রকেট একাউন্ট দেখার নিয়ম । Rocket account check code

রকেট একাউন্ট দেখার নিয়ম

আপনি কি রকেট একাউন্ট খুলেছেন! তাহলে এবার নিশ্চয়ই রকেট একাউন্ট দেখার নিয়ম জানা দরকার। মোবাইল ব্যাংকিং সেবা রকেট একাউন্ট দেখার কোড *322# এবং রকেট মোবাইল অ্যাপ ব্যবহার করে Rocket account check করা যায়।

রকেট বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা যা শুরুতে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নামে পরিচিত ছিল। সর্বোত্র এটিএম বুথ, নিয়মিত অফার এবং রকেটের ক্যাশ আউট খরচ কম হওয়ার কারণে বিকাশ এবং নগদের পাশাপাশি এখনো রকেট বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা।

পূর্বে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম এবং বিকাশ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জেনেছি। আজ আমরা রকেট একাউন্ট দেখার নিয়ম স্টেপ বাই স্টেপ দেখে নিবো ইন-শা-আল্লাহ।

রকেট একাউন্ট দেখার নিয়ম | How to check Rocket Account

রকেট একাউন্ট দেখার নিয়ম বলতে আমরা মূলত রকেট একাউন্ট ব্যালেন্স কিভাবে চেক করবো সেটাকেই বুঝি। আসলেই কি তাই! রকেট এখন অনেক অফার এবং সার্ভিস দিচ্ছে, সুতরাং রকেট একাউন্টে এখন অনেক কিছু চেক করা যায় যেমন: আপনি রকেট ব্যবহারে কি কি অফার পাবেন, রকেটে কত টাকা এসেছে কিংবা কাকে কত টাকা পাঠিয়েছেন, সবকিছু জানা যাবে।

রকেটে একাউন্ট দেখার জন্য ২ টি পদ্ধতি রয়েছে:

  • রকেট কোড বা *322#
  • রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ

রকেট একাউন্ট দেখার কোড *322#

রকেট একাউন্ট যদি আপনার ফিচার মোবাইলে ব্যবহার করে থাকেন, তবে রকেট একাউন্ট দেখার জন্য রকেট কোড *322# ডায়াল করতে হবে। ডায়াল করার পর নিচের ছবির মতো একটি পেজ আসবে যেখান থেকে আপনার প্রয়োজনীয় অপশন বেছে নিতে হবে।

রকেট একাউন্ট কোড *322# ডায়াল করলে নিচের চিত্রের প্রথম অংশের মতো ৯ টি অপশন আসবে:রকেট একাউন্ট কোড

  1. Bill Pay – DESCO, বিটিসিএল, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, পল্লী বিদ্যুৎ, ল্যান্ড ফি, বিপিডিবি এবং অন্যান্য সেবার বিল দেওয়ার জন্য ১ নং অপশন সিলেক্ট করুন।
  2. Send Money – এক রকেট একাউন্ট থেকে অন্য রকেট একাউন্টে টাকা পাঠানোর জন্য ২নং অপশন সিলেক্ট করতে হবে।
  3. TopUp – যেকোন অপারেটরে রিচার্জ করার জন্য ৩ নং  অপশন সিলেক্ট করতে হবে।
  4. Bank A/C – ব্যাংক একাউন্ট থেকে রকেটে টাকা নিয়ে আসা, কিংবা রকেট থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য ৪ নং অপশন।
  5. My account – ব্যালেন্স, স্টেটমেন্ট, পিন পরিবর্তন করার জন্য ৫ নং অপশন।
  6. Remittance – মধ্য প্রাচ্য থেকে রেমিটেন্স নিয়ে আসার জন্য ৬নং অপশন নির্বাচন করতে হবে।
  7. Cashout – রকেট একাউন্ট থেকে টাকা তোলার উপায়।
  8. Merchant Pay – যেকোন শপে পেমেন্ট করার জন্য ৮ নং অপশন সিলেক্ট করুন।
  9. Toll Card – রকেট দিয়ে সেতু, ব্রীজের টোল পরিশোধ করার জন্য ৯ অপশন সিলেক্ট করতে হবে।
আরো পড়ুন:  বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম | 3 ways for bKash Agent Registration

রকেট একাউন্ট চেক করার নিয়ম:

রকেট ব্যালেন্স একাউন্ট দেখা বা চেক করার জন্য প্রথমে ৫ লিখে রিপ্লাই দিন। এবার উপরের ছবির ২নং অংশের মতো ৫টি অপশন আসবে:

  1. Balance – রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য ১ লিখে রিপ্লাই দিন, পরবর্তী পেজে আপনার পিন লিখে সেন্ড করলেই কত টাকা আছে তা দেখতে পারবেন।
  2. Statement – কার সাথে কত টাকা লেনদেন করেছেন, তা দেখা যাবে।
  3. Change Pin – আপনার রকেট একাউন্টের পিন পরিবর্তন করতে ৩নং অপশনটি সিলেক্ট করুন।

রকেট ব্যালেন্স চেক করার নিয়ম:

রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য প্রথমে *322# ডায়াল করে 5 লিখে রিপ্লাই দিন, পরবর্তীতে 1 লিখে রিপ্লাই দেওয়ার পর আপনার রকেট একাউন্ট পিন লিখে SEND করলেই কত টাকা আছে দেখতে পারবেন।

এছাড়া সরাসরি *322*5# লিখে ডায়াল করার পর ৪ ডিজিটের রকেট একাউন্ট পিন লিখে রিপ্লাই দিলেও রকেট একাউন্ট চেক করা যায়।

রকেট অ্যাপ দিয়ে একাউন্ট দেখার নিয়ম

রকেট একাউন্ট চেক করার সবচেয়ে সহজ উপায় রকেট অ্যাপ ব্যবহার করা। এজন্য প্রথমেই গুগল প্লে-স্টোর থেকে রকেট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

রকেট অ্যাপ ইনস্টল করার পর আপনার একাউন্ট নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন।

রকেট অ্যাপে লগইন করার পর প্রথমেই Tap for Balance (চিত্রের ১ নং অপশন) দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার রকেট একাউন্ট ব্যালেন্স এ কত টাকা আছে তা চেক করতে পারবেন।অ্যাপ দিয়ে রকেট একাউন্ট দেখার নিয়ম

এরপর মেন্যু বার (অপশন ২) এ ক্লিক করলে কিছু মেন্যু আসবে, এখান থেকে ৩ নং তথা Mini statement এ ক্লিক করলে বিগত লেনদেন দেখা যাবে।

৪ নং অপশন তথা rocket এর বিভিন্ন service charge বর্তমানে কত, তা জানতে পারবেন।

একইভাবে, ৫ নং অপশন তথা Transaction Limits এ ক্লিক করলে এ মাসে আপনার কত টাকা লেনদেন সীমা বাকি আছে, তা জানতে পারবেন।

আরো পড়ুন:  রকেট একাউন্ট চেক করার কোড - Rocket Account check code

তাহলে আমরা রকেট একাউন্ট কোড এবং একাউন্ট চেক করা সম্পর্কে বিস্তারিত জানলাম।আশা করি, রকেট একাউন্ট দেখার নিয়ম নিয়ে আপনার আর কোন সমস্যা নেই। Rocket Account Check কিংবা রকেট একাউন্ট ব্যালেন্স দেখা নিয়ে এখনো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top