জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক? বাংলাদেশের সেরা ১০টি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান? তাহলে সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে লেখা আর্টিকেলটি আপনার জন্যই।
শিক্ষাক্ষেত্রে আমাদের দেশের তরুণ তরুণীর আগ্রহ পূর্বের তুলনায় অনেক বেশি। বর্তমানে আমাদের সাক্ষরতার হার ৭৫.২ শতাংশই বলে দিচ্ছে যে, বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। যার কারণে আমরা প্রতিবছর ভর্থিযুদ্ধে নামা লাখ লাখ শিক্ষার্থী দেখতে পাচ্ছি।
কিন্তু, মাত্র ৪২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ দিতে পারছে না। তবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের কারণেই এত বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।
জেনে রাখা ভালো সারা বাংলাদেশের মোট ৬৮৫টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ রয়েছে। প্রতিটি কলেজেই প্রায় ২০ থেকে ৩০ হাজার সিট রয়েছে। তবে, সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা জানা থাকলে আপনিও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন।
পূর্বে আমরা যেমন বাংলাদেশের সেরা ১০টি জাতীয় বিশ্ববিদ্যালয় তালিকা নিয়ে আলোচনা করেছিলাম, তেমনি আজ ও এই আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশের সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের তালিকা বা Best 10 national University College List সম্পর্কে জানাতে চলেছি।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
বাংলাদেশের সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয় তালিকা করতে আমরা বিগত রেজাল্ট, কলেজের ঐতিহ্য, সুযোগ সুবিধা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিং মাপকাঠি হিসেবে ধরেছি।
একনজরে বাংলাদেশের সেরা ১০টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা:
- রাজশাহী কলেজ, রাজশাহী
- সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
- সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
- সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
- কারমাইকেল কলেজ, রংপুর
- সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
- সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
- সরকারি এম.এম কলেজ, যশোর
- সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
- এম সি কলেজ, সিলেট
১. রাজশাহী কলেজ, রাজশাহী
বাংলাদেশের প্রাচীনতম কলেজগুলোর মাঝে রাজশাহী কলেজ অন্যতম। রাজশাহী কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে। রাজশাহী কলেজ প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হিসেবে মাস্টার্স ডিগ্রি প্রদান শুরু করেছিল।
কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী রাজশাহী কলেজে ভর্তির জন্য আবেদন করে এবং এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বের হয়।
১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র ভর্তি করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-২০১১ সালের শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে।
একনজরে রাজশাহী কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৭৩ সাল
- প্রতিষ্ঠাতা: রাজা হরনাথ রায় চৌধুরী
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: আর সি কলেজ
- ওয়েবসাইট: www.rc.edu.bd
২. সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
সরকারী ব্রজমোহন (বি এম) কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল জেলায় অবস্থিত।
২০১৪ সালে প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য’র নেতৃত্বে এবং প্রফেসর নাসিম হায়দার এর সহযোগীতায় পরিসংখ্যান বিভাগে অনার্স কোর্স চালু করা হয়।
কলেজের প্রধান লাইব্রেরিতে প্রায় ৪০০০০ হাজারে মত বই সংগ্রহ করা আছে। এখানে ১টি বাণিজ্য ভবন, ২টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, ৪টি বিজ্ঞান ভবন ও ৩টি খেলার মাঠ রয়েছে।
একনজরে ব্রজমোহন (বিএম) কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৮৯ সাল
- প্রতিষ্ঠাতা:মহাত্মা অশ্বিনীকুমার দত্ত
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: বিএম কলেজ
- ওয়েবসাইট: bmcollege.gov.bd
৩. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
বাংলাদেশের সেরা উচ্চমাধ্যমিক কলেজ এবং অন্যতম সেরা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে আজিজুল হক কলেজ দেশের অত্যন্ত পরিচিত নাম। প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ আজিজুল হকে কলেজের অধ্যাপক ছিলেন।
বাংলাদেশের বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই কলেজের অবস্থান। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান। অবিভক্ত বাংলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়েছে। তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
একনজরে সরকারী আজিজুল হক কলেজঃ
- প্রতিষ্ঠাকাল: ১৯৩৯ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
- সংক্ষিপ্ত নাম: সর. আ. হ. কলেজ
- ওয়েবসাইট: www.ahcollege.gov.bd
৪. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
সরকারি এডওয়ার্ড কলেজ বিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি পাবনা জেলার সদরে অবস্থিত। শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী ১৮৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।
প্রথমদিকে কলেজটি মাত্র ২৬ জন শিক্ষার্ত্রী নিয়ে কার্যক্রম শুরু করে। কিন্তু, পরবর্তী সময়ে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।
একনজরে সরকারি এডওয়ার্ড কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৯৮ সাল
- প্রতিষ্ঠাতা: শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- ওয়েবসাইট: www.edwardcollege.edu.bd
৫. কারমাইকেল কলেজ, রংপুর
কারমাইকেল কলেজ দেশের অন্যতম ঐতিহাসিক কলেজ। কলেজটি শুরু থেকেই বৃহত্ততর রংপুরের শিক্ষা ও সংস্কৃতি ব্যপকভাবে ভূমিকা রেখে আসছে। লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে এই কলেজের নামকরণ করা হয়।
কারমাইকেল কলেজে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য অনুষদে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাতী ভর্তি করা হয়। কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় বিভিন্ন বিষয়ের উপর অনার্স ডিগ্রী দিয়ে থাকে।
একনজরে কারমাইকেল কলেজ কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯১৬ সাল
- নামকরণ: লর্ড ব্যারন কারমাইকেল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
- সংক্ষিপ্ত নাম: কারমাইকেল কলেজ
- অবস্থান: লালবাগ, রংপুর, বাংলাদেশ
- ওয়েবসাইট: ccr.gov.bd
৬. সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
বাংলাদেশের উচ্চশিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি ব্রজলাল কলেজ একটি, যা বিএল কলেজ নামেও পরিচিত।
সরকার বি এল কলেজ খুলনা জেলার দৌলতপুরে অবস্থিত। ১৯০২ সালের জুলাই মাসে, খুলনার শিক্ষার পৃষ্ঠপোষক শ্রী ব্রজলাল চক্রবর্তী, কলকাতার হিন্দু কলেজের আদলে ২ একর জায়গায় দৌলতপুরে হিন্দু একাডেমী প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে হাজী মুহম্মদ মহসীন ট্রাস্ট তার সৈয়দপুর এস্টেটের ৪০ একর জমি এই প্রতিষ্ঠানে দান করেন এবং মাসিক ৫০ টাকা অনুদান বরাদ্দ করেন। ১৯৬৭ সালের ১লা জুলাই তারিখে সরকারি কলেজে রূপান্তর করা হয়।
একনজরে সরকারি ব্রজলাল (বিএল) কলেজ:
- কলেজের নাম: সরকারি ব্রজলাল কলেজ,খুলনা
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: বিএল কলেজ
- কলেজ প্রতিষ্ঠার সন: ১৯০২ইং
- কলেজ সরকারিকরণ: ১৯৬৭ইং
- কলেজের মোট এরিয়া: ৪১ একর
- ওয়েবসাইট: blcollege.edu.bd
৭. সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
আনন্দ মোহন কলেজ বাংলাদেশের আরেকটি বহুল পরিচিত প্রতিষ্ঠান। কলেজটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত কলেজটি দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে অবস্থিত।
ময়মনসিংহ ইনস্টিটিউশন ১৮৮৩ সালে বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দ মোহন বসু প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ৮৮০ সালে এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল নামে তাদের কার্যক্রম শুরু করে। ১৮৯৯ সালে ময়মনসিংহের দুটি নাগরিক কমিটি ময়মনসিংহ সভা ও আঞ্জুমানে ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠার দাবি জানায়।
দাবির পরিপ্রেক্ষিতে আনন্দ মোহন বসুর সহায়তায় সিটি কলেজিয়েট স্কুল ১৯০১ সালের ১৬ জুলাই ময়মনসিংহ সিটি কলেজ নামে শিক্ষা কার্যক্রম শুরু করে। ১৯৮৬ সালে এই কলেজে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু হয়।
এক নজরে সরকারি আনন্দমোহন কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯০৮ সাল
- প্রতিষ্ঠাতা: আনন্দমোহন বসু
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: আঃ মোঃ
- অবস্থান: কলেজ রোড, ময়মনসিংহ, বাংলাদেশ
- ওয়েবসাইট: anandamohangovtcollege.edu.bd
৮. সরকারি এম.এম কলেজ, যশোর
যশোর জেলার মাইকেল মধুসূদন কলেজ, বাংলাদেশের খুলনা বিভাগের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। কলেজটির নামকরণ করা হয়েছে বিখ্যাত শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মাইকেল মধুসূদন দত্তের নামে। কলেজটিতে প্রায় ২৬,০০০ শিক্ষার্থী এবং ১৯টি অনুষদ রয়েছে।
যশোর জেলার শহরের খড়কি এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর কলেজ নামে পরিচিত ছিলো, যা ১৯৪১ সালে থেকে এম. এম. কলেজ নামে পরিচিত হয়।
এক নজরে সরকারি এম.এম কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯৪১ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: এম.এম কলেজ
- অবস্থান: শাহ আব্দুল করিম রোড, খড়কি,, যশোর, খুলনা বিভাগ, বাংলাদেশ
- ওয়েবসাইট: mmcollege.edu.bd
৯. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত। এটি কুমিল্লার প্রাচীনতম এবং বিখ্যাত কলেজ।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রানী ভিক্টোরিয়ার নামে রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন।
এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজঃ
- প্রতিষ্ঠাকাল: ২৪ সেপ্টেম্বর ১৮৯৯ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- অবস্থান: কুমিল্লা, বাংলাদেশ
- ওয়েবসাইট: cvgc.edu.bd
১০. এম সি কলেজ, সিলেট
মুরারী চাঁদ কলেজ ছিল সিলেট বিভাগের প্রথম কলেজ। ১৮৯২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের সপ্তম প্রাচীনতম কলেজ।
শুরু থেকে প্রতিষ্ঠানটি বৃহত্তর সিলেটের শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে কলেজে ৯টি একাডেমিক ভবন রয়েছে।
এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৯২ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- অবস্থান: টিলাগড়, সিলেট, ৩১০০
- ওয়েবসাইট: mccollege.edu.bd
বাংলাদেশের সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে শেষ কথা
আশা করি, বাংলাদেশের সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সেরা কলেজগুলো সম্পর্কে জানতে পেরেছেন।
আপনার এলাকায় কোন কলেজটি অবস্থিত, এবং আপনি কোথায় ভর্তি হতে চান, সেবিষয়ে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।