রকেট ক্যাশ আউট চার্জ | Rocket Cash Out charge 2023

রকেট ক্যাশ আউট চার্জ

একজন নতুন রকেট ইউজার কিংবা রকেট একাউন্ট খুলতে ইচ্ছুক গ্রাহক হিসেবে অনেকেই রকেট ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে চান। আপনিও কি রকেট ক্যাশ আউট চার্জ কত ২০২৩ এ তা জানতে চান? আপনার প্রয়োজনে পাশে থাকতে আমরা আজ Rocket cash out charge কত সেসম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করবো ইনশাআল্লাহ্‌।

রকেট ক্যাশ আউট চার্জ

রকেট ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম, যা বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে আসা প্রতিষ্ঠান। বর্তমানে বিকাশ অত্যাধিক জনপ্রিয়তা পেলেও রকেটের বিভিন্ন সেবার কারণে এখনো শক্ত অবস্থান দখল করে রয়েছে।

রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করার ৩ টি মাধ্যম রয়েছে। আর আপনি কোন মাধ্যমে rocket থেকে cash out করবেন, তার উপরই ক্যাশ আউট খরচ নির্ভর করবে।

শুধু তাই নয়, রকেট একাউন্টের ধরণও দুইটি, যথা রকেট পার্সোনাল এবং রকেট স্যালারি একাউন্ট। একাউন্ট টাইপ এর উপরও Rocket cash out charge কম বেশি হয়। চিন্তার কারণ নেই, আমরা সবটাই জেনে নিবো, ইনশা-আল্লাহ।

রকেট ক্যাশ আউট করার মাধ্যম সমুহ:

  • Rocket Agent থেকে
  • Dutch Bangla Bank এর ATM থেকে
  • Dutch Bangla Bank এর যে কোন Branch থেকে

যেহেতু একজন রকেটে গ্রাহক ৩ টি উপায়েই ক্যাশ আউট করতে পারবেন, তাই আমরাও প্রতিটি উপায়ে ক্যাশ আউট খরচ সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ।

১। এজেন্ট পয়েন্ট এ রকেট ক্যাশ আউট চার্জ

রকেট পার্সোনাল একাউন্ট ক্যাশ আউট চার্জ:

Rocket Agent পয়েন্ট থেকে ক্যাশ আউট করার জন্য প্রতি হাজারে ১৬.৭০ টাকা খরচ হবে। অর্থাৎ, রকেট এজেন্ট এর কাছে ১০০০ টাকা ক্যাশ আউট করলে মোট ১০১৬.৭০ টাকা কাটবে।

আরো পড়ুন:  বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম | 3 ways for bKash Agent Registration

রকেট স্যালারি একাউন্ট ক্যাশ আউট খরচ:

রকেট স্যালারি একাউন্টধারীদের জন্য Rocket Agent পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে প্রতি হাজারে মাত্র ৯ টাকা খরচ হবে।

অর্থাৎ, রকেট এজেন্ট এর কাছে ১০০০ টাকা cash out করলে মোট ১০০৯ টাকা কাটবে।

২। Dutch Bangla Bank ATM বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ

রকেট পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট করার খরচ:

রকেট গ্রাহক হিসেবে আপনি বাংলাদেশের সকল ডাচ বাংলা ব্যাংক এর এটিএম বুথ এ রকেট থেকে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।

Dutch Bangla Bank এর ATM অথবা Branch এ রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট খরচ হবে মাত্র ৯ টাকা।

অর্থাৎ রকেট থেকে এটিএম বুথ দিয়ে ১০০০ টাকা ক্যাশ আউট করার জন্য একাউন্টে ১০০৯ টাকা থাকতে হবে, যা নগদ এবং বিকাশ ক্যাশ আউট চার্জের চেয়ে বেশ কম।

তবে, রকেট একাউন্ট থেকে এটিএম বুথ থেকে ৫০০ টাকার কম ক্যাশ আউট করতে পারবেন না। এমনকি, ৭০০, ৮০০, কিংবা ১২০০ টাকা তুলতে পারবেন না। সবসময় ৫০০ এর গুণিতক পরিমাণ টাকা উঠাতে হবে। যেমন: 500, 1000, 1500 টাকা।

রকেট স্যালারি একাউন্টের ক্যাশ আউট খরচ:

রকেট স্যালারী একাউন্ট ধারীরা যেকোন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে যেকোন পরিমাণ টাকা ক্যাশ আউট করতে পারবেন কোন চার্জ ছাড়াই! যি, একদম সঠিক পড়েছেন, কোন চার্জ দিতে হবে না। তবে স্যালারি একাউন্ট ধারীদের জন্যও ৫০০ এর গুণিতক পরিমাণ টাকা উত্তোলন করতে হবে।

৩। ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চ অফিসে রকেট ক্যাশ আউট চার্জ

পার্সোনাল একাউন্ট:

ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চ অফিস থেকেও প্রতি হাজার টাকা রকেট ক্যাশ আউট চার্জ ৯ টাকা। ডাচ বাংলা ব্রাঞ্চ অফিস থেকে সর্বনিম্ন 20 টাকা ক্যাশ আউট করতে পারবেন।

আরো পড়ুন:  ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম

রকেট স্যালারি একাউন্ট:

সকল DBBL ব্রাঞ্চ অফিসে রকেট একাউন্ট থেকে যেকোন পরিমাণ টাকা ক্যাশ আউট করার জন্য মাত্র 10 টাকা চার্জ কাটবে। অর্থাৎ, আপনি 100, 1000 বা 10000 হাজার যে পরিমাণ টাকাই ক্যাশ আউট করুন না কেন, চার্জ মাত্র 10 টাকা।

চলুন, একনজরে রকেট পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট করার চার্টটি দেখে নেওয়া যাক:

রকেট পার্সোনাল একাউন্ট ক্যাশ আউট চার্জ লিস্ট

মাধ্যম চার্জ (হাজারে)
DBBL এজেন্ট ১৬.৭০ টাকা
DBBL এটিএম বুথ ৯.০০ টাকা
DBBL ব্রাঞ্চ অফিস ৯.০০ টাকা

রকেট স্যালারি একাউন্ট থেকে ক্যাশ আউট করার চার্ট:

রকেট স্যালারি একাউন্ট ক্যাশ আউট চার্জ লিস্ট

মাধ্যম চার্জ
DBBL এজেন্ট ৯.০০ টাকা (প্রতি হাজারে )
DBBL এটিএম বুথ ফ্রি
DBBL ব্রাঞ্চ অফিস ১০.০০ টাকা (যেকোন পরিমাণ)

আশা করি, রকেট ক্যাশ আউট চার্জ নিয়ে আপনি পূর্ণ ধারণা পেয়েছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা রকেটেই পাওয়া যাচ্ছে। আপনার রকেট স্যালারি একাউন্ট না থাকলেও রকেট এটিএম বুথের সুবিধা নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top