পূর্বে আমরা পোলার থেকে রেকটেনগুলার এ কনভার্ট করার পদ্ধতি শিখেছিলাম, আজ আমরা শিখবো রেকটেনগুলার টু পোলার এ কিভাবে নেওয়া যায়।
কিভাবে ক্যালকুলেটরে রেকটেনগুলার থেকে পোলারে কনভার্ট করা যায়।
আমরা কাজ করবো 4+j3 নিয়ে।
- MS ক্যালকুলেটর এ Shift বাটন এ চাপ দিয়ে (+) চিহ্নে চাপ দিন।
- ক্যালকুলেটর এ এবার “Pol( ” এমন লেখা আসবে।
- ব্রাকেট এর ভিতরে আপনার রেকটেনগুলার ফরম এর 4 বসাবেন।
- তারপর কমা দিয়ে অবাস্তব ডিজিটের বাস্তব অংশ 3 বসিয়ে ব্রাকেট ক্লোজ করে দিবেন।
- এখন ক্যালকুলেটর স্ক্রিনএ Pol(4,3) দেখাবে।‘=’ চিহ্নে চাপ দিলে আপনার মডুলাস উত্তর 5 পেয়ে যাবেন।
- এবার ক্যালকুলেটর এর “Alpha” বাটন এ ক্লিক করে tan বাটন এ চাপ দিলে কোনের মান চলে আসবে।
কমেন্ট এ আপনার কোনের মান জানান।
বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে অধ্যয়নরত। জানার আগ্রহ থেকে whyorwhen এবং Pratiborton এ লেখালেখি করি।
Pingback: পোলার থেকে রেকটেনগুলার এ কনভার্ট | IT Somoy