আলাপ অ্যাপ | আলাপ কল রেট ও সুবিধা জেনে নিন

আলাপ অ্যাপ কল রেট

আলাপ অ্যাপ : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড- BTCL এর আইপি কলিং সফওয়্যার আলাপ app এখন Play Store এবং iStore এ পাওয়া যাচ্ছে। ‍আলাপ অ্যাপ BTCL এর নিজস্ব অ্যাপ হওয়ায় সবচেয়ে কম কল রেট এ ল্যান্ডফোন এবং দেশের সকল মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন।

তাছাড়া নামমাত্র ইন্টারনেট দিয়ে আলাপ অ্যাপ থেকে আলাপ অ্যাপে ফ্রি কল করা যাবে। বলতে গেলে আলাপ হলোসম্পূর্ণ ফ্রি কথা বলার অ্যাপ। শুধু তাই নয়, ভবিষ্যতে দেশের বাইরেও কথা বলা যাবে সবচেয়ে কম রেটে।

আলাপ অ্যাপ এর সুবিধা

প্রথম সুবিধা: বাংলাদেশে ফ্রি এসএমএস করার সাইট এবং আরো ২টি ফ্রি আইপি কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট এবং আম্বার আইটি থাকলেও আলাপ অ্যাপে নতুন কিছু সুবিধা যুক্ত করেছে। আলাপ অ্যাপ এর সবচেয়ে বড় সুবিধা হলো নাম্বার ডিস্ট্রিবিউশন সিস্টেম।

সবার জন্য কমন ০৯৬৯৬ এবং আপনি যে নাম্বার দিয়ে আলাপ app ID খুলবেন সেই নাম্বারের লাস্ট ৬ ডিজিট দিয়ে আলাপ নাম্বার তৈরি হবে।

যদি কারো মোবাইল নাম্বারের লাস্ট ৬ ডিজিট হয় ১২৩৪৫৬, তবে তার আলাপ নাম্বার হবে ০৯৬৯৬১২৩৪৫৬, সুন্দর নাহ? নাম্বারটি মনে রাখা কিংবা কাউকে জানানোর জন্যও বেশ সহজ। অন্যদিকে ব্রিলিয়ান্ট অ্যাপে এমন নাম্বার নেওয়ার জন্য টাকা খরচ করতে হয়।

দ্বিতীয় সুবিধা: যদি আপনার আলাপ অ্যাপ ইনস্টল করা না থাকে, তবুও আপনি আমার আলাপ নাম্বার ডায়াল করে কল করতে পারবেন।

আলাপ app এর তৃতীয় সুবিধা কল ফরওয়ার্ড সিস্টেম। অর্থাৎ কোনো আলাপ অ্যাপস ব্যবহারকারী যদি আপনার আলাপ অ্যাপ নাম্বারে কল দিয়ে না পায়, তবে আপনার মোবাইল নাম্বারে কল চলে যাবে। অর্থাৎ কল মিস হবার কোনো সুযোগ নেই।

আরো পড়ুন:  brilliant connect apk | ফ্রি কলিং সফটওয়্যার

যাদের মোবাইলে ১টি মাত্র সিম এবং বাংলাদেশে ইন্টারনেট সিম সুবিধা না থাকায় মন খারাপ করেছিলেন, তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আলাপ আইপি কলিং অ্যাপ।

আলাপ অ্যাপ এর আরো কিছু সুবিধা নিম্নরূপ:

  • যেকোনো কল অটো রেকর্ড করা যায়
  • অডিও, ভিডিও কল করার সুবিধা
  • আলাপ অ্যাপ গ্রুপ চ্যাট, কল এবং কনফারেন্স কল করার সুবিধা
  • কেউ অফলাইনে থাকলে প্রয়োজনে অডিও কিংবা ভিডিও বার্তা পাঠানো যায়
  • লোকেশন শেয়ারিং ফিচার

এছাড়াও আপনার পছন্দের ক্যাটেগরিতে আলাপ অ্যাপে নিউজ পড়ার সুবিধাও রয়েছে।

আলাপ কল রেট | Alaap Call Rate

  • আলাপ অ্যাপ টু ল্যান্ডফোন কল রেট – ৩০ পয়সা/মি.
  • আলাপ অ্যাপ টু মোবাইল নাম্বার কল রেট – ৩০ পয়সা/মি.
  • আলাপ টু আলাপ কল রেট – ফ্রি

৩০ পয়সার সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে, সব মিলিয়ে ৩৫ পয়সা খরচ হবে।

আলাপ অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম

আলাপ অ্যাপ রেজিস্ট্রেশন বা একউন্ট খোলার জন্য প্রথমে আলাপ app download করে ইনস্টল করুন।

স্টেপ-১: ইনস্টল করার পর নিচের ছবির প্রথম পিকচারের মতো ইন্টারফেস আসবে। সেখানে যেকোনো একটিভ নাম্বার লিখুন এবং continue বাটনে ক্লিক করুন।

এখানে বলে রাখা দরকার, আপনি যে নাম্বার দিবেন, সেই নাম্বারের শেষ ৬ ডিজিট আপনার আলাপ নাম্বারে এড হয়ে যাবে, তাই নিজের প্রিয় নাম্বার দিয়ে একাউন্ট খোলার চেষ্টা করুন।

BTCL Alaap App

স্টেপ-২: উপরের ডান পাশের ছবির মতো ইন্টারফেস আসবে যেখানে পিন ভেরিফিকেশন করতে হবে। যদি মেসেজ অপশনে কোড না আসে তবে, কল করে কোড নেওয়ার জন্য কমান্ড দিন।

এই পর্যায়ে আপনার একাউন্টটি চালু হয়ে গেলো। অর্থাৎ ৩০ পয়সা প্রতি মিনিট কল করতে পারবেন এখন। কিন্তু Free কল করার জন্য ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আলাপ অ্যাপ ভেরিফিকেশন করতে হবে।

আলাপ অ্যাপ NID ভেরিফাই করার নিয়ম

আলাপ app ভেরিফিকেশন করার জন্য নিচের ছবির মতো মার্ক করা ‘আরো’ বাটনে ক্লিক করলে এনআইডি ভেরিফিকেশন অপশন চলে আসবে।

আরো পড়ুন:  আম্বার আইটি আইপি ফোন অ্যাপ - কথা চলুক ফ্রি তে

২ মার্ক করা NID Verification অপশনে ক্লিক করলে দ্বিতীয় ইন্টারফেস আসবে, যেখানে আমাদের ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবি এবং আপনার সেলফি তুলে সাবমিট করতে হবে। দ্বিতীয় ছবি আসার পর সরাসরি 3নং Next বাটনে ক্লিক করুন।

আলাপ অ্যাপ NID ভেরিফিকেশন

প্রথমে NID’র ফ্রন্ট ফেস এবং পরবর্তীতে ব্যাক ফেস এর ছবি তুলন। এরপর Next বাটনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পারবেন, কোনো কিছু ভুল থাকলে ঠিক করে দিতে পারবেন। এরপর পুনরায় Next বাটনে ক্লিক করলে সেলফি তুলতে হবে। অবশ্যই চোখ খোলা রেখে সেলফি তুলবেন।

ফ্রি কলিং অ্যাপব্যাস, আপনার কাজ শেষ, আপনি এখন আলাপ আইপ কলিং অ্যাপ থেকে অন্য আলাপ অ্যাপে ফ্রিতে কথা বলতে পারবেন। সেইসাথে পেয়ে গেছেন ১৫ মিনিট বোনাস।

আলাপ অ্যাপে কল ফরওয়ার্ড করার উপায়

শুরুতেই সুবিধা অংশে বলেছিলাম আলাপ অ্যাপে কল ফরওয়ার্ড করা যাবে। এই অপশনটি চালু করার জন্য প্রথমে More Button এ ক্লিক করে Settings এ চাপ দিন। পরের পেজে call forwarding অপশন সিলেক্ট করলে তৃতীয় পেজ আসবে। যেখানে আমাদের কল ফরওয়ার্ড অপশন on করে দিতে হবে।

আলাপ এপসএখানে আরো একটি সুবিধা হলো আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটা বাদ দিয়ে অন্য কোনো ফোন নাম্বারও সেট করে দিতে পারেন।

FAQ: সচরাচর জিজ্ঞেসিত প্রশ্ন:

আমার ন্যাশনাল আইডি কার্ড নেই, আমি কিভাবে আলাপ এপস এ রেজিস্ট্রেশন করবো?

আইডি কার্ড ছাড়াও রেজিস্ট্রেশন করা যাবে, তবে ফ্রিতে যেসব সার্ভিস পাওয়া যায়, সেগুলো পাবেন না। তাই ভালো হয়, অন্য কারো এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নিন।

একটি আইডি কার্ড দিয়ে কতগুলো একাউন্ট করা যাবে?

একটি NID দিয়ে শুধুমাত্র একটি একাউন্টই ভেরিফাই করা যাবে।

বিদেশের কোনো নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা যাবে?

  • যি, করা যাবে।

আলাপ অ্যাপ রিচার্জ করার উপায়

BTCL এর আলাপ অ্যাপে ৩টি পদ্ধতিতে রিচার্জ করা যায়;

  • বিকাশ
  • নগদ এবং
  • ডেবিট/ক্রেডিট কার্ড
আরো পড়ুন:  brilliant connect apk | ফ্রি কলিং সফটওয়্যার

আলাপ অ্যাপ নিয়ে শেষ কথা

আশা করি আপনার আলাপ অ্যাপ নিয়ে প্রয়োজনীয় সকল তথ্য জানতে পেরেছেন। আমাদের সরকারী এই আলাপ অ্যাপ সবার যে সুবিধার কথা চিন্তা করে অনলাইনে এসেছে, আশা করি তার সঠিক বাস্তবায়ন হবে।

4 thoughts on “আলাপ অ্যাপ | আলাপ কল রেট ও সুবিধা জেনে নিন”

  1. আলাপ এর গোপন নাম্বার থেকে কে ফোন দিচ্ছে এইটা কিভাবে খুঁজে বের করবো !!! কে ফোন দিয়ে জালাচ্ছে , তা দেখবো কি করে!!!!
    প্লিজ হেল্প মি

    1. দুঃখিত এটা দেখার কোন সিস্টেম নেই আপাতত

  2. সিম যার এন আই ডি দিয়ে নিবন্ধন করা আছে সেই এন আই ডি দিয়ে আলাপ এ্যাপ ভেরিফিকেশন করতে হবে কি?

    1. যি না, আপনি অন্য কোন এনআইডি কার্ড দিয়েও আলাপ অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top