সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

ক্লাস ৫ থেকে আমাদের পাবলিক পরীক্ষা শুরু হয়। আর পরীক্ষা দেওয়ার পর থেকেই শুরু হয় রেজাল্ট দেওয়ার অপেক্ষা। তাই, সবার আগে সবচেয়ে দ্রুত রেজাল্ট দেখার জন্য নিজে নিজে পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে হবে।

সেক্ষেত্রে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম, রেজাল্ট দেখার ওয়েবসাইট, পিএসসি, ইবতেদায়ী, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, অনার্স পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম, অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনে রাখা দরকার।

আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সকল ধরনের পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জেনে নিবো ইন-শা-আল্লাহ।

একনজরে সম্পূর্ণ আর্টিকেল

পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | Board Exam Result Check 2023

একনজরে দেখে নিন এই আর্টিকেলে আমরা কোন কোন পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবো:

  • ইবতেদায়ী / পিএসসি রেজাল্ট দেখার নিয়ম
  • জেডিসি / জেএসসি রেজাল্ট দেখার নিয়ম
  • দাখিল / এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
  • আলিম / এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
  • স্কুল, কলেজ ও ইনস্টিটউশন রেজাল্ট দেখার নিয়ম
  • অনার্স রেজাল্ট দেখার নিয়ম

পিএসসি রেজাল্ট দেখার নিয়ম | PSC Result Check 2023

পিএসসি পরীক্ষার্থী কিংবা অভিভাবকগণ স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করে পিএসসি পরীক্ষার রেজাল্ট জেনে নিতে পারবেন।

তবে, অনলাইনে ঘরে বসেই আরো ২ ভাবে পিএসসি রেজাল্ট দেখা যায়:

  1. অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে
  2.  মোবাইলে এসএমএসের মাধ্যমে

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পিএসসি রেজাল্ট দেখার নিয়ম

পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষার্থী পরীক্ষাদের রেজাল্ট দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট ভিজিট করুন।

  • পরীক্ষার নাম সিলেক্ট করুন (প্রাথমিক শিক্ষা সমাপনী অথবা ইবতদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা)
  • পরীক্ষার সন নির্বাচন করুন। যেমন: ২০২৩
  • বিভাগ সিলেক্ট করুন। যেমন: খুলনা
  • নিজ জেলা সিলেক্ট করুন । যেমন: যশোর
  • উপজেলা অথবা থানা সিলেক্ট করে নিন।
  • আপনার ইবতেদায়ী বা পিএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিন।
  • সমর্পন করুন বাটনে ক্লিক করুন।

পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মউপরিউক্ত সকল তথ্য সঠিকভাবে বসানো বসিয়ে ক্লিক করলেই পিএসসি অথবা ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট চলে আসবে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে পিএসসি রেজাল্ট দেখার নিয়ম

আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন:

DPE <space> THANA/UPAZILA CODE NUMBER <space> ROLL <space> YEAR
লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ: DPE 33 223270 2023

মোবাইল এসএমএসের মাধ্যমে ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

EBT <space> THANA/UPAZILA CODE NUMBER <space> ROLL <space> YEAR
লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ: EBT 33 223270 2023

আপনার উপজেলা কোড কত দেখে নিন

জেডিসি, জেএসসি রেজাল্ট দেখার নিয়ম | JDC, JSC Result Check 2023

জেডিসি, জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার বিভিন্ন নিয়ম রয়েছে। অনলাইনের মাধ্যমে অথবা এসএমএসের মাধ্যমে কিংবা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও জেডিসি, জেএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা যাবে।

অনলাইনের  মাধ্যমে জেএসএসি রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় জেএসএসি এবং জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখার ২টি ওয়েবসাইট রয়েছে:

  1. www.eboardresults.com/v2/home
  2. www.educationboardresults.gov.bd

জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:

  • রেজাল্ট দেখার ওয়েবসাইট ভিজিট করুন
  • Examination এর জায়গায় JSC/JDC নির্বাচন করুন
  • Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: ২০২৩) নির্বাচন করুন
  • Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড (যেমন: Mymenshingh) সিলেক্ট করুন।
  • Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
  • এবার নিচে যে ক্যাপচা-টি  রয়েছে তা সলভ করে লিখে দিন
  • Submit এ ক্লিক করলেই জেএসসি, জেডিসি রেজাল্ট দেখতে পারবেন।

জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মরেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সবাই রেজাল্ট দেখতে সাইট ভিজিট করলে অনেক সময় ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে দ্রুত রেজাল্ট দেখার জন্য eboardresults.com/v2/home সাইট ভিজিট করতে পারেন।

SMS এর মাধ্যমে JSC রেজাল্ট দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমেও জেএসসি বা জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখা যায়। দ্রুত জেএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, তারপর নিজের বোর্ডের তিন অক্ষর লিখতে হবে। একটি স্পেস দিয়ে জেএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন এরপর আরও একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার বছর লিখুন (যেমন: 2023)। এরপর সেন্ড করুন 16222 এই নাম্বারে।

JSC<space>Board<space>JSC Roll<space>Year
16222 এই নাম্বারে সেন্ড করুন।

উদাহরণ: JSC DHA 123456 2023  Send 16222

বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর:

শিক্ষা বোর্ড

প্রথম তিন অক্ষর

Madrassaha Board

MAD

Dhaka Borard

DHA

Rajshahi Board

RAJ

Jessore Board

JES

Comilla Board

COM

Chittagong Board

CHI

Barishal Board

BAR

Sylhet Board

SYL

Dinajpur Board

DIN

SMS এর মাধ্যমে JDC রেজাল্ট দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে জেডিসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে JDC লিখে স্পেস দিন, তারপর MAD। লিখে স্পেস দিন এবং জেডিসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর (যেমন: 2023) লিখুন। এরপর সেন্ড করুন 16222 এই নাম্বারে।

JDC<space>MAD<space>JDC Roll<space>Year
16222 এই নাম্বারে সেন্ড করুন।

উদাহরণ: JDC MAD 123456 2023 Send to 16222

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম | SSC Result Check 2023

এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্টও বিভিন্নভাবে দেখার নিয়ম ও পদ্ধতি রয়েছে। অনলাইনে, মোবাইল এসএমএস কিংবা সরাসরি নিজে স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা যাবে।

অনলাইনের  মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য দুইটি ওয়েবসাইট রয়েছে:

  • eboardresults.com/v2/home
  • educationboardresults.gov.bd

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম:

  • দুইটি ওয়েবসাইটের যেকোনটি ভিজিট করুন
  • Examination এর জায়গায় SSC/Dakhil নির্বাচন করুন
  • Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: 2023)  নির্বাচন করুন
  • Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করুন (যেমন: Jessore)
  • Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
  • এবার নিচে যে ক্যাপচা-টি  রয়েছে তা পূরণ করূন, যেমন: 1+7=8
  • এরপর Submit এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন।

এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

টেকনিল্যাল বোর্ড  থেকে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে Examination এর জায়গায় SSC (Vocational)  নির্বাচন করুন এবং বোর্ড এর যায়গায় Technical Board দিবেন।

SMS এর মাধ্যমে SSC রেজাল্ট দেখার নিয়ম

এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC, তারপর একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষর লিখতে হবে। একটি স্পেস দিন এবং আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার বছর লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।

SSC<space>Board<space>SSC Roll<space>Year
16222 এই নাম্বারে সেন্ড করুন।

উদাহরণ: SSC DHA 123456 2023  Send to 16222

যদি আপনার আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর না জেনে থাকেন তবে নিচের তালিকা থেকে জেনে নিতে পারেন;

শিক্ষা বোর্ড

প্রথম তিন অক্ষর

Madrassaha Board

MAD

Dhaka Borard

DHA

Rajshahi Board

RAJ

Jessore Board

JES

Comilla Board

COM

Chittagong Board

CHI

Barishal Board

BAR

Sylhet Board

SYL

Dinajpur Board

DIN

এসএমএস এর মাধ্যমে ‍দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:

Dakhil<space>MAD<space>Dakhil Roll<space>Year 
16222 নাম্বারে সেন্ড করুন।

উদাহরণ:

  • মাদ্রাসা বোর্ড: DAKHIL MAD 123456 2023  Send 16222
  • টেকনিক্যাল বোর্ড:  SSC TEC 123456 2023 Send 16222

[quads id=6]

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম | HSC Result Check 2023

এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার রেজাল্ট বিভিন্নভাবে দেখা যায়, অনলাইনের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে অথবা  সরাসরি নিজ কলেজে গিয়েও এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

অনলাইনের  মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট দেখার ২টি ওয়েবসাইট হলো:

  • eboardresults.com/v2/home
  • www.educationboardresults.gov.bd

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম:

  • প্রথমে রেজাল্ট দেখার একটি ওয়েবসাইট ভিজিট করুন
  • এবার Examination এর জায়গায় HSC/Alim/Equivalent নির্বাচন করুন
  • Year এর জায়গায় পরীক্ষার সাল নির্বাচন করুন
  • Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড (যেমন: Dhaka) সিলেক্ট করুন
  • Roll এবং Registration No সঠীকভাবে পূরণ করুন
  • এবার নিচে যে ক্যাপচা-টি রয়েছে তা পূরণ করূন, যেমন:1+7=8
  • এরপর Submit এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মযারা টেকনিল্যাল বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তারা Examination এর জায়গায় HSC (Vocational)  নির্বাচন করুন। এরপর বোর্ড এর জায়গায় Technical Board দিবেন।

BM শাখার এইচএসসি পরীক্ষার্থীরা রেজাল্ট দেখার জন্য Examination এর জায়গায় HSC (BM) নির্বাচন করবেন।

SMS এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC, তারপর একটি স্পেস দিয়ে নিজের বোর্ডের তিন অক্ষর লিখতে হবে। তারপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আর একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে মেসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন।

HSC<space>Board<space>HSC Roll<space>Year
মেসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন।

উদাহরণ: HSC DHA 123456 2023 and Send to 16222

যদি আপনার আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর না জেনে থাকেন তবে নিচের তালিকা থেকে জেনে নিতে পারেন;

শিক্ষা বোর্ড

প্রথম তিন অক্ষর

Madrassaha Board

MAD

Dhaka Borard

DHA

Rajshahi Board

RAJ

Jessore Board

JES

Comilla Board

COM

Chittagong Board

CHI

Barishal Board

BAR

Sylhet Board

SYL

Dinajpur Board

DIN

এসএমএস এর মাধ্যমে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:

এসএমএস এর মাধ্যমে আলিম পরীক্ষার রেজাল্ট পেতে ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে ALIM, তারপর একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর MAD, আর একটি স্পেস দিন এবং আলিম পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আবারো স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে মেসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন।

ALIM<space>MAD<space>Alim exam Roll<space>Year 
16222 নাম্বারে সেন্ড করুন।

উদাহরণ:

  • মাদ্রাসা বোর্ড: ALIM MAD 123456 2023  Send to 16222
  • টেকনিক্যাল বোর্ডঃ  HSC TEC 123456 2023 Send to 16222

স্কুল, কলেজ ও ইনস্টিটউশন রেজাল্ট দেখার নিয়ম

মাদ্রাসা বা স্কুলের সকল শিক্ষার্থীর জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল পরীক্ষার রেজাল্ট, কিংবা মাদ্রাসা ও কলেজের সকল শিক্ষার্থীর এইচএসসি, আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:

  • eboardresults.com/v2/home ওয়েবসাইট ভিজিট করুন
  • এবার Examination এর জায়গায় JSC/JDS, SSC?Dakhil, HSC/Alim/Equivalent নির্বাচন করুন
  • Year এর জায়গায় পরীক্ষার সাল নির্বাচন করুন
  • Board এর জায়গায় আপনার প্রতিষ্ঠান যে বোর্ডের আওতাধীন তা বাছাই করে নিন
  • Result Type এ Institution Result বাছাই করুন
  • প্রতিষ্ঠানের EIIN নাম্বার লিখে দিন
  • এবার 4 ডিজিটের Security Key লিখে Get Result বাটনে ক্লিক করুন।

সকল শিক্ষার্থীর ইনস্টিটউশন রেজাল্ট দেখার নিয়ম

অনার্স রেজাল্ট দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বা ডিগ্রী রেজাল্ট অনলাইন এবং এসএমএস দুই পদ্ধতিতেই দেখা যায়।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রেজাল্ট দেখার নিয়ম

প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনার কোর্স সিলেক্ট করুন। এরপর আপনার কোর্স এবং বৎসর সিলেক্ট করে নিন।

এবার এক্সাম নাম (যেমন: অনার্স ১ম বর্ষ, দ্বিতীয় বর্ষ), রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম বর্ষ লিখে SEARCH RESULT বাটনে ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে এসএমএস এর মাধ্যমে অনার্স রেজাল্ট দেখার নিয়ম

এসএমএস পদ্ধতিতে অনার্স রেজাল্ট দেখতে প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন: NU <Space> আপনার কোর্স <Space> আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।

  • যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে NU এরপর একটি স্পেস দিয়ে আপনার কোর্স (H1/H2/H3/H4) এর নাম লিখতে হবে। যেমন: ডিগ্রির ক্ষেত্রে DEG, অনার্সের ক্ষেত্রে H1,H2,H3,H4
  •  তারপর একটি স্পেস দিন এবং আপনার রোল/রেজিস্ট্রেশন নম্বরটি লিখুন।
  •  এবার মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।

উদাহরণঃ

  • অনার্স: NU H1 123456 Send to 16222
  • ডিগ্রী: NU DEG 1234567 Send to 16222

রেজাল্ট দেখার নিয়ম নিয়ে শেষ কথা

এই আর্টিকেলের মাধ্যমে যাবতীয় পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানানোর চেষ্টা করেছি। আশা করি এই আর্টিকেলটি পড়ে ঘরে বসে আপনিও রেজাল্ট দেখতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top