আপনি কি জনপ্রিয় বাংলা ফন্ট খুজছেন? বাংলা লেখালেখি ও গ্রাফিক্সের নান্দনিক ডিজাইনের কাজে বিভিন্ন বাংলা ফন্টের প্রয়োজন হয়। তাই, কাজের প্রয়োজনে অনেকেই ফন্ট ডাউনলোড করার জন্য গুগলে ক্যালিগ্রাফি বাংলা ফন্ট, আকর্ষণীয় বাংলা ফন্ট, বাংলা থ্রিডি ফন্ট লিখে সার্চ করে। কিন্তু, বর্তমানে হাজার হাজার বাংলা ফন্ট তৈরি হয়েছে। বিপুল সংখ্যক ফন্টের মাঝে আকর্ষণীয় ও জনপ্রিয় বাংলা ফন্ট খুঁজে পাওয়া বেশ কঠিন কাজ। তাই, আপনার সুবিধার্থে আমরা জনপ্রিয় ১০ টি বাংলা ফন্ট নিয়ে আলোচনা করবো ইন-শা-আল্লাহ।
বাংলাতে লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউবের থাম্বনেইল ফুটিয়ে তোলার জন্য বাংলা ফন্ট প্রয়োজন। ইংরেজিতে অনেক ভালো ফ্রি ফন্ট পাওয়া গেলেও বাংলাতে জনপ্রিয় ফন্টগুলোর বেশিরভাগই পেইড। তবে, বাংলাতেও কিছু জনপ্রিয় ফ্রি বাংলা ফন্ট পাওয়া যায়, সেগুলোই আমাদের আজকের আলোচনায় জানানোর চেষ্টা করবো।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
বাংলা ফন্ট কি?
ফন্ট শব্দটি একটি নির্দিষ্ট শৈলী এবং আকারে মুদ্রণযোগ্য বা প্রদর্শনযোগ্য টাইপোগ্রাফি বা পাঠ্য অক্ষরের একটি সেটকে বোঝায়।
ফন্ট হলো এক প্রকার লিপি। লিপি হচ্ছে যেকোন ভাষার বর্ণসমূহ। অর্থাৎ, বাংলা ভাষার সমস্ত বর্ণ, সংখ্যা ও যতিচিহ্ন যখন একই ধারায় এবং একই রুপের হবে তখন তাদেরকে লিপি বলা হয়। একটি বর্ণকে ঘুরিয়ে পেচিয়ে নানাভাবে বিভিন্নরূপে লেখালেখি করা সম্ভব। আর এজন্যই এত লিপির আবিষ্কার।
বাংলা ফন্ট কেন জরুরী?
প্রথমত, বাংলা ভাষায় লেখালেখি করার জন্য বাংলা ফন্ট জরুরী। পত্রিকা, ব্লগ, ডিজাইন, এবং কম্পিউারে লেখার কাজে বাংলা ফন্ট প্রয়োজন হয়।
কথায় আছে, আগে দর্শনধারী, পরে গুণবিচারী। আপনি কোন ডিজিটাল পোস্টার, ব্লগ, পত্রিকা কিংবা ডিজাইন দেখার পর আপনার প্রথম যে কথা মাথায় আসবে, তা হলো লেখার স্টাইল কতটা সুন্দর। আর, এই সৌন্দর্য্য বৃদ্ধির কাজটাই করে বাংলা ফন্ট।
১০টি জনপ্রিয় বাংলা ফন্ট | Best 10 Bangla Font
বাংলা ভাষায় বেশ কিছু ভালো ভালো বাংলা ফন্ট রয়েছে, যেগুলো মানুষ বেশি ব্যবহার করে থাকে।
১০ টি জনপ্রিয় বাংলা ফন্ট তালিকা:
- sutonnymj
- Prithu ti ku
- Charu Chondon Blood Drip
- Hind Shiliguri
- khalid kalalini
- Abirvab
- Paradoxical Sajid
- charukola font
- Somoyer Srot
- Shorif Shadhin
১. সুতনিএমযে বাংলা ফন্ট (sutonnymj font)
বাংলা ভাষায় সব থেকে বেশী ব্যবহৃত ফন্টের নাম হচ্ছে sutonnymj ফন্ট। ফরমাল ফন্ট হওয়ায় সকল অফিসিয়াল কাজে কম্পিউটার ডিভাইসেই sutonnymj ফন্ট ইন্সটল করার প্রয়োজন হয়।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: sutonnymj (সুতনি-এমযে)
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংক: সুতনিএম যে- বাংলা ফন্টস
২. পৃথু টি কিউ বাংলা ফন্ট
বাংলা ফন্টের অন্যতম নান্দনিক ডিজাইন এবং প্রিমিয়াম বাংলা ফন্ট হচ্ছে পৃথু টি কিউ বাংলা ফন্ট। এই বাংলা ফন্ট দিয়ে সব রকম ব্যবসায়িক এবং ব্যাক্তিগত ডিজাইনের কাজে ব্যবহার করা যাবে।
এটি একটি প্রিমিয়াম ফন্ট হওয়ায় ফ্রিতে ব্যবহার করা যাবে না। এই বাংলা প্রিমিয়াম বাংলা ফন্ট-টি এখন পর্যন্ত ২৪৫ বারের বেশী বিক্রি হয়েছে।
সাধারণ বিবরণ:
- ফন্টের নামঃ Prithu ti ku (পৃথু টি কিউ)
- ফন্টের ধরণঃ ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইলঃ ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংক: পৃথু টি কিউ বাংলা ফন্টস
৩. চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্ট
চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্ট অন্যান্য বাংলা ফন্ট থেকে একটু ব্যতিক্রম। এই ফন্টটি যখন কোন কিছু লেখা হয় তখন আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দলনের কথা মনে পড়ে যায়। কারণ এই ফন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দেখে মনে হয় বাঙ্গালীদের লাল রক্ত রঞ্জিত হচ্ছে।
এই চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্টটি ডিজাইন করেছেন চন্দন আচার্য এবং এই ফন্ট-টি ৫২ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: Charu Chondon Blood Drip (চারু চন্দন ব্লাড ড্রিপ )
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংক: চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্টস
৪. হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্ট
বেশিরভাগ বাংলা ব্লগে হিন্দ শিলিগুড়ি ফন্ট ব্যবহার করা হয়। নান্দনিক ডিজাইনের কারণে যারা বাংলা ব্লগে নিয়মিত পাঠক আছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে এই ফন্টের লেখাগুলো পড়তে পারেন।
এই বাংলা ফন্টটি ডিজাইন করেছেন ইন্ডিয়ান টাইপ ফাউন্ডারি প্রতিষ্ঠান। এই ফন্টটি ৯ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: Hind Shiliguri (হিন্দ শিলিগুড়ি)
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংক: হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্টস
৫. খালিদ কালকিনি বাংলা ফন্ট (khalid kalalini)
বাংলা প্রিমিয়াম ফন্ট ফন্টের তালিকায় খালিদ কালকিনি বেশ জনপ্রিয়। এই ফন্টটি ফ্রিতে ব্যবহার করা যাবে না বরং ক্রয় করেই ব্যবহার করতে হবে।
ফন্টটি ফ্রিতে ব্যবহার করা যায় না বলে এর ডাউনলোড সংখ্যাও তূলনামূলকভাবে কিছুটা কম। এই ফন্ট এখন পর্যন্ত ১০১৩ বারেরও বেশিবার লিপিঘর থেকে বিক্রি করা হয়েছে।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: khalid kalkini (খালিদ কালকিনি)
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংক: খালিদ কালকিনি বাংলা ফন্টস
৬. আবির্ভাব মুক্ত বাংলা ফন্ট
সময় উপযোগী এবং দারুণ স্ট্যাইল যুক্ত বাংলা ফন্ট হচ্ছে আবির্ভাব মুক্ত বাংলা ফন্ট। এই ফন্ট দিয়ে সাধারনত গ্রাফিক্স ডিজাইনের কাজে বেশি ব্যবহার করা হয়। অনেকেই বাংলা ওয়েবসাইটের মেইন লোগো বানানোর জন্যও এই ফন্ট ব্যবহার করে থাকেন।
Abirvab Free বাংলা ফন্ট টি ডিজাইন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র তোহিদুল ইসলাম হিমেল।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: Abirvab Free ( আবির্ভাব মুক্ত )
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংকঃ আবির্ভাব মুক্ত বাংলা ফন্টস
৭. প্যারাডক্সিক্যাল সাজিদ বাংলা ফন্ট
প্যারাডক্সিক্যাল সাজিদ হচ্ছে বাংলা ফন্টের মধ্য অন্যতম স্ট্যাইলিশ বাংলা ফন্ট। এই ফন্টটি প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি ফন্ট। এই ফন্ট দিয়ে সব ধরনের ডিজাইন করা সম্ভব। ফন্টটি ডিজাইন করেছেন সাব্বির রহমান ফিরোজ এবং এই ফন্টের ডাউনলোডের পরিমাণ ৩,২৩৪ বার ।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: Paradoxical Sajid ( প্যারাডক্সিক্যাল সাজিদ)
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংকঃ প্যারাডক্সিক্যাল সাজিদ
৮. চারুকলা বাংলা ফন্ট
এই বাংলা ফন্টটি ২০১৬ সালে নির্মাণ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চন্দন আচার্য এই ফন্টটি নির্মাণ করেন।
এই ফন্টের বিশেষত্ব হচ্ছে এর আল্ট্রা লাইট এবং নান্দনিক ডিজাইন। অন্যান্য বাংলা ফন্টের থেকে এই ফন্টটি অনেকটা থিন। ফন্টটিতে রয়েছে ৬ ধরনের ডিজাইন যা আপনাকে লেখালেখি করতে অনেক বৈচিত্র দিবে।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: চারুকলা বাংলা ফন্ট (charukola font )
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ৬টি
ডাউনলোড লিংকঃ চারুকলা বাংলা ফন্টস
৯. সময়ের স্রোত ফ্রি বাংলা ফন্ট
জনপ্রিয় বাংলা ফন্ট সময়ের স্রোত ড্যাফোডি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এর মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজির ছাত্র তৈরি করেন।
ফন্টটিতে রয়েছে বেশ নান্দনিকতার ছোঁয়া। সময়ের স্রোত ফ্রি বাংলা ফন্টটি বেশিরভাগ সময়ে টেলিভিশনের খবর বা অন্যান্য কিছুর হেডলাইন হিসেবে বেশি ব্যবহৃত হয়ে থাকে।
সাধারণ বিবরণ:
- ফন্টের নাম: Somoyer Srot (সময়ের স্রোত)
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংক: সময়ের স্রোত বাংলা ফন্টস
১০. শরীফ স্বাধীন
লেখালেখি করার জন্য এবং ডিজাইনের কাজে ব্যবহার করা হয় এই জনপ্রিয় বাংলা ফন্ট শরীফ স্বাধীন। এই ফন্টটি যেমন স্টাইলিশ তেমনি ফন্টটির ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশী।
ইউটিউবের ভিডিও থাম্বনেইল তৈরি থেকে শুরু করে আরো অন্যান্য কাজে শরীফ স্বাধীন বাংলা ফন্ট ব্যবহার করা হয়ে থাকে।
সাধারণ বিবরণঃ
- ফন্টের নাম: Shorif Shadhin (শরীফ স্বাধীন)
- ফন্টের ধরণ: ইউনিকোড এবং ANSI
- ফন্টের স্ট্যাইল: ২টি (রেগুলার+বোল্ড)
ডাউনলোড লিংকঃ শরীফ স্বাধীন বাংলা ফন্টস
বাংলা ফন্ট ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট
- লিপিঘর
- ওমিক্রন ল্যাব
- বেঙ্গালী ফন্ট
- বাংলা ফন্ট লাইব্রেরি
- অক্ষর ৫২
জনপ্রিয় বাংলা ফন্ট নিয়ে শেষ কথা
আজকের এই আর্টিকেলের মাধ্যমে চেষ্টা করেছি ১০ টি জনপ্রিয় বাংলা ফন্ট আপনার সামনে তুলে ধরতে। আশা করি, আপনি আপনার প্রয়োজনীয় কাজের জন্য আকর্ষণীয় একটি বাংলা ফন্ট খুঁজে পেয়েছেন।
Bangla font download korar jonno valo site “fontstyleonline”