোন অপারেটরের কোন সিম দিয়ে সিম নিবন্ধন যাচাই করার জন্য info লিখে 4949 নাম্বারে send করুন। অথবা, REG লেখার পর আপনার NID কার্ডের ১৭ ডিজিট লিখে 4949 নাম্বারে send করুন।
REG <space> NID Number; send to 4949
Banglalink: বাংলালিংক নাম্বার থেকে জাতীয় পরিচয়পত্রে কতটি নাম্বার নিবন্ধন করা আছে তা জানতে *16001# ডায়াল করতে হবে।
Robi: রবি নাম্বার থেকে *16001# ডায়াল করে nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন।
Teletalk: টেলিটক নাম্বার থেকে info লিখে 1600 নাম্বারে send করুন।
Airetel: এয়ারটেল নাম্বার থেকে সিম নিবন্ধন যাচাই করার জন্য *16001# ডায়াল করতে হবে।
বি.দ্র: আপনার সিম যদি পাসপোর্ট কিংবা কোন লাইসেন্স দিয়ে নিবন্ধন করা থাকে, তবে সিম নিবন্ধন তথ্য যাচাই কিংবা কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে জানার জন্য উপরে উল্লেখ করা নিয়মগুলো অনুসরণ করতে পারেন, শুধুমাত্র ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিটের জায়গায় পাসপোর্ট অথবা লাইসেন্স এর শেষ ৪ ডিজিট লিখতে হবে।
হারানো সিম কার নামে রেজিস্ট্রেশন করা ছিল, কিভাবে জানবো?
আপনার সিম যদি হারিয়ে যায়, তাহলে তা বন্ধ করতে কিংবা পুনরায় উত্তোলন করতে যে এনআইডি দিয়ে নিবন্ধন করা ছিল, তা সাথে নিয়ে যেতে হবে। এজন্য হারানো সিম কার নামে রেজিস্ট্রশন করা ছিল তা জানা জরুরী।
হারানো সিম কোন NID কার্ড দিয়ে নিবন্ধন করা ছিল তা জানার জন্য প্রথমেই আপনার অন্য কোন সিম দিয়ে উপরের নিয়মে অনুসরণ করে মেসেজ অথবা ডায়াল করতে হবে।
যদি ফিরতি মেসেজে নাম্বারের তালিকায় হারানো সিম থেকে থাকে, তাহলে আপনি নিশ্চত হতে পারবেন, যে এই ভোটার আইডি দিয়েই রেজিস্ট্রেশন করা হয়েছিল।
যদি, এই তালিকায় না থাকে, তবে সম্ভাব্য কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকতে পারেন, তার মোবাইল নাম্বার থেকে সেই ব্যক্তির ভোটার আইডির শেষ ৪ ডিজিট ব্যবহার করে মেসেজ পাঠাতে হবে।
তারপরেও কোন সমাধান না পেলে কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সমস্যা খুলে বলুন, তারা আপনাকে কিছু হিন্টস দিবে (যেমন: জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট, অথবা সিম নিবন্ধনকারী ব্যক্তির নাম, ইত্যাদি)। তারপর আপনি খুব সহজেই কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন।
সিম রেজস্ট্রেশন বাতিল করার নিয়ম
nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা দেখার পর যদি আপনি কোনো সিমের রেজিস্ট্রেশন বাতিল করতে চান তবে, সেই সিম অপারেটরের নিজস্ব কাস্টোমার কেয়ারে ফোন দিয়ে কাস্টমার এজেন্ট এর সাথে কথা বলতে হবে।
এজেন্ট এর কাছে আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করার ইচ্ছা প্রকাশ করলে ভেরিফিকেশনের জন্য নিজের নাম, পিতার নাম, ভোটার আইডি নাম্বার, ব্যালেন্স, সর্বশেষ রিচার্জের পরিমাণ ইত্যাদি জেনে ভেরিফাই করবেন। ভেরিফিকেশন কমপ্লিট হলে তিনি আপনার সিমটির রেজিস্ট্রেশন বাতিল করে দিবেন।
তাছাড়া, নিকটস্থ নির্দিষ্ট কাস্টমার কেয়ারে গিয়েও আপনি আপনার যেকোন সিমের রেজিস্ট্রেশন বাতিল করাতে পারবেন।
সিম নিবন্ধন যাচাই নিয়ে শেষ কথা
প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে ডিজিটাল অপরাধ বাড়ছে, সেইসাথে বাড়ছে আইনের বিধি-নিষেধ। অপরাধী সনাক্তকরণে মোবাইল সিম এখন বড় হাতিয়ার। কিন্তু, সিমটি অবৈধভাবে রেজিস্ট্রেশন করা থাকলে আইন এবং নিরাপরাধ নাগরিক দুপক্ষের জন্য ঝামেলা বয়ে আনে।
আশা করি, আজকের আলোচনার পর আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে আর কোন সমস্যা নেই। তাহলে আর দেরি না করে এখনি ডায়াল করুন এবং জেনে নিন, কেননা এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস।
ভাই, আমার nid দিয়ে একটা অন্য কেউ সিম চালাচ্ছে কিন্তু পুরো নাম্বার দেখাচ্ছে না। আমি কি করে পুরো নাম্বার পাব?
আপনি নিশ্চয়ই আপনার NID দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের প্রথম ৩ ডিজিট দেখতে পাচ্ছেন, তা থেকে বোঝা যাবে কোন অপারেটরের সিম।
নির্দিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে ভোটার আইডি কার্ডের মূল কপি নিয়ে যাবেন। তাদেরকে জানালেই আপনাকে সম্পূর্ণ নাম্বার জানাবে। তারপর প্রয়োজনে নাম্বারটি বন্ধ করে দিতে বলবেন
পুরাতন আইডি নাম্বার ও স্মার্ট আইডি নাম্বার মিলিয়ে কয়টা সিম নিবন্ধন করা যাবে সঠিক খবরটা জানাবেন উপকৃত হবো
পুরাতন আইডি কার্ডের সাথে নতুন স্মার্ট কার্ড পরস্পর লিঙ্ক করা থাকে। তাই, সর্বোচ্চ ১৫ টি সিম নিবন্ধন করতে পারবেন
একটা এনআইডি দিয়ে ২০ টি সিম রেজিষ্ট্রেশন হয়। আর আপনার যদি স্মার্ট কাড হয়ে যায় তাহলে পুরাতন এনআই ডি এমনিতেই বাতিল। তাই যদি কোন সিম পুরাতন দিয়ে রেজিষ্ট্রেশন থাকেও তাহলে নতুন্টাতে নিবন্ধন করুন।
জ্বি না। এখন ১৫ টা করা যাচ্ছে। আর স্মার্ট এনআইডি কার্ডে বিগত সকল তথ্য ট্রান্সফার করে নেওয়া হবে। তাই আপনার NID দিয়ে পুনরায় সিম রেজিষ্ট্রেশন করার দরকার নেই।