নগদে ক্যাশ আউট চার্জ কত | Nagad Cashout Charge 2023

নগদে ক্যাশ আউট চার্জ কত

প্রতি ১০০০ টাকায় নগদে ক্যাশ আউট চার্জ মাত্র ৯.৯৯ টাকা। যা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে সবচেয়ে কম ক্যাশ আউট খরচ। তবে নগদে ক্যাশ আউট চার্জ কত হবে তা নির্ভর করছে আপনি কিভাবে কত টাকা কিভাবে উত্তোলন করছেন এবং আপনার নগদ একাউন্টটি রেগুলার নাকি ইসলামিক তার উপর

রেগুলার একাউন্টে নগদ কোড এবং অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে নগদ একাউন্টের ক্যাশ আউট খরচ কম বেশি হয়। তাই, নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত ২০২৩ সালে সেসম্পর্কে বিস্তারিতভাবে জানলে nagad cash out charge কমানো সম্ভব হবে।

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ : হাজারে ৯.৯৯ টাকা

নগদ ডাক বাংলা বিভাগের ডিজিটাল লেনদেন সেবা। রকেট এবং বিকাশের সাথে নতুন করে যতগুলো মোবাইল ব্যাংকিং সেবা এসেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা এবং জনপ্রিয়তা পেয়েছে নগদ।

জনপ্রিয়তা পাওয়ার পিছনে আস্থার পাশাপাশি নগদের খরচ তথা nagad cashout charge বিকাশের খরচের চেয়ে তুলনামূলক কম হওয়া ভূমিকা রেখেছে। আপনি যদি এখনো একাউন্ট খুলে না থাকেন, তবে Nagad Account খোলার পদ্ধতি জেনে নিন। ইতিমধ্যে নগদ একাউন্ট খোলা থাকলে চলুন নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত, নগদে হাজারে কত টাকা চার্জ কাটে তা জেনে নেওয়া যাক।

নগদের ক্যাশ আউট খরচ কত হবে, তা নির্ভর করছে আপনি কিভাবে, কত টাকা উত্তোলন করছেন। নগদে ২ পদ্ধতিতে ক্যাশ আউট করা যায়-

  1. নগদ কোড দিয়ে এবং
  2. নগদ অ্যাপ দিয়ে

১। *167# কোড দিয়ে নগদে ক্যাশ আউট চার্জ কত (রেগুলার একাউন্ট)

নগদ এজেন্ট পয়েন্ট এ USSD বা নগদ কোড দিয়ে রেগুলার একাউন্ট থেকে ক্যাশ আউট করার জন্য প্রতি এক হাজার টাকায় ১৩.০৪ টাকা খরচ হবে (ভ্যাট ছাড়া)। ভ্যাটসহ নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ হবে ১৫ টাকা।

আরো পড়ুন:  রকেট ক্যাশ আউট চার্জ | Rocket Cash Out charge 2023

অর্থাৎ, যদি আপনি নগদ একাউন্ট থেকে 1000 টাকা উঠাতে চান, তাহলে ১০১৫.০০ টাকা একাউন্ট থেকে কাটা হবে।

নগদে ক্যাশ আউট খরচ

২। অ্যাপ দিয়ে নগদে ক্যাশ আউট চার্জ কত (রেগুলার একাউন্ট)

অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের মতো নগদেও অ্যাপ ব্যবহারে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। সুবিধাগুলোর মাঝে কম খরচে নগদের ক্যাশ আউট অন্যতম।

নগদ অ্যাপ দিয়ে একাউন্ট থেকে ক্যাশ আউট করার চার্জ মাত্র ৯.৯৯ টাকা (ভ্যাট ছাড়া), ভ্যাট সহ চার্জ আসবে ১১.৪৯ টাকা।

অর্থাৎ, নগদ অ্যাপ দিয়ে ১০০০ টাকা ক্যাশ আউট করার জন্য মোট ১০১১.৪৯ টাকা খরচ হবে।

৩। নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ কত

নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ রেগুলার একাউন্টের তুলনায় কিছুটা বেশি। নগদ কোড কিংবা নগদ ইসলামিক অ্যাপ থেকে ক্যাশ আউট করতে প্রতি ১০০০ টাকায় ১৩.০৫ টাকা চার্জ কাটা হয়, ভ্যাটসহ যার পরিমাণ দাড়ায় মোট ১৫.০০ টাকা।

অর্থাৎ, নগদ ইসলামিক একাউন্ট থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করলে আপনার একাউন্ট থেকে ১০১৫ টাকা কাটা হবে।

একনজরে নগদে ক্যাশ আউট চার্জ

  • নগদ কোড দিয়ে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৩.০৫ টাকা (ভ্যাট ছাড়া)
  • ভ্যাটসহ নগদ কোড দিয়ে টাকা প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করার চার্জ ১৫ টাকা
  • নগদ অ্যাপে ক্যাশ আউট চার্জ ৯.৯৯ টাকা (ভ্যাট ছাড়া)
  • ভ্যাটসহ নগদ অ্যাপ দিয়ে ১০০০ টাকা ক্যাশ আউট খরচ ১১.৪৯ টাকা।
  • নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ প্রতি ১০০০ টাকায় ১৫ টাকা

আশা করি, নগদে ক্যাশ আউট চার্জ কত তা আপনি বিস্তারিতভাবে জেনেছেন। নগদ কোড এর চেয়ে অ্যাপ দিয়ে টাকা উঠানোর খরচ ৩.৫১ টাকা কম। তাই, আপনার স্মার্টফোন থাকলে নগদ অ্যাপ ডাউনলোড দিন, নগদে ক্যাশ আউট চার্জ কমিয়ে ফেলুন।

তবে, একজন মুসলিম হিসেবে আপনার উচিৎ সুদমুক্ত নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top