দিন তারিখ ও বার বের করার নিয়ম

বার বের করার নিয়ম

ইংরেজি যেকোন সালের যেকোন দিন কি বার ছিল অর্থাৎ, বার বের করার নিয়ম জানতে চান? চলুন একটি গল্পের মাধ্যমে ইংরেজি সালের দিন তারিখ বার বের করার নিয়ম শিখে নেই।

বার বের করার নিয়ম

মঈন ইতিহাস বই পড়ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ রোজ বৃহস্পতিবার রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। ১৪ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বুদ্ধিজীবিদের হত্যা করে; ১৬ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ বিজয় অর্জন করে।

মঈন এভাবে তারিখের পাশে বারের নাম দেখে খুবই চিন্তায় পড়ে গেল। মনে রাখবে কিভাবে এতকিছু। বই খোলা রেখেই সে পড়া বাদ দিয়ে গেমস খেলা শুরু করল। এমন সময় কবির মামা আসল তার রুমে।

মামা: কিরে বই খোলা রেখে গেমস খেলছিস কেন?

মঈন: আরে পীথাগোরাস মামা যে! কখন এলে? (কবির মামা সবকিছুতেই গণিত খোঁজে। যেকোন কিছুই গাণিতিক ভাবে ভাবতে চায় তাই মঈন তাঁকে এমন নামে ডাকে)

মামা: এইতো মাত্রই।

মঈন: আসছ ভালই হয়েছে। পড়তে বসে তারিখের পাশে বারের নাম দেখে বিরক্ত লাগছে। মনে রাখতে পারছি না।

মামা: (মৃদু হাসি দিয়ে)। একটা কলম আর কাগজ দে। বল কোন সালের কোন তারিখের বার লাগবে? মঈন বিস্ময় নিয়ে মামাকে কলম আর খাতা বাড়িয়ে দিল। টেবিলের পাশে টাঙানো ক্যালেন্ডারটা হাতে নিল।

মঈন: ২০২০ সালের ১ জানুয়ারী?

মামা: ২০+৫ / ৭ = ভাগশেষ ৪ = বুধবার

মঈন: (কৌতুহল নিয়ে আবার বলল) ২০২০ সালের ২ নভেম্বর?

মামা: ২০+৫+৩০৭-১ /৭ = ভাগশেষ ২= সোমবার ।

মঈন এবার চোখ আকাশে তুলে জিজ্ঞেস করল কীভাবে সম্ভব মামা?

মামা: ‘Mathematics involve in everywhere dear😊’ শিখতে চাস?

মঈন: অবশ্যই মামা।

মামা: আচ্ছা। ভালো করে মনযোগ দিয়ে বুঝ। বিষয়টাকে আমরা ২ টা ভাগে ভাগ করে শিখব।

১ম ভাগ: যেকোন সালের ১ জানুয়ারি কি বার জানার জন্য;

  • ২০০০ এর উপর যেকোন সাল : (Y-2000+L)/7
  • ২০০০ এর পূর্বের যেকোন সাল : {(Y -2000- L)/7}+7

এখানে Y = নির্ণেয় বছর ; L= লিপ ইয়ার বা অধিবর্ষ সংখ্যা ( ২০০০ এর উপরের সালের জন্য ২০০০ সাল থেকে নির্ণেয় সালের পূর্ব পর্যন্ত লিপ ইয়ার সংখ্যা এবং ২০০০ সালের পূর্বের জন্য নির্ণেয় সাল থেকে ২০০০ এর পূর্ব পর্যন্ত লিপ ইয়ার সংখ্যা) প্রাপ্ত ভাগশেষ অনুযায়ী দিন হিসেব করতে হবে। এজন্য দিনকোডের চার্ট জানা আবশ্যক।

দিনকোড: ভাগশেষ

  • ০ = শনিবার
  • ১ = রবিবার
  • ২ = সোমবার
  • ৩ = মঙ্গলবার
  • ৪ = বুধবার
  • ৫ = বৃহস্পতিবার
  • ৬ = শুক্রবার

মঈন মনযোগ সব শুনছিল এতক্ষণ। তারপর সে জিজ্ঞেস করল….

মঈন: যদি ১ জানুয়ারি না বলে অন্যকিছু বলে তাহলে কিভাবে বের করব?

মামা: হুমম। ঐটার জন্যও সূত্র আছে আমার কাছে।

বার বের করার সূত্র-১: ২০০০ সালের উপরে হলে : (Y – 2000 +L+D – 1)/7.

বার বের করার সূত্র-২: ২০০০ সালের পূর্বে হলে : {(Y – 2000 – L+D+6)/7}.

সবই আগের মতই শুধু D = নির্ণেয় দিন পর্যন্ত দিন সংখ্যা। বুঝতে পারলি ভাগ্নে?

মঈন: জ্বি, ক্লিয়ার মামা।

মামা: তাহলে বল, ২০০৪ সালের ১ জানুয়ারি কি বার?

মঈন: (২০০৪-২০০০ + ২)/৭ = ৬/৭। ভাগশেষ ৬। শুক্রবার?

মামা: হাহা। ধরা খাইলি। L= ১ হবে। বললাম যে ২০০০ সালের পর L এর মান হবে ২০০০ সাল থেকে ঐ সালের পূর্ব পর্যন্ত। তার মানে লিপ ইয়ার হবে শুধু ২০০০; ২০০৪সাল গণনা করা যাবে না। তাহলে হবে (৪+১)/৭ = ভাগশেষ ৫। বৃহস্পতিবার।

মঈন: জ্বি মামা এখন ক্লিয়ার 😊😊

মামা: এখন বল, ১৯৯২ সালের ২৯ ফেব্রুয়ারি কি বার?

মঈন: {(Y-2000-L+D+6)/7} = (-8-2+60+6)/7=56/7= ভাগশেষ ০। শনিবার এখন L ভুল করি নাই মামা ✌। ১৯৯২ থেকে ২০০০ এর পূর্ব পর্যন্ত মানে L= 1992 & 1996 =2 হবে।

মামা: সাবাশ ভাগ্নে। শিখে গেলি!

মঈন: ধন্যবাদ মামা।

চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে মানসিক দক্ষতা যাচাই করতে এ ধরণের প্রশ্ন হয়ে থাকে যার জন্য বার বের করার নিয়ম জানতে হয়। আশা করি সকলেই এখন ইংরেজি সালে নির্দিষ্ট তারিখ কি বার ছিল তা বের করার উপায় বুঝতে পেরেছেন।

3 thoughts on “দিন তারিখ ও বার বের করার নিয়ম”

  1. 1910 সালের ১০ ই জানুয়ারি মিলেনা কেন?
    (১৯১০-২০০০-২৩+৬+১০)/৭
    =৬ অবশিস্ট
    সে হিসেবে শুক্রবার হয় কিন্তু ক্যালেন্ডার মতে সোমবার।

  2. Md. Toufiqur Rahman

    2022 saler 31 january ki bar hobe?
    (2022-2000+5+31-1)/7
    = (22+35)/7
    =57/7
    =1
    That means Sunday, But in calender show Monday. Please help me.

    1. ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০ মোট ৬টি লিপইয়ার। কিন্তু আপনি সম্ভবত ২০০০ কে বাদ দিয়ে ৫টা নিয়েছেন। ২০০০ এর পরের সালগুলো ২০০০ কে ধরে করতে হবে। আর ২০০০ এর পূর্বের সালগুলোর ক্ষেত্রে ২০০০ বাদ দিয়ে। আশা করি এবার আপনার বার মিলে যাবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top