বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং ব্যাপক জনপ্রিয় একটি কাজ হিসেবে বিবেচিত। আপনিও কি ফ্রিলান্সিং করে ইনকাম করতে চান! তাহলে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য অবশ্যই ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া দরকার।
ফ্রিল্যান্সিং এর কাজ কি, ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায়, কোন কাজের চাহিদা বেশি বা সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ কোনগুলো এসব বিষয়ে বিস্তারিতভাবে জানা না থাকলে আপনার জন্য সবচেয়ে সহজ ফ্রিল্যান্সিং কাজ কোনটি হতে পারে সেবিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে।
কেননা, আমাদের অনেকেরই ধারণা, ফ্রিল্যান্সাররা হয়তো শুধু অ্যাপ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, এসব না জানলে ফ্রিল্যান্সিং করে আয় করা সম্ভব না। কিন্তু, বাস্তবতা হলো বর্তমানে কয়েকশত ফ্রিল্যান্সিং জব ক্যাটেগরি আছে, যেগুলোর মাঝে অনেক সহজ ফ্রিল্যান্সিং কাজ রয়েছে যেগুলো ঘরে বসে কাজ করে আয় করা যায়।
কিছুদিন আগে প্রথম আলো পত্রিকায় একটি ফিচার আর্টিকেল পাবলিশ করা হয়, যেখানে পুনম নামের একজন শিক্ষার্থী তার রাফ খাতার আঁকিবুঁকি ফেসবুকে পোস্ট করার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রিল্যান্স জব অফার পেয়েছেন এবং বর্তমানে নরওয়ের একটি এজেন্সিতে পার্মানেন্ট জবও করছেন।
সুতরাং, ফ্রিল্যান্সিং মার্কেটে সব কাজ করার জন্য যে হার্ড স্কিল প্রয়োজন হয়, তা কিন্তু নয়। বরং, এমন অনেক কাজ আছে, যা হয়তো আপনিও পুনমের মতো শখের বসে করে থাকেন।
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং জব ক্যাটেগরি এখন এত বেশি যে আপনি হয়তো কাজের লিস্ট দেখে আশ্চর্য্য হয়ে বলবেন! আরে আমি তো এটা খুব ভালো পারি! তাহলে সময় নষ্ট না করে ইনকাম করলে সমস্যা কোথায়?
ফ্রিল্যান্সিং কাজ শিখতে যাওয়ার আগে ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে জেনে নেওয়া জরুরী। তাই চলুন, এবার ফ্রিল্যান্সিং এর জন্য যেসব কাজ করা যায় তার মধ্যে সেরা ১০টি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ | Top 10 Freelance Job List
একনজরে সহজ ১০টি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ :
- টি-শার্ট ডিজাইন
- লোগো ডিজাইন
- ফ্রিল্যান্স ফটো এডিটিং
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট
- SEO
- ফ্রিলান্স ডাটা এন্ট্রি
- Jobboy.com
- People Per Hour
- Rapidworkers.com
- Copy Paste Typing
১। টি-শার্ট ডিজাইন
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহের মাঝে মেয়েদের কাছে এটা বেশ পছন্দের কাজ। ঘরে বসে টি-শার্ট ডিজাইন করে ভাল ইনকাম করা সম্ভব। আপনি যদি টি-শার্ট ডিজাইন এর কাজ ভাল করতে পারেন তাহলে এটাই পেশা হিসেবে নিতে পারেন। আমরা যে টি-শার্ট গুলো দেখি বা মার্কেটে পাই, এই টি-শার্টগুলোর ডিজাইন কেউ-না-কেউ করে থাকেন। যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তাদের কাজগুলো দেখা যায়।
আপনি যদি টি-শার্ট ডিজাইন এর কাজ শিখেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে আপনার ডিজাইন সাবমিট করে ভালো আয় করতে পারবেন। অ্যামাজন, ফাইবার, ফ্রিল্যান্সার এ ধরনের যত মার্কেটপ্লেস রয়েছে সেখানে আপনার ডিজাইন সাবমিট করতে পারেন।
অনেকে টি-শার্ট ডিজাইনারদের হায়ার করে থাকেন তাদের কোম্পানির টি-শার্টের ডিজাইন করে নিতে। আপনিও চাইলে টি-শার্ট ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন।
টি-শার্ট ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার হতে পারলে সকল মার্কেটপ্লেস গুলোতে আপনিও খুব সহজে এই ফ্রিল্যান্স টি-শার্ট ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন।
২। লোগো ডিজাইন
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এর মাঝে লোগো ডিজাইন খুবই জনপ্রিয় একটি কাজ। লোগো ডিজাইন শিখে যে কেউ ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন।
আমরা যতগুলো প্রতিষ্ঠান দেখে থাকি, প্রত্যেক প্রতিষ্ঠানের লোগো রয়েছে। প্রতিষ্ঠান ছাড়াও ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ই-কমার্স, অনলাইন নিউজ পোর্টাল এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের লোগো ডিজাইনের প্রয়োজন হয়।
এই সকল লোগো ডিজাইন করে থাকেন লোগো ডিজাইনাররা। লোগো ডিজাইন মার্কেটে সব সময় ডিমান্ড থাকে। অনলাইন ও অফলাইন সবক্ষেত্রেই লোগো ডিজাইনারের ডিমান্ড রয়েছে।
সেক্ষেত্রে আপনিও লোগো ডিজাইনের কাজ শিখে লোগো ডিজাইনার হিসেবে কাজ শুরু করতে পারেন।
৩। ফ্রিল্যান্স ফটো এডিটিং
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এর মাঝে ফটো এডিটিং একটি সহজ কাজ। আপনিও চাইলে ফটো এডিটিং এর কাজ শিখে এটি পেশা হিসেবে নিতে পারেন।
অন্য কাজের চাইতে ফ্রিল্যান্স ফটো এডিটিং সহজ কাজ-ই বলা যায়। বেসিক কিছু কাজ শিখে ফটো এডিটিং এর কাজ করা যায় খুব সহজেই।
আলী-এক্সপ্রেস ও আমাজানে যেসব পণ্যের ছবি দেওয়া হয় তা শুধুমাত্র ছবি তুলে আপলোড করে দেওয়া হয় না। এই ছবিগুলো এডিট করে তারপর দেয়া হয়। এই ছবি এডিট করার জন্য ফটো এডিটর এর প্রয়োজন। চাইলে আপনিও এটা পেশা হিসেবে গ্রহণ করতে পারেন।
৪। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এর মাঝে ওয়েব ডেভলপমেন্ট সবসময়ই সবচেয়ে জনপ্রিয় ছিল। তবে এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জনপ্রিয়তা বেড়ে যাওয়া শুধু ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়েও ফ্রিল্যান্সিং করে আয় করা যায়। আপনিও চাইলে ঘরে বসে ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ করতে পারেন।
বর্তমানে প্রত্যেকটি কোম্পানির একটি ওয়েবসাইট এর প্রয়োজন হয়। তাদের পণ্য ও সেবা গুলোকে এবং তাদের সকল ইনফরমেশন ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টদের কাছে প্রেজেন্ট করার জন্য।
ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট খোলার খরচ কম হওয়ায় জনপ্রিয়তা বাড়ছে। অনলাইলে থাকা ওয়েবসাইটগুলোর মাঝে ৩২% এর অধিক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা।
আপনি যদি ওয়ার্ডপ্রেস এর কাজ ভালোভাবে শিখতে পারেন তাহলে এই কাজের ভালো চাহিদা রয়েছে।
৫। SEO
ঘরে বসে SEO কাজ করে সফল হওয়া সম্ভব। একটি ওয়েবসাইটকে গুগলে Rank করার জন্য SEO করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইট মালিকেরা তাদের কাজের জন্য এসইও এক্সপার্ট দের হায়ার করে থাকেন।
SEO ট্রাইব্যুনালের তথ্যমতে প্রতিদিন মানুষ ৫.৬ বিলিয়ন টাইমস গুগলে বিভিন্ন বিষয়ে সার্চ করে থাকে, তাদের সমস্যার সমাধানের জন্য বা বিভিন্ন বিষয় খুঁজে বের করার জন্য।
তাই গুগলে ব্লগ র্যাঙ্ক করার জন্য SEO এক্সপার্টদের ভালো চাহিদা রয়েছে। SEO করতে হলে কিছু বিষয়ে দক্ষতা থাকতে হয়। যেমন কনটেন্ট রাইটিং, কনটেন্ট মার্কেটিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হয়। বিশেষ করে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে হয়। এসইও কাজ শিখে ভালো ইনকাম করা যায়।
এসইও শেখার জন্য সেরা ৫টি ফ্রি এসইও কোর্স রয়েছে যেগুলো থেকে ভালো দক্ষতা অর্জন করা সম্ভব।
৬। ফ্রিল্যান্স ডাটা এন্ট্রি
খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ শিখা যায়। ডাটা এন্ট্রি কাজ শিখে যেকোন অফিশিয়াল জব খুব সহজেই পাওয়া যায়। বর্তমান সময়ে ডাটা এন্ট্রি কাজে ব্যাপক চাহিদা রয়েছে।
যে কেউ ডাটা এন্ট্রির কাজ শিখে জব পেতে পারেন। ডাটা এন্ট্রির কাজ শিখতে অবশ্যই কম্পিউটারের ব্যবহার জানতে হবে এবং এ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
ডাটা এন্ট্রি কাজের জন্য কিছু স্ক্রিল থাকা জরুরী। যেমন, ইংরেজি লিখতে, অডিও শুনে লিখতে পারা ও বলতে পারা, ট্রান্সলেট করতে পারা, টাইপিং এর স্পিড থাকা, এগুলো ডাটা এন্ট্রি কাজের সাথে সম্পর্কিত। এগুলো জানা থাকলে ডাটা এন্ট্রি কাজ করে ভালো ইনকাম করা সম্ভব।
৭। Jobboy.com
যারা প্রথমে ফ্রিল্যান্সিং এ কি কাজ করবেন বুঝতে পারছেন না তারা এই jobboy.com এর মাধ্যমে কাজ শুরু করতে পারেন। প্রথমে jobboy.com এ সাইন আপ করলে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেগুলোর মধ্যে ইন্টারন্যাশনালী কাজ পাওয়া যায়।
এখানকার কাজগুলো মূলত ছোট ছোট হয়ে থাকে। বিভিন্ন ওয়েবসাইট সাইন আপ করা বা অ্যাপস ডাউনলোড করা এই ধরনের ছোটখাট কাজ করা হয়ে থাকে। jobboy.com এর মাধ্যমে খুব সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন।
৮। People Per Hour
People Per Hour এর মাধ্যমে খুব সহজেই কাজ শুরু করতে পারেন। jobboy.com এর মত একই ভাবে কাজ করা যায়। সাইন আপ করার মাধ্যমে যে সকল ডিজিটাল সার্ভিস গুলো আছে সেগুলো সেল করতে পারবেন।
ডিজিটাল সার্ভিসে মেইল সাবমিট, ইমেইল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ ধরনের কাজই করা হয়ে থাকে। এটি অনলাইনে ইনকাম করার জন্য ভালো একটি সাইট।
৯। Rapidworkers.com
Rapidworkers এ কাজের আইটেম বেশি এবং এটাতে ইনকাম বেশি হয়। যেকারণে এই ফ্রিল্যান্সিং সাইট থেকে ভালো আয় করা সম্ভব। খুব সহজেই সাইন আপ এর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কাজ শুরু করতে পারেন।
এ সকল কাজে আপনি দেশে থেকে Paypal, Skrill, Payoneer এগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এটা নতুনদের জন্য ভালো কাজের সুযোগ তৈরি করে দেয় এবং নতুন নতুন কাজ শেখার আগ্রহ তৈরি করে।
১০। Copy Paste Typing
সঠিক প্রশিক্ষণের মাধ্যমে Copy Paste Typing এর কাজ সহজে শেখা যায়। ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সাধারণত বিদেশী বায়াররা অফার করে থাকেন। তাই যোগাযোগের জন্য ফ্রিল্যান্সারদের কম্পিউটার, ইন্টারনেট এবং ইংরেজী দক্ষতা থাকতে হয়।
তবে কপি পেস্ট টাইপিং এর ক্ষেত্রে ইংরেজী কম জেনেও কাজ করা যায়। এটি ফ্রিল্যান্সিং এর সহজ একটি সাইট। কোনো কিছু কপি পেস্ট করতে টাইপিং এর কাজ ভালো জানতে হবে।
কপি-পেস্টের কাজও ভালো পাওয়া যায় যদি আপনি ক্লায়েন্টের কাজ ভালো করে দিতে পারেন। কপি-পেস্টের কাজ মূলত হ্যান্ডরাইটিং বা
কম্পিউটারের যেকোন রাইটিং এক বা একাধিক লেখা বিদেশী বায়ার দিয়ে থাকে। এই রাইটিং গুলো একই রেখে টাইপ করে তাদের কাছে সাবমিট করতে হয়।
এই কাজ নেওয়া বা জমা দেওয়া দুটো ইমেইলের মাধ্যমে করতে হয়। লেখা সঠিক হলে বিদেশি বায়ারদের থেকে ভাল আউটপুট আসবে।
জনপ্রিয় ১০ ফ্রিল্যান্সিং সাইট
জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ করার সাইট সমূহ |
1. Upwork.com |
2. Fiverr.com |
3. Freelancer.com |
4. Guru.com |
5. PeoplePerHour.com |
6. 99Designs.com |
7. Speedlancer.com |
8. Toptal.com |
9. SimplyHired.com |
10. FlexJobs.com |
ফ্রিল্যান্সিং এর কাজ পেতে উপরে উল্লেখ করা ১০টি ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে বিস্তারিত জানতে রিভিউ আর্টিকেলটি পড়ে নিন।
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন
১। একাগ্রতা: ফ্রিল্যান্সিংয়ের কাজ করে সফল হতে প্রয়োজন একাগ্রতা ও ধৈর্য্য।
২। কম্পউটার: ফ্রিল্যান্সিং কাজ করার জন্য ব্যাসিক কিছু স্কিল দরকার হয়। যেমন কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
৩। ইংরেজি দক্ষতা: ফ্রিল্যান্সিং এর কাজ বেশির ভাগ ক্ষেত্রে বিদেশি বায়াররা হায়ার করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং চ্যাটিংয়ে ইংরেজি ভালো লিখতে জানতে হবে। তা না হলে বিদেশীর বায়াররা কাজ দেওয়ার ক্ষেত্রে কথা বা চ্যাটিং এর সময় আপনার ভাষা বুঝতে পারবে না এবং আপনিও কাজে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না।
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ নিয়ে শেষ কথা
ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে ফ্রিল্যান্সিংয়ের কোন সহজ কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারেন। কোন কাজ শুরু করতে চাইলে আগে সহজ কাজ দিয়েই শুরু করা উচিত। শুরুতে যদি কঠিন কোন কিছু ভাবি তাহলে সেই কাজে বেশিদূর আগানো যায় না।
পেমেন্ট মেথড নিয়ে ঝামেলা মনে হলে সেরা ফ্রিল্যান্সিং মার্কেট বাদ দিয়ে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট এ কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিং এর কাজ আমরা অনেকে কঠিন মনে করি। কিন্তু ফ্রিল্যান্সিং এর অনেক সহজ কাজ আছে যা দ্রুত শিখে সহজেই ক্যারিয়ার ডেভেলপ করতে পারি।
সহজ কাজ দ্রুত শিখতে আন্তর্জাতিক বিভিন্ন ফ্রি অনলাইন কোর্স করার সাইট রয়েছে যেখানে কোর্স করেও নিজের দক্ষতা অর্জন করতে পারেন, রয়েছে বাংলায় অনলাইন কোর্স করার প্লাটফর্মও।
আশা করি, ফ্রিল্যান্সিং এর কাজ কি, ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় এবং ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়েছেন।
Very informative and helpful. Thank you sir.
সহজ ফ্রিল্যান্সিং কাজ এর তালিকা আপনার ভাল লেগেছে জেনে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ।
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোনো একটি বিষয়ে দক্ষতা থাকা জরুরী। তার সাথে আপনার ইন্টারনেট ব্যবহারের উপরেও ভালো জ্ঞান থাকতে হবে। তবে আপনার যদি কম্পিউটারের একাধিক বিষয়ে দক্ষতা থাকে, তাহলে স্বভাবতই আপনি বড় পরিধিতে কাজ করতে পারবেন। আপনার ক্লায়েন্টদের বেশিরভাগই হবেন অবাঙ্গালী, সুতরাং তাদের সাথে আপনার ইংরেজিতে যোগাযোগ করতে হবে। তারা Skype বা অন্য মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিতে পারেন। তাই ইংরেজির ওপর ভালো দখল থাকা খুবই গুরূত্বপূর্ণ।
ধন্যবাদ
প্রতিবর্তন এর প্রতিষ্ঠাতাকে অসংখ্য ধন্যবাদ এই পোস্ট টি করার জন্য। ফ্রিল্যান্সিং এর ১০ টি কাজ অনেক সুন্দরভাবে বুঝিছেন আপনি। বিশেষকরে যারা নতুন তাদের জন্য এই পোস্ট টি অনেক উপকারে আসবে। আসুন সবাই মিলে নিজের দেশের মানুষকে এই রকম তথ্য দিয়ে উপকার করি।
অসংখ্য ধন্যবাদ।
লেখায় সহজ এবং আগ্রহ বাড়ার মত আশ্বাস ও সত্যতা পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ লেখা গুলোকে পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই।।
Ami kaj ti korte cai
সহজ ফ্রিল্যান্সিং কাজগুলো দেখে আপনার আগ্রহ হয়েছে জেনে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা