ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর উপায় জানতে চান? নাম্বার গোপন রেখে মেসেজ করার ফ্রি এসএমএস পাঠানোর সাইট খুঁজে থাকলে এই মূহূর্তে সঠিক আর্টিকেলটি পড়ছেন।
SMS যার পুরো নাম Short Message Service. মোবাইলে কথা বলার খরচ যখন ৬ টাকা প্রতি মিনিট ছিল, তখন থেকেই জনপ্রিয় মেসেজ ফিচারটি। যদিও মেসেজ করার এর জন্য অনেক প্যাকেজ রয়েছে কিন্তু যদি ফ্রিতে মেসেজ করা যায়, তাহলে কেমন হয়?
আজ আপনি এমন একটি সাইটের সাথে পরিচিত হতে যাচ্ছেন যেখানে ফ্রি এসএমএস ( online fee sms ) সার্ভিসটি পাবেন। নাম্বার গোপন রেখে এসএমএস করার সুবিধাও থাকছে ফ্রি করার এই সাইটে। সেই সাথে থাকছে আয় করার সুযোগ। তাহলে শুরু করা যাক!
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর সাইট
ফ্রি তে কল করার অনেক অ্যাপ এর নাম শুনে থাকবেন যেমন, ব্রিলিয়ান্ট, আলাপ অ্যাপ, আম্বার আইটি, ইত্যাদি। ইন্টারনেটে সার্চ করলে FREE SMS ( ফ্রি এসএমএস ) করার জন্য আপনি অনেক সাইটও পাবেন। কিন্তু সেই সাইট গুলোর বেশিরভাগ বাংলাদেশ বান্ধব না। বিভিন্ন সমস্যা দেখা দেয় ফ্রি মেসেজ করার সময়। সবচেয়ে বড় সমস্যা, সাধারণ সাইটগুলোতে আপনি সর্বোচ্চ ১০-১৫ শব্দের মেসেজ লিখতে পারবেন।
কিন্তু আপনি আজ ফ্রি এসএমএস পাঠানোর যে সাইটের সাথে পরিচিত হবেন, সেটি তৈরিই করা হয়েছে বাংলাদেশের জন্য এবং এখানে একটি ফ্রি মেসেজ এ ১৬০টি ক্যারেক্টার লিখতে পারবেন। ব্যক্তিগত ভাবে ব্যবহারের পর আমি মনে করি সাইটিটি আপনাকে শতভাগ সন্তুষ্ট করতে পারবে। ফ্রি মেসেজ করার ওয়েবসাইটের নাম সফট ক্লেভার। এদের স্লোগান – Send FREE SMS
ফ্রি এসএমএস করার সাইটে কি কি থাকছে?
- ২৪ ঘন্টা ৭ দিন মেসেজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি
- বাংলায় মেসেজ পাঠাতে পারবেন
- নিজের নাম্বার গোপন রেখে মেসেজ করার সুবিধা
- একসাথে কয়েকজন কে অর্থাৎ Multiple Message পাঠাতে পারবেন
- যেকোন দেশে FREE SMS ( ফ্রি এসএমএস ) পাঠাতে পারবেন
- অনলাইনে আয় করতে পারবেন
একাউন্ট খুলবেন যেভাবে
একদম সহজ পদ্ধতি। শুধুমাত্র একটি ই-মেইল, পাসওয়ার্ড এবং আপনার নাম লিখে দিলেই একাউন্ট হয়ে যাবে। ওয়েবসাইট এড্রেস- SoftClever – Send FREE SMS
নাম্বার গোপন রেখে এসএমএস করার উপায়
মেসেজ করার সময় নাম্বার গোপন করতে হবে না। সাইটের সিস্টেম-ই এমন যে, আপনার নাম্বার না দেখিয়ে এমন একটি নাম্বার দেখাবে, যে নাম্বারের কোন অস্তিত্ব নেই। আপনার রিসিভার যদি ফোন দেয়, তবে নাম্বারটি বন্ধ পাবে।
টিপস: আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি মেসেজ করছেন, এবং তার থেকে ফেরৎ মেসেজ পেতে চাচ্ছেন, তবে তাকে বলে দিন যে আপনার নিজের নাম্বারে যেন মেসেজ করে।
ফ্রি এসমএমএস এর সাথে অনলাইনে আয়
সাইটে নিয়মিত জব ছোট ছোট টাস্ক আপলোড করা হয়, সেইসাথে মেসেজ দিয়ে জানানোও হয়। নাম্বার গোপন রেখে এসএমএস করার এই সাইটে মূলত তিনভাবে আয় করা যায়।
- প্রথমত- ছোট ছোট ভিডিও দেখে ( ১টি ভিডিও প্রতিদিন একবার দেখতে পারবেন- বারবার দেখে লাভ নাই, পেমেন্ট একবারই পাবেন)
- দ্বিতীয়ত- রেফার করে। একাউন্ট খোলার সাথে সাথে একটি রেফারেল লিঙ্ক পাবেন। আপনার লিঙ্ক দিয়ে কেউ সাইটে ঢুকলেই আপনার একাউন্টে পয়েন্ট জমা হবে। যদি তিনি একাউন্ট তৈরি করেন, তবে তার জন্য থাকছে এক্সট্রা বোনাস।
- তৃতীয়ত, এড ক্লিক করে।
Free sms করার সাইট কোন কারেন্সি ব্যবহার করে?
আগেই বলেছি সাইটটি আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশীদের টার্গেট করে করা হয়েছে। তাই টাকা এখানে মেইন কারেন্সি।
ইনকাম কেমন
খুব বেশি আয় করার ইচ্ছা থাকলে আমি বলবো এটি আপনার জন্য না। প্রতিদিন ১৫-২০ টাকার টাস্ক আপলোড করা হয়।
সেইসাথে আপনার যদি ভাল কোন পরিচিতি থাকে বা এমন কোন স্পেস যেখানে আপনি লিঙ্কটি পাবলিশ করলে অনেক মানুষ দেখবে এবং লিঙ্কটি ব্যবহার হবে, তাহলে বেশ ভাল একটা এমাউন্ট আয় করতে পারেন।
প্রতি ১৫০ পয়েন্ট এর জন্য পাবেন ৩০ টাকা।
টাকা উঠানোর নিয়ম
যদি ফ্রেক্সিলোড নিতে চান তবে মিনিমাম ১০ টাকা হতে হবে । বিকাশে টাকা নেওয়ার জন্য মিনিমাম ইনকাম ৩০ টাকা হতে হবে।
ফ্রি এসএমএস পাঠানোর সাইট নিয়ে পরিশেষ
আর্টিকেল এর মূল বিষয় ছিল আপনাদের FREE SMS করার সাইটটিকে পরিচিত করানো, ফ্রি এসএমএস পাঠানোর সাইট থেকে সামান্য ইনকামটা নিতান্তই বোনাস। যারা কাজ জানেন না তাদের জন্যও অনলাইনে আয় করার অনেক উপায় রয়েছে, ট্রাস্টেড সাইটগুলোর মধ্যে এটি একটি।
আশা করি আপনারা ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর উপায় সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছেন। তারপরেও যদি কোন সমস্যা অনুভব করেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Thanks
প্রতিবর্তনের সাথে থাকুন
ধন্যবাদ ভাইয়া , দীর্ঘজীবী হন.
আমীন
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ এমন একটি ওয়েবসাইট-এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
অামি মাত্র এ্যাকাউন্ট খুলেছি এবং কয়েকজনকে এসএমএস পাঠিয়েছি। সাকসেসফুল।
অন্তরের অন্তস্তল থেকে অাবারও ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই। সাথে থাকবেন আশা করি।
আচ্ছালামুয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম